জয়ন্ত তালুকদার

জয়ন্ত তালুকদার
ব্যক্তিগত তথ্য
জন্ম২ মার্চ, ১৯৮৬
গুয়াহাটি
নিয়োগকর্তাটাটা ষ্টীল
ক্রীড়া
দেশভারত
ক্রীড়াআর্চেরী
প্রশিক্ষকলিম্বা রাম
সাফল্য ও খেতাব
সর্বোচ্চ অবস্থান
পদকের তথ্য
পুরুষ আর্চেরী
ভারত ভারত-এর প্রতিনিধিত্বকারী
এশিয়ান গেম্‌স
ব্রোঞ্জ পদক - তৃতীয় স্থান ২০০৬ ডোহা দলীয়
ব্রোঞ্জ পদক - তৃতীয় স্থান ২০১০ নতুন দিল্লী দলীয়
কমনওয়েলথ গেম্‌স
ব্রোঞ্জ পদক - তৃতীয় স্থান ২০১০ নতুন দিল্লী দলীয়
দক্ষিণ এশীয় গেম্‌স
স্বর্ণ পদক - প্রথম স্থান ২০০৬ কলম্বো ব্যক্তিগত
বিশ্ব কাপ (গ্রান্ড ফাইনাল)
ব্রোঞ্জ পদক - তৃতীয় স্থান ২০১০ কোপেনহেগেন ব্যক্তিগত
বিশ্ব কাপ (ষ্টেজ ৪)
স্বর্ণ পদক - প্রথম স্থান ২০১০ সাংহাই দলীয়
ব্রোঞ্জ পদক - তৃতীয় স্থান ২০১০ সাংহাই ব্যক্তিগত
বিশ্ব কাপ (ষ্টেজ ৩)
স্বর্ণ পদক - প্রথম স্থান ২০০৮ আণ্টাল্যা দলীয়
রৌপ্য পদক - দ্বিতীয় স্থান ২০০৯ আণ্টাল্যা দলীয়
রৌপ্য পদক - দ্বিতীয় স্থান ২০১১ অগডেন মিশ্র
বিশ্ব কাপ (ষ্টেজ ২)
ব্রোঞ্জ পদক - তৃতীয় স্থান ২০০৮ প'রেক দলীয়
স্বর্ণ পদক - প্রথম স্থান ২০০৯ প'রেক ব্যক্তিগত
স্বর্ণ পদক - প্রথম স্থান ২০০৯ প'রেক দলীয়
স্বর্ণ পদক - প্রথম স্থান ২০১০ আণ্টাল্যা দলীয়
রৌপ্য পদক - দ্বিতীয় স্থান ২০১১ আণ্টাল্যা মিশ্র
রৌপ্য পদক - দ্বিতীয় স্থান ২০১২ আণ্টাল্যা দলীয়
বিশ্ব কাপ (ষ্টেজ ১)
স্বর্ণ পদক - প্রথম স্থান ২০০৬ প'রেক ব্যক্তিগত
স্বর্ণ পদক - প্রথম স্থান ২০০৯ ছেণ্ট' ড'মিংগ' দলীয়
রৌপ্য পদক - দ্বিতীয় স্থান ২০১০ প'রেক দলীয়
রৌপ্য পদক - দ্বিতীয় স্থান ২০১১ গোয়াংজু দলীয়
সিনিয়র বিশ্ব আর্চেরী চেম্পিয়নশ্বিপ
রৌপ্য পদক - দ্বিতীয় স্থান ২০০৫ মাদ্রিদ দলীয়
এসিয়ান আর্চেরী চেম্পিয়নশ্বিপ
রৌপ্য পদক - দ্বিতীয় স্থান ২০০৩ য়েংগ'ন দলীয়
রৌপ্য পদক - দ্বিতীয় স্থান ২০০৫ দিল্লী দলীয়
স্বর্ণ পদক - প্রথম স্থান ২০০৭ জিয়াং দলীয়
রৌপ্য পদক - দ্বিতীয় স্থান ২০০৯ বালি দলীয়
ব্রোঞ্জ পদক - তৃতীয় স্থান ২০০৯ বালি ব্যক্তিগত
কমনয়েল্থ চেম্পিয়নশ্বিপ
স্বর্ণ পদক - প্রথম স্থান ২০০৬ জামসেদপুর দলীয়
জুনিয়র বিশ্ব আর্চেরী চেম্পিয়নশ্বিপ
রৌপ্য পদক - দ্বিতীয় স্থান ২০০৩ লিলিজেল দলীয়
12 জুন 2012 তারিখে হালনাগাদকৃত

