![]() | |||
পূর্ণ নাম | জম্মু ও কাশ্মীর ফুটবল দল | ||
---|---|---|---|
মালিক | জম্মু ও কাশ্মীর ফুটবল অ্যাসোসিয়েশন | ||
প্রধান কোচ | সতপাল সিং কালা | ||
লিগ | সন্তোষ ট্রফি | ||
২০২২–২৩ | গ্রুপ পর্ব | ||
|
জম্মু ও কাশ্মীর ফুটবল দল হল ভারতের অঙ্গ রাজ্য জম্মু ও কাশ্মীরের একটি রাজ্য স্তরের ফুটবল দল। এই দল সর্বভারতীয় স্তরে অনুষ্ঠিত সন্তোষ ট্রফি ফুটবল লিগে অংশ নেয়।[১][২][৩][৪]
দলটি ২০১৮ সালের জানুয়ারিতে উত্তর প্রদেশে অনুষ্ঠিত ৭২তম সন্তোষ ট্রফিতে অংশ নিয়েছিল। দলের অধিনায়ক ছিলেন অনন্তনাগের আকিফ জাভেদ রেশি।[৫] জম্মু ও কাশ্মীর ১৯৭৯ এবং ২০০৭ সালে দু'বার সন্তোষ ট্রফির আয়োজন করেছে।[৬]