জন ডস প্যাসস | |
---|---|
![]() | |
জন্ম | জন রোডেরিগো ডস প্যাসস ১৪ জানুয়ারি ১৮৯৬ শিকাগো, ইলিনয়, মার্কিন যুক্তরাষ্ট্র |
মৃত্যু | ২৮ সেপ্টেম্বর ১৯৭০ বাল্টিমোর, ম্যারিল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্র | (বয়স ৭৪)
পেশা | ঔপন্যাসিক, নাট্যকার, কবি, সাংবাদিক |
জাতীয়তা | মার্কিন |
সাহিত্য আন্দোলন | আধুনিক হারানো প্রজন্ম |
উল্লেখযোগ্য রচনাবলি | ইউ.এস.এ. ত্রয়ী |
উল্লেখযোগ্য পুরস্কার | আন্তোনিও ফেলত্রিনেল্লি পুরস্কার |
জন রোডেরিগো ডস প্যাসস (ইংরেজি: John Roderigo Dos Passos;[১] ১৪ জানুয়ারি ১৮৯৬ - ২৮ সেপ্টেম্বর ১৯৭০) ছিলেন একজন মার্কিন ঔপন্যাসিক, যিনি তার ইউ.এস.এ. ত্রয়ীর জন্য সর্বাধিক প্রসিদ্ধ।
ইলিনয় অঙ্গরাজ্যের শিকাগো শহরে জন্মগ্রহণকারী ডস প্যাসস ১৯১৬ সালে হার্ভার্ড কলেজ থেকে স্নাতক সম্পন্ন করেন। তিনি যুবক বয়সে অনেক ভ্রমণ করতেন, বিশেষ করে ইউরোপ ও মধ্যপ্রাচ্যে, সেখানে তিনি সাহিত্য, শিল্পকলা ও স্থাপত্যকলা সম্পর্কে জ্ঞান অর্জন করেন। প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন তিনি অ্যাম্বুলেন্স চালক হিসেবে মার্কিন স্বেচ্ছাসেবক দলে যোগ দিয়ে প্যারিস ও ইতালি যান এবং পরে মার্কিন যুক্তরাষ্ট্রের আর্মি মেডিক্যাল কর্পোরালে যোগ দেন।
১৯২০ সালে তার প্রথম উপন্যাস ওয়ান ম্যান্স ইনিশিয়েশন: ১৯১৭ প্রকাশিত হয় এবং ১৯২৫ সালে তার উপন্যাস ম্যানহাটন ট্রান্সফার বাণিজ্যিকভাবে সফল হয়। তার ইউ.এস.এ. ত্রয়ীর উপন্যাসসমূহ - দ্য ফোর্টি-সেকেন্ড প্যারালাল (১৯৩০), নাইনটিন নাইনটিন (১৯৩২) ও দ্য বিগ মানি (১৯৩৬) মডার্ন লাইব্রেরির ১৯৯৮ সালের র্যাঙ্কিঙে বিংশ শতাব্দীর ১০০ সেরা ইংরেজি ভাষার উপন্যাস তালিকায় ২৩তম স্থান অধিকার করে। নিরীক্ষামূলক অসরলরৈখিক ধারায় রচিত এই ত্রয়ী উপন্যাসে বিংশ শতাব্দীর শুরুর দিকের মার্কিন সংস্কৃতিকে চিত্রায়িত করতে জীবনী ও সংবাদ প্রতিবেদনের উপাদানের সংমিশ্রণ দেখা যায়।