জন তারতুরো | |
---|---|
John Turturro | |
জন্ম | জন মাইকেল তারতুরো ২৮ ফেব্রুয়ারি ১৯৫৭ |
নাগরিকত্ব | মার্কিন যুক্তরাষ্ট্র ইতালি |
মাতৃশিক্ষায়তন | নিউ ইয়র্ক স্টেট বিশ্ববিদ্যালয় অ্যাট নিউ পাল্টজ (বিএ) ইয়েল বিশ্ববিদ্যালয় (এমএফএ) |
পেশা | অভিনেতা, লেখক, চলচ্চিত্র নির্মাতা |
কর্মজীবন | ১৯৮০-বর্তমান |
দাম্পত্য সঙ্গী | ক্যাথরিন বরোউইট্জ (বি. ১৯৮৫) |
সন্তান | ২ |
জন মাইকেল তারতুরো (ইংরেজি: John Michael Turturro; /tərˈtʊəroʊ/;[১] জন্ম: ২৮ ফেব্রুয়ারি ১৯৫৭) হলেন ইতালীয় মার্কিন অভিনেতা, লেখক ও চলচ্চিত্র নির্মাতা। তিনি ডু দ্য রাইট থিং (১৯৮৯), মিলার্স ক্রসিং (১৯৯০), বার্টন ফিঙ্ক (১৯৯১), কুইজ শো (১৯৯৪), দ্য বিগ লেবোভ্স্কি (১৯৯৮), ও ব্রাদার, হোয়ার আর্ট দো? (২০০০) এবং ট্রান্সফর্মার্স চলচ্চিত্র ধারাবাহিকের চারটি চলচ্চিত্র, ও দ্য লাস্ট নাইট (২০১৭) চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করেন। বার্টন ফিঙ্ক ছবিতে অভিনয় করে তিনি কান চলচ্চিত্র উৎসবের শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার ও শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে দাভিদ দি দোনাতেল্লো অর্জন করেন এবং কুইজ শো ছবিতে অভিনয় করে সেরা পার্শ্ব অভিনেতা বিভাগে গোল্ডেন গ্লোব ও স্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কারের মনোনয়ন লাভ করেন।
টেলিভিশনে তিনি মঙ্ক ধারাবাহিকে অভিনয় করে ২০০৪ সালে একটি প্রাইমটাইম এমি পুরস্কার অর্জন করেন এবং দ্য নাইট অব মিনি ধারাবাহিকে অভিনয় করে একটি প্রাইমটাইম এমি ও গোল্ডেন গ্লোব পুরস্কারের মনোনয়ন লাভ করেন।[২] এছাড়া তিনি তিনটি স্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কারের মনোনয়ন লাভ করেন।