![]() ২০১৫ সালে এভার্টনের হয়ে স্টোনস | |||
ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
জন্ম | ২৮ মে ১৯৯৪ | ||
জন্ম স্থান | বার্নজলি, ইংল্যান্ড | ||
উচ্চতা | ১.৮৮ মিটার (৬ ফুট ২ ইঞ্চি) | ||
মাঠে অবস্থান | রক্ষণভাগের খেলোয়াড় | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | ম্যানচেস্টার সিটি | ||
জার্সি নম্বর | ৫ | ||
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৫:০২, ২৭ এপ্রিল ২০২৩ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। |
জন স্টোনস (ইংরেজি: John Stones; জন্ম: ২৮ মে ১৯৯৪) হলেন একজন ইংরেজ পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে ইংল্যান্ডের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার সিটি এবং ইংল্যান্ড জাতীয় দলের হয়ে রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।[১][২] তিনি মূলত কেন্দ্রীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে ডান পার্শ্বীয় রক্ষণভাগের খেলোয়াড় অথবা রক্ষণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।
২০১৩ সালে, স্টোনস ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ইংল্যান্ডের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় দুই বছর যাবত ইংল্যান্ডের বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০১৪ সালে ইংল্যান্ডের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; ইংল্যান্ডের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ৬৬ ম্যাচে ৩টি গোল করেছেন।
জন স্টোনস ১৯৯৪ সালের ২৮শে মে তারিখে ইংল্যান্ডের বার্নজলিতে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
স্টোনস ২০১১ সালে বার্নজলি যোগদান করেছিলেন।[৩] ২০১২ সালের ১৭ই মার্চ তারিখে, বার্নজলির হয়ে তিনি অভিষেক করেছেন।[৪]
২০১৩ সালের ৩১শে জানুয়ারি তারিখে, স্টোনস ৩ মিলিয়ন ইউরোর বিনিময় বার্নজলি হতে এভার্টনে যোগদান করেছিলেন;[৫] এভার্টনের সাথে তিনি ৫ বছরের চুক্তি করেছিলেন। ১০ই ফেব্রুয়ারি তারিখে, ম্যানচেস্টার ইউনাইটেডর বিরুদ্ধে ম্যাচে তিনি এভার্টনের হয়ে অভিষেক করেছেন।[৬]
২০১৬ সালের ৯ই আগস্ট তারিখে, তৎকালীন সময়ে ফুটবল ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ দামি রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে ৪৭.৫ মিলিয়ন ইউরোর বিনিময় এভার্টন হতে ম্যানচেস্টার সিটিতে যোগদান করেছিলেন।[৭][৮][৯][১০] ম্যানচেস্টার সিটির সাথে তিনি ৬ বছরের চুক্তি করেছিলেন। ২০১৬–১৭ মৌসুমে ২৪ নম্বর জার্সি পরে ম্যানচেস্টার সিটির হয়ে খেলেছিলেন।
স্টোনস ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯, ইংল্যান্ড অনূর্ধ্ব-২০ এবং ইংল্যান্ড অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলার মাধ্যমে ইংল্যান্ডের প্রতিনিধিত্ব করেছেন। ইংল্যান্ডের বয়সভিত্তিক দলের হয়ে তিনি প্রায় ৩ বছরে ১৮ ম্যাচে অংশগ্রহণ করেছেন।
দল | সাল | ম্যাচ | গোল |
---|---|---|---|
ইংল্যান্ড | ২০১৪ | ৪ | ০ |
২০১৫ | ৩ | ০ | |
২০১৬ | ৮ | ০ | |
২০১৭ | ৭ | ০ | |
২০১৮ | ১৫ | ২ | |
২০১৯ | ২ | ০ | |
২০২১ | ১৬ | ১ | |
২০২২ | ৯ | ০ | |
২০২৩ | ২ | ০ | |
সর্বমোট | ৬৬ | ৩ |