জন সিওফি | |
---|---|
জন্ম | ৭ নভেম্বর ১৯৫৬ |
জাতীয়তা | মার্কিন যুক্তরাষ্ট্র |
মাতৃশিক্ষায়তন | স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব ইলিনয় অ্যাট আর্বানা-শ্যাম্পেইন |
পরিচিতির কারণ | ডিজিটাল সাবস্ক্রাইবার লাইন |
পুরস্কার | মার্কনি প্রাইজ (২০০৬) আইইইই আলেক্সান্ডার গ্রাহাম বেল মেডেল (২০১০) |
বৈজ্ঞানিক কর্মজীবন | |
কর্মক্ষেত্র | ডিজিটাল কমিউনিকেশনস and কোডিং থিওরি |
প্রতিষ্ঠানসমূহ | স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় |
ডক্টরাল উপদেষ্টা | টমাস কাইলাথ |
জন সিওফি একজন মার্কিন প্রকৌশলী। তিনি ডিজিটাল সাবস্ক্রাইবার লাইন এর জনক হিসেবে খ্যাত।
সিওফি ইউনিভার্সিটি অব ইলিনয় অ্যাট আর্বানা-শ্যাম্পেইন থেকে তড়িৎ প্রকৌশলে ১৯৭৮ সালে ব্যাচেলর অব সায়েন্স ডিগ্রি অর্জন করেন। তিনি স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭৯ সালে মাস্টার অব সায়েন্স এবং ১৯৮৪ সালে পিএইচইডি ডিগ্রি অর্জন করেন। তার ২০৫টি জার্নাল গবেষণাপত্র [১] এবং ৩৮৯টি কনফারেন্স গবেষণাপত্র রয়েছে। [২] তার ১০৫টি প্যাটেন্ট রয়েছে। [৩] তিনি ইউনিভার্সিটি অব ইলিনয় অ্যাট আর্বানা-শ্যাম্পেইন থেকে পড়াশোনা সম্পন্ন করে বেল ল্যাবসে মডেম ডিজাইনার হিসেবে কাজ করেন। তিনি ১৯৮৪ ও ১৯৮৫ সালে আইবিএম এ কর্মরত ছিলেন। তিনি ১৯৮৫/ ১৯৮৬ থেকে ২০০৮/২০০৯ সাল পর্যন্ত স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় এ শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন । [৪][৫][৬][৭][৮]