জয়ন্ত তালুকদার (অসমীয়া: জয়ন্ত তালুকদার) একজন ভারতীয় তীরন্দাজ ইংরেজিতে আর্চারী। ২০১২ সনের লন্ডন অলিম্পিকে তিনি ছিলেন একমাত্র নির্বাচিত ভারতীয় পুরুষ তীরন্দাজ।[]

১৯৮৬ সনের ২মার্চ তারিখে অসমের গুয়াহাটি মহানগরে জয়ন্ত তালুকদারের জন্ম হয়। তার পিতার নাম রঞ্জন তালুকদার।[] তিনি মাতা-পিতার কনিষ্ঠতম সন্তান।[]

খেলোয়াড় জীবন

[সম্পাদনা]

আর্চেরী জগতে প্রবেশ

[সম্পাদনা]

গুয়াহাটিতে অনুষ্ঠিত এক প্রতিভা সন্ধানী পরীক্ষায় জয়ন্ত তালুকদার নিজের প্রতিভা ও যোগ্যতার প্রমাণ দেওয়ার পর তিনি প্রশিক্ষণ শিবিরে আমন্ত্রণ পান। এর পূর্বে তিনি ক্রিয়াবিধের সঙ্গে পরিচিত ছিলেননা। এই সুবিধা লাভ করে ২০০০সনে ১৪ বৎসরের জয়ন্ত তালুকদার জামসেদপুরের টাটা আর্সেরী একাডেমীতে যোগদান করেন। সেখানে ভারতের বিভিন্ন স্থান থেকে যোগদান করা ৫০জন প্রশিক্ষার্থীর মধ্যে তিনি শীর্ষস্থান অর্জন করেন। তার কিছুদিন পর তিনি রাষ্ট্রীয় জুনিয়র আর্চেরী দলে স্থান লাভ করেন।

রাষ্ট্রীয় আর্চেরী

[সম্পাদনা]

২০০৫ সনে পঞ্চবিংশতিতম সিনয়র রাষ্ট্রীয় চেম্পিয়নশিপে ১৮ বৎসরের জয়ন্ত তালুকদার সকল শীর্ষস্থানীয় খেলোয়াড়দের পরাস্ত করে। ও সিনিয়র রাষ্ট্রীয় খিতাপ অর্জন এবং রাষ্ট্রীয় রেংকিঙ-এ শীর্ষস্থান লাভ করে।

আন্তঃরাষ্ট্রীয় আর্চেরী

[সম্পাদনা]

আন্তঃরাষ্ট্রীয় আর্চেরীতে তিনি প্রথম আত্মপ্রকাশ করেন ২০০৩ সনের য়েংগনে অনুষ্ঠিত এশিয়ান চেম্পিয়ানশিপে। ২০০৪ সনে জুনিয়র বিশ্ব আর্চেরী চেম্পিয়ানশ্বিপে ভারতীয় দল রুপক পদক লাভ করে। তিনি ভারতীয় দলের মধ্যে সার্বাধিক স্কোর অর্জন করে ও বিশ্ব আর্চেরী চেম্পিয়ানশ্বিপে এই প্রথমবার ভারতীয় দল পদক লাভ করে। তার ক্রীড়াজীবনের উচ্চতম সাফল্য হচ্ছে ২০০৬ ও ২০০৯ সনে ক্রয়েসিয়ার পরেক শহরে অনুষ্ঠিত বিশ্বকাপে লাভ করা স্বর্ণপদক। এই প্রতিযোগীতায় স্বর্ণপদক লাভ করা তিনিই প্রথম ভারতীয় তীরন্দাজ বা ধনুর্বিদ।

সম্মান

[সম্পাদনা]

জয়ন্ত তালুকদারের সফলতাকে স্বীকৃতি দিয়ে ভারত সরকার ২০০৭ সনের ২৯ আগস্ট তারিখে তাকে অর্জুন পুরস্কার প্রদান করে।

তথ্যসূত্র

[সম্পাদনা]