জর্জ গ্যামো | |
---|---|
জন্ম | জর্জি আন্তোনোভিচ গ্যামভ ৪ মার্চ ১৯০৪ (ও.এস. ফেব্রুয়ারি ২০, ১৯০৪) |
মৃত্যু | ১৯ আগস্ট ১৯৬৮ বোল্ডার, কলোরাদো, যুক্তরাষ্ট্র | (বয়স ৬৪)
নাগরিকত্ব | সোভিয়েত ইউনিয়ন, যুক্তরাষ্ট্র |
মাতৃশিক্ষায়তন | লেনিনগার্দ বিশ্ববিদ্যালয় |
পরিচিতির কারণ | গ্যামো ফ্যাক্টর গ্যামো-টেলার ট্রাঞ্জিশন আলফার–বিথ–গ্যামো পেপার আলফা ডিকে তরল ড্রপ মডেল কোয়ান্টাম তত্ত্ব বিগ ব্যাং এক দুই তিন ... অসমতা |
পুরস্কার | কলিঙ্গ পুরস্কার (১৯৫৬) |
বৈজ্ঞানিক কর্মজীবন | |
কর্মক্ষেত্র | পদার্থবিজ্ঞানী, বিজ্ঞান লেখক |
প্রতিষ্ঠানসমূহ | গটিনজেন বিশ্ববিদ্যালয় নীলস বোর ইনস্টিটিউট জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয় ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়,বার্কলি বোল্ডার কলোরাদো বিশ্ববিদ্যালয় |
ডক্টরাল উপদেষ্টা | আলেজান্ডার ফ্রিডম্যান |
ডক্টরেট শিক্ষার্থী | রাল্ফ এসার আলফার ভেরা রুবিনা |
জর্জ গ্যামো (মার্চ ৪, ১৯০৪ – আগস্ট ১৯, ১৯৬৮), জন্ম জর্জি আন্তোনোভিচ গ্যামভ, একজন সোভিয়েত-মার্কিন তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী এবং বিশ্বতত্ত্ববিদ। তিনি লেমাট্রে'র মহা বিস্ফোরণ তত্ত্বের একজন প্রাথমিক প্রবক্তা এবং উন্নয়নকারী ছিলেন। তিনি কোয়ান্টাম টানেলিং এর মাধ্যমে আলফা ক্ষয়ের একটি তাত্ত্বিক ব্যাখ্যা আবিষ্কার করেন, তরল ড্রপ মডেল এবং পারমাণবিক নিউক্লিয়াসের প্রথম গাণিতিক মডেল আবিষ্কার করেন।
এছাড়াও তিনি তেজস্ক্রিয় ক্ষয়, নক্ষত্র গঠন, নক্ষত্র নিউক্লিওসিন্থেসিস ,মহা বিস্ফোরণ নিউক্লিওসিন্থেসিস (যাকে তিনি সম্মিলিতভাবে নিউক্লিওকসমোজেনেসিস নামে অভিহিত করেছেন) এবং আণবিক জেনেটিক্স এর উপর কাজ করেন।
গ্যামো রুশ সাম্রাজ্যের ওডেসাতে জন্মগ্রহণ করেন। তার পিতা উচ্চ বিদ্যালয়ে রুশ ভাষা ও সাহিত্য শেখাতেন, এবং তার মা মেয়েদেরকে একটি স্কুলে ভূগোল এবং ইতিহাস পড়াতেন। রুশ এর পাশাপাশি, গ্যামো তার মাতা এবং একজন শিক্ষকের কাছ থেকে খানিক জার্মান ও ফরাসি বলতে শিখেন। গ্যামো তার কলেজ জীবনে ইংরেজি শিখেছিলেন এবং অনর্গলভাবে বলতে পারতেন। তার প্রথম দিকের অধিকাংশ পুস্তক জার্মান বা রুশ ভাষায় প্রকাশিত হত, কিন্তু তিনি পরে তার সাধারণ শ্রোতাদের জন্য ইংরেজি ভাষার ব্যবহার করেন।
