জন ব্যারো | |
---|---|
জন্ম | জন ডেভিড ব্যারো ২৯ নভেম্বর ১৯৫২ |
মাতৃশিক্ষায়তন | Van Mildert College, Durham (BSc) Magdalen College, Oxford (DPhil) |
পুরস্কার | Templeton Prize (২০০৬) Michael Faraday Prize (২০০৮) কেলভিন পুরস্কার (২০০৯) দিরাক মেডেল (২০১৫) Gold Medal of the Royal Astronomical Society (২০১৬) |
বৈজ্ঞানিক কর্মজীবন | |
কর্মক্ষেত্র | পদার্থবিজ্ঞান জ্যোতির্বিজ্ঞান গণিত জনপ্রিয় বিজ্ঞান |
প্রতিষ্ঠানসমূহ | কেমব্রিজ বিশ্ববিদ্যালয় গ্ৰেশাম কলেজ ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় সাসেক্স বিশ্ববিদ্যালয় |
অভিসন্দর্ভের শিরোনাম | Non-Uniform Cosmological Models (১৯৭৭) |
ডক্টরাল উপদেষ্টা | Dennis William Sciama[১] |
ডক্টরেট শিক্ষার্থী | Peter Coles David Wands[১] |
জন ডেভিড ব্যারো এফআরএস (২৯ নভেম্বর ১৯৫২ - ২৬ সেপ্টেম্বর ২০২০)[২] ইংরেজ বিশ্বতত্ত্ববিদ, তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী এবং গণিতবিদ। বর্তমানে তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে গাণিতিক বিজ্ঞানের গবেষণা অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। মৌলিক গবেষণা ছাড়াও জনপ্রিয় বিজ্ঞান গ্রন্থ এবং শৌখিন নাট্যকার হিসেবে তার পরিচিতি রয়েছে।
ইংরেজি ভাষায়:
অন্যান্য ভাষায়: