Zana Khan زنهخان | |
---|---|
District | |
Location within Afghanistan[১] | |
স্থানাঙ্ক: ৩৩°৪১′ উত্তর ৬৮°৪০′ পূর্ব / ৩৩.৬৮° উত্তর ৬৮.৬৭° পূর্ব | |
Country | ![]() |
Province | Ghazni Province |
জনসংখ্যা (2002)[২] | |
• মোট | ১২,২৩০ |
জনা খান জেলা আফগানিস্তানের গজনি প্রদেশের একটি পাহাড়ী জেলা। এখানে প্রায় ১২,০০০ এর মত লোকের বসবাস (যেখানে প্রায় ১০০% পশতুন সম্প্রদায়ের)।[২] জেলাটির কেন্দ্রীয় শহরের নাম হচ্ছে দাদো।
আফগানিস্তানের অন্যান্য জেলার মত প্রধান সমস্যা হচ্ছে অব্যাহত খরা। এটা মারাত্মকভাবে কৃষি, আয়ের মূল উৎসকে প্রভাবিত করে। স্বাস্থ্য খাত ও শিক্ষা খাতের বিশেষ উন্নতি প্রয়োজন।
২০০২ সালে ভূমি অব্যবস্থার কারণে মাত্র ২০% আবাদযোগ্য জমি চাষাবাদ করা হয়। তারপরেও নিম্নোক্ত ফসলসমূহ চাষাবাদ এবং পশু পালন করা হয়ঃ[২]
![]() |
আফগানিস্তানের গজনি প্রদেশ এর অঞ্চল বিষয়ক বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |