জন ম্যাকাফি | |
---|---|
![]() | |
জন্ম | সেপ্টেম্বর, ১৯৪৫ কিংবা ১৯৪৬ |
মৃত্যু | ২৩ জুন ২০২১ | (বয়স ৭৫)
মৃত্যুর কারণ | আত্মহত্যা[১] |
জাতীয়তা | ব্রিটিশ / আমেরিকান |
মাতৃশিক্ষায়তন | রোয়ানোক কলেজ |
পেশা | কম্পিউটার প্রোগ্রামার সফটওয়্যার নির্মাতা ম্যাকাফি এন্টিভাইরাসের প্রতিষ্ঠাতা |
পরিচিতির কারণ | ম্যাকাফি |
দাম্পত্য সঙ্গী | জুডি ম্যাকাফি (বিবাহ-বিচ্ছেদ) |
ওয়েবসাইট | www.whoismcafee.com |
জন ম্যাকাফি (ইংরেজি: John McAfee; জন্ম: সেপ্টেম্বর, ১৯৪৫[২] কিংবা ১৯৪৬[৩]-২৩ জুন ২০২১) ইংল্যান্ডে জন্মগ্রহণকারী ব্রিটিশ-আমেরিকান কম্পিউটার প্রোগ্রামার ও সফটওয়্যার নির্মাতা। তিনি জনপ্রিয় হয়ে আছেন ম্যাকাফি, ইনকর্পোরেট প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা হিসেবে যা ম্যাকাফি এন্টিভাইরাস প্রোগ্রাম রচনা করে থাকে। শৈশবকাল ভার্জিনিয়ার সালেমে অতিবাহিত করেন। ১৯৬৭ সালে রোয়ানোক কলেজ থেকে গণিতে স্নাতক ডিগ্রী অর্জন করেন।[৩]
ম্যাকাফি যোগ ব্যয়াম শিক্ষা দিয়ে থাকেন।[৪] যোগ ব্যয়াম সম্পর্কীয় বেশ কয়েকটি পুস্তকও ইতোমধ্যেই রচনা করেছেন তিনি।[৫]
২০১২ সালে মেন্সা বুলেটিনের একটি নিবন্ধে তিনি বলেন যে বাণিজ্যিকভাবে প্রথম এন্টি-ভাইরাস প্রোগ্রাম রচনা করায় তিনি হ্যাকারদের কাছে সবচেয়ে বেশি জনপ্রিয় লক্ষ্যে পরিণত হয়েছেন। তিনি আরো বলেন, হ্যাকাররা আমাকে হ্যাকিং করার তৎপরতা চালিয়ে সম্মানিত হবার চেষ্টা চালাচ্ছে। তিনি তার নিজের নিরাপত্তার চাদরে মোড়ানোর জন্য অন্যান্য লোকের মাধ্যমে কম্পিউটার যন্ত্রাংশ ক্রয় করান, কম্পিউটার সেট-আপে ছদ্মনাম এবং দৈনিক কয়েকবার আইপি এড্রেস পরিবর্তন করান।[৬]
২০১২ সালে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "আমি ম্যাকাফি এন্টি-ভাইরাস ব্যবহার করি না এবং অনেকাংশে এটি দুঃশ্চিন্তাদায়ক।"[৭]
১৯৬৮ থেকে ১৯৭০ সাল পর্যন্ত নিউইয়র্কে অবস্থিত নাসা'র মহাকাশ বিদ্যা প্রতিষ্ঠানে প্রোগ্রামার হিসেবে কর্মরত ছিলেন। সেখান থেকে ইউনিভ্যাকে সফটওয়্যার নকশাবিদ এবং তারও পরে জেরক্সে অপারেটিং সিস্টেম স্থপতিরূপে কাজ করেন। ১৯৭৮ সালে কম্পিউটার সায়েন্সেস কর্পোরেশনের সফটওয়্যার পরামর্শকরূপে যোগ দেন। ১৯৮০-এর দশকে লকহীডে কর্মরত অবস্থায় ম্যাকাফি পাকিস্তানি ব্রেইন নামীয় কম্পিউটার ভাইরাসের কপি সংগ্রহ করেন এবং ভাইরাসের বিরুদ্ধে মোকাবেলার লক্ষ্যে সফটওয়্যারের উন্নয়ন কর্মকাণ্ড শুরু করেন।
