জম্মু ও কাশ্মীর পুলিশ | |
---|---|
সংক্ষেপ | জে.কে.পি. |
নীতিবাক্য | ত্যাগ ও বীরত্বের কাহিনী |
সংস্থা পরিদর্শন | |
প্রতিষ্ঠাকাল | ১৮৭৩[১] |
কর্মচারী | ৮৩,০০০ (পোশাকি)[১] |
অঞ্চল কাঠামো | |
পরিচালনার অঞ্চল | জম্মু ও কাশ্মীর, ভারত |
জম্মু ও কাশ্মীর পুলিশ বিভাগের অধিক্ষেত্রের মানচিত্র | |
জনসংখ্যা | ১২,৫৬৮,৯২ |
আইনী অঞ্চল | জম্মু ও কাশ্মীর |
সাধারণ প্রকৃতি | |
পরিচালনামূলক কাঠামো | |
প্রধান কার্যালয় | পীরবাগ, শ্রীনগর (মে থেকে অক্টোবর) গুলশান ময়দান, জম্মু (নভেম্বর থেকে এপ্রিল) |
দায়বদ্ধ পুলিশের ব্যবস্থাপনা পরিচালক | |
মাতৃ-সংস্থা | জম্মু ও কাশ্মীর রাজ্যসরকার |
অন্তর্ভুক্ত সংস্থা |
|
ইউনিট | তালিকা
|
জেলা | তালিকা
|
উল্লেখযোগ্যতা | |
তাৎপর্যপূর্ণ ক্রিয়াকলাপ |
|
ওয়েবসাইট | |
www.JKPolice.gov.in |
জম্মু ও কাশ্মীর পুলিশ বা জে.কে.পি ১৮৭৩ সালে প্রতিষ্ঠিত হয় এবং এটি একটি আইন প্রয়োগকারী সংস্থা যা ভারতের জম্মু ও কাশ্মীরের মধ্যে আইনশৃঙ্খলা রক্ষা ও তদন্ত পরিচালনার প্রাথমিক দায়িত্ব পালন করে থাকে। বিভাগটি ৮৫,৮০৬ বর্গমাইল (২২২,২৬২ বর্গকিলোমিটার) এলাকাজুড়ে দায়িত্ব পালন এবং 2011 এর আদমশুমারি অনুযায়ী ১২,৫৪৮,৯২৬ জনগণকে সেবা প্রদান করে। কেন্দ্রশাসিত অঞ্চলটিকে পাকিস্তানের আক্রমণ থেকে সুরক্ষিত রাখতে জে.কে.পি ভারতীয় সেনাবাহিনী, কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী এবং ভারতের অন্যান্য আধাসামরিক বাহিনীর সাথে সম্মিলিতভাবে কাজ করে।[৪][৫] জে.কে পুলিশ বাহিনী বিভিন্ন সময়ে পাকিস্তান থেকে আগত সন্ত্রাসীদের গ্রেপ্তার করার মাধ্যমে ভারতের অন্যান্য রাজ্যে হামলা ঠেকিয়েছে। [৬]
১৮৭৩ সালে প্রথমবারের মতো কোতোয়াল হিসেবে পরিচিত একজন পুলিশ কর্মকর্তা এবং শ্রীনগর শহরের অধীনে ১৪ জন থানাদারকে নিয়ে জম্মু ও কাশ্মীর পুলিশ বাহিনী আত্মপ্রকাশ করে। এই পুলিশ বাহিনী চৌকিদার এবং হরকরাদের সহায়তায় অপরাধ নিয়ন্ত্রণ এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি দেখাশোনা করত। এদেরকে জনগণ স্বেচ্ছায় তাদের বার্ষিক ফলন (উৎপাদিত কৃষিজাত দ্রব্য) থেকে পারিশ্রমিক প্রদান করত।
১৯১৩ সালে রাজ্যটি একজন ইম্পেরিয়াল পুলিশ (আইপি) প্রতিনিধির সেবা গ্রহণের জন্য আবেদন করে এবং ১৯১৩ সালের জুন মাসে প্রথম পুলিশ মহাপরিদর্শক হিসেবে মিঃ ব্রডওয়েকে নিযুক্ত করে। তিনি ১৯১৭ সাল পর্যন্ত পুলিশ প্রধান হিসাবে দায়িত্ব পালন করেন এবং অন্যান্য আইপি কর্মকর্তারা তাঁর অধীনে কাজ করতেন।
এরপর থেকেই জম্মু ও কাশ্মীরের পুলিশ বেশ কয়েকবার পুনর্গঠিত হয়েছে। ১৯৮৮-৯০ সালে জম্মু ও কাশ্মীর- এ পুলিশের কর্মচারীর সংখ্যা ছিল ১০৪০, যা ১৯০৩ সালে ১৫৭০ এ উন্নীত করা হয় এবং চল্লিশ বছর পরে, ১৯৪৩-৪৪ সালে জম্মু ও কাশ্মীর পুলিশের সদস্য সংখ্যা বেড়ে দাঁড়ায় ৩১৭৯ জনে এবং বর্তমানে এর সদস্যসংখ্যা ৮৩০০০ ছাড়িয়েছে। [১]
জম্মু ও কাশ্মীর পুলিশ, জম্মু ও কাশ্মীর রাজ্য সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সরাসরি নিয়ন্ত্রণে রয়েছে। জম্মু ও কাশ্মীর পুলিশকে নেতৃত্ব দেন পুলিশ মহাপরিচালক (ডিজিপি) যিনি মূলত একজন সিনিয়র আইপিএস অফিসার। [৭]
কর্মকর্তাবৃন্দ
উপ-পরিচালক