জন হ্যাসব্রুক ভ্যান ভ্লেক | |
---|---|
![]() জন হ্যাসব্রুক ভ্যান ভ্লেক, ১৯৭৪ সালে | |
জন্ম | March 13, 1899 |
মৃত্যু | ২৭ অক্টোবর ১৯৮০ | (বয়স ৮১)
জাতীয়তা | মার্কিন যুক্তরাষ্ট্র |
মাতৃশিক্ষায়তন | ইউনিভার্সিটি অব উইসকনসিন, ম্যাডিসন হার্ভার্ড বিশ্ববিদ্যালয় |
পুরস্কার | Irving Langmuir Award (১৯৬৫) National Medal of Science (১৯৬৬) ForMemRS (১৯৬৭)[১] Elliott Cresson Medal (১৯৭১) লোরেন্ৎস পদক (১৯৭৪) ![]() |
বৈজ্ঞানিক কর্মজীবন | |
কর্মক্ষেত্র | পদার্থবিজ্ঞান |
প্রতিষ্ঠানসমূহ | মিনেসোটা বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব উইসকনসিন, ম্যাডিসন হার্ভার্ড বিশ্ববিদ্যালয় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় Balliol College |
ডক্টরাল উপদেষ্টা | Edwin C. Kemble |
ডক্টরেট শিক্ষার্থী | Robert Serber এডওয়ার্ড মিল্স পারসেল ফিলিপ অ্যান্ডারসন টমাস কুন জন আটানসফ |
জন হ্যাসব্রুক ভ্যান ভ্লেক (১৩ই মার্চ, ১৮৯৯ - ২৭শে অক্টোবর, ১৯৮০) একজন মার্কিন পদার্থবিজ্ঞানী। তার বাবা বিখ্যাত গণিতবিদ এডওয়ার্ড বার ভ্যান ভ্লেক এবং দাদা জ্যোতির্বিজ্ঞানী জন মনরো ভ্যান ভ্লেক। কানেক্টিকাটের মিড্লটাউনে জন্ম হলেও তিনি বেড়ে উঠেন উইসকনসিনের ম্যাডিসনে। ভ্যান ভ্লেক চুম্বকত্বের কোয়ান্টাম বলবিজ্ঞান বিষয়ক তত্ত্বের অবতারণা করেন এবং জটিল ধাতু সংকরে রাসায়নিক বন্ধন বিষয়ে গবেষণা করেন। ১৯৭৭ সালে ফিলিপ ওয়ারেন এন্ডারসন এবং নেভিল ফ্রান্সিস মটের সাথে যৌথভাবে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন।