জন কার্টার | |
---|---|
পরিচালক | এন্ড্রু স্ট্যানটন |
প্রযোজক | জিম মরিস কলিন উইলসন লিন্ডসি কলিন |
চিত্রনাট্যকার | এন্ড্রু স্ট্যানটন |
উৎস | আ প্রিন্সেস অব মার্স |
শ্রেষ্ঠাংশে | টেইলর কিট লিন করিনস সামান্থা মরটন মার্ক স্ট্রং কিরান হিন্দস ডোমিনিক ওয়েস্ট জেমস পিউরফয় উইলিম ডাফোয় |
সুরকার | মাইকেল গ্যাসিনো |
সম্পাদক | এরিক জুমব্রুনেন |
প্রযোজনা কোম্পানি | ওয়াল্ট ডিসনি পিকচারস |
পরিবেশক | ওয়াল্ট ডিসনি পিকচারস |
মুক্তি | ৭ মার্চ ১০১২ (ফ্রান্স[১]) ৯ মার্চ ২০১২ (যুক্তরাষ্ট্র) |
স্থিতিকাল | ১৩২ মিনিট [২] |
দেশ | যুক্তরাষ্ট্র |
জন কার্টার (ইংরেজি: John Carter) ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত একটি মার্কিন কল্পবিজ্ঞান চলচ্চিত্র। এটি পরিচালনা করেছেন এন্ড্রু স্ট্যানটন। লেখক এডগার রাইস বারোজ রচিত কল্পবিজ্ঞান উপন্যাস আ প্রিন্সেস অব মার্সেস অবলম্বনে এই চলচ্চিত্রটি নির্মিত হয়েছে। চলচ্চিত্রটি মুক্তি পায় ২০১২ সালের মার্চ মাসে ফ্রান্স এবং যুক্তরাষ্ট্রে। মুক্তির পরে এটি সমালোচকদের দ্বারা মিশ্র প্রতিক্রিয়া লাভ করে।
জন কার্টার চলচ্চিত্রটি এডগার রাইস বারোজ রচিত কল্পকাহিনীমূলক উপন্যাস আ প্রিন্সেস অব মার্স অবলম্বনে রচিত হয়েছে। নির্মিত চলচ্চিত্রটি মুক্তি পাওয়ার কথা ছিল ২০১২ সালের ৮ জুন, কিন্তু পরে তারিখ পরিবর্তন করে ২০১২ সালের ৯ মার্চ এর মুক্তি দেওয়া হয়।[৩][৪]