১৯৮৭ সালে জন ম্যাকাফি কম্পিউটার এন্টি-ভাইরাস কোম্পানীরূপে ম্যাকাফি অ্যাসোসিয়েটস গড়ে তোলেন।[৩] শেয়ারওয়্যার বিজনেস পদ্ধতি অবলম্বন করে তিনি এন্টি-ভাইরাস সফটওয়্যার বাজারজাতকরণ শুরু করেন। ১৯৮৯ সালে লকহীড ত্যাগ করে ম্যাকাফি অ্যাসোসিয়েটসে পূর্ণোদ্যমে কাজ করা শুরু করেন। মূলতঃ ক্যালিফোর্নিয়ার সান্তা ক্ল্যারা এলাকায় অবস্থিত বাড়ি থেকে এ কার্যক্রম শুরু করেন। ডেলাওয়্যারের সাধারণ সংস্থার আইন অনুযায়ী ১৯৯২ সালে সংস্থার মর্যাদা পায়। ১৯৯৪ সালে তিনি প্রতিষ্ঠানটি ত্যাগ করেন।[৩] এর দুই বছর পর ম্যাকাফি অ্যাসোসিয়েটস পাবলিক কোম্পানীতে পরিণত হয়; ফলে ম্যাকাফি তার বাদবাকী সম্পত্তি কোম্পানীতে বিনিয়োগ করেন।[৮] ১৯৯৭ সালে নেটওয়ার্ক অ্যাসোসিয়েটস গঠিত হলে ম্যাকাফি অ্যাসোসিয়েটস এবং নেটস্কাউট সিস্টেমস, ইনকর্পোরেটের সাথে একীভূত হয়। এ কোম্পানীই পরবর্তীকালে নেটওয়ার্ক অ্যাসোসিয়েটস নাম পরিচিতি পায় ও পরবর্তী সাত বছর পরিচালিত হয়। কোম্পানীটি ম্যাকাফি নামধারণ করে এবং অদ্যাবধি বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় এন্টি-ভাইরাস নির্মাতা প্রতিষ্ঠানের মর্যাদা লাভ করছে।
২০২১ সালের ২৩ জুন, বিচার বিভাগের কর বিভাগের দায়ের করা ফৌজদারি অভিযোগে স্পেনের জাতীয় আদালত তাকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণের আদেশ দেওয়ার কয়েক ঘণ্টা পর ম্যাকাফিকে ব্রায়ানস ২ পেনিটেনশিয়ারি সেন্টারের বার্সিলোনা কারাগারে মৃত অবস্থায় পাওয়া যায়।[৯] কাতালান বিচার বিভাগ একটি বিবৃতিতে বলেছিল যে "সবকিছুই ইঙ্গিত করে" ম্যাকাফি আত্নহত্যার সিদ্ধান্ত নিয়েছিলেন।[১০][১১][১২][১৩] "এপস্টাইন নিজেকে হত্যা করেন নি " এর অনুরূপভাবে তাঁর মৃত্যুর ফলে ইন্টারনেট ষড়যন্ত্র তত্ত্ব ছড়িয়ে পড়ে।[১৪] মৃত্যুর আগে একাধিকবার ম্যাকাফি দৃঢ়ভাবে জানিয়েছিল যে যদি তাকে কখনও ফাঁসিতে ঝুলিয়ে মৃত অবস্থায় পাওয়া যায়, তবে এর অর্থ হবে তাকে খুন করা হয়েছে।[১৫] তাঁর মৃত্যুর প্রতিবেদনের কয়েক মিনিটের পরে, সম্ভবত কিউন ষড়যন্ত্র তত্ত্বের প্রসঙ্গে কিউ চিঠির একটি চিত্র তার ইনস্টাগ্রাম ফিডে পোস্ট করা হয়েছিল (একজন মৃত ব্যক্তি হিসাবে, তার অ্যাকাউন্টটি এখন নামিয়ে নেওয়া হয়েছে)।[১৬][১৭][১৮] এই তত্ত্বগুলি সংবাদমাধ্যমগুলি অনুমানমূলক, "উদ্ভট" এবং "ভিত্তিহীন" হিসাবে উল্লেখ করেছে। তাদের প্রমাণের প্রাথমিক উৎস মূলত ম্যাকাফির নিজস্ব বিবৃতি নিয়ে গঠিত।[১৬][১৭][১৮]
Most newspaper sources give 1945 as his year of birth. Some book sources give 1946. General agreement is that he was born in the month of September during one of these years, somewhere in England. The exact day (September 18th) is from McAfee's Facebook page, which we have verified to be genuine.