তিনি ওডেসা বিশ্ববিদ্যালয় (১৯২২-২৩) এবং লেনিনগ্রাদ বিশ্ববিদ্যালয়ে (১৯২৩-১৯২৯) পদার্থবিজ্ঞান ও গণিত ইনস্টিটিউটে পড়াশোনা করেন।১৯২৫ সালে ফ্রিডম্যানের মৃত্যুর আগ পর্যন্ত গ্যামো লেনিনগ্রাদে আলেকজান্ডার ফ্রিডম্যানের অধীনে অধ্যয়ন করেন। বিশ্ববিদ্যালয়ে তিনি পদার্থবিজ্ঞানের আরও তিনজন ছাত্র: লেভ ল্যান্ডাউ, দিমিত্রি ইভানেঙ্কো এবং ম্যাটভি ব্রনস্টেইনের সাথে বন্ধুত্ব করেন।
গ্যামো সোভিয়েত ইউনিয়ন থেকে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার আগে বেশ কয়েকটি সোভিয়েত প্রতিষ্ঠানে কাজ করতেন। ১৯৩১ সালে, তিনি আনুষ্ঠানিকভাবে ইতালিতে একটি বৈজ্ঞানিক সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ প্রত্যাখ্যান করেন। এছাড়াও ১৯৩১ সালে তিনি সোভিয়েত ইউনিয়নের আরেক পদার্থবিজ্ঞানী লিউবভ ভোখমিন্টসেভাকে বিয়ে করেন; যাকে তিনি হো বলে ডাকতেন। তিনি এবং তার নতুন স্ত্রী পরবর্তী দুই বছরের বেশীরভাগ সময় সরকারী অনুমতি ছাড়াই সোভিয়েত ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেন।
১৯৩৩ সালে, গ্যামো হঠাৎ ব্রাসেলসে পদার্থবিজ্ঞান এর উপর আয়োজিত সপ্তম সলভয় সম্মেলনে যোগ দেওয়ার অনুমতি পান। তিনি তার স্ত্রীকে তার সাথে রাখার জন্য জোর প্রদান করেছিলেন। পরের বছর, গ্যামো লন্ডন বিশ্ববিদ্যালয় এবং মিশিগান বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী চাকুরিতে যোগদান করেন।
১৯৫৩ সালে ফ্রান্সিস ক্রিক, জেমস ওয়াটসন, মরিস উইলকিন্স এবং রোজালিন্ড ফ্রাঙ্কলিন ডিএনএ ম্যাক্রোঅণুর দ্বৈত হেলিক্স কাঠামো আবিষ্কার করেন। গ্যামো এই সমস্যার সমাধান করার চেষ্টা করেছেন যে, কীভাবে ডিএনএ শৃঙ্খলে চারটি ভিন্ন বেস (এডেনিন, সাইটোসিন, থাইমিন এবং গুয়ানিন) তাদের গাঠনিক অ্যামাইনো এসিড থেকে প্রোটিনের সংশ্লেষণ নিয়ন্ত্রণ করতে পারে। বিজ্ঞানী ক্রিক বলেছেন যে গ্যামোর পরামর্শ তাকে এই সমস্যা সম্পর্কে তার নিজের গবেষণায় সাহায্য করেছে। ক্রিকের সাথে গ্যামো পর্যবেক্ষণ করেছেন যে চারটি ডিএনএ বেসের ৬৪টি সম্ভাব্য পারমুটেশন এর মধ্য হতে একবারে তিনটি নেওয়া হয়েছে।
১৯৫৪ সালে গ্যামো এবং ওয়াটসন আরএনএ টাই ক্লাব প্রতিষ্ঠা করেন।
জর্জ গ্যামো ও তার প্রথম স্ত্রী রোর ইগর গ্যামো নামে সন্তান ছিল। ইগর পরবর্তীতে কলোরাডো বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগে শিক্ষকতা করেন।