জর্জ ডকরেল

জর্জ ডকরেল
২০১১ সালের সংগৃহীত স্থিরচিত্রে জর্জ ডকরেল
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম
জর্জ হেনরি ডকরেল
জন্ম (1992-07-22) ২২ জুলাই ১৯৯২ (বয়স ৩২)
ডাবলিন, লিনস্টার, আয়ারল্যান্ড
ব্যাটিংয়ের ধরনডানহাতি
বোলিংয়ের ধরনস্লো লেফট-আর্ম অর্থোডক্স
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
ওডিআই অভিষেক
(ক্যাপ ৩১)
১৫ এপ্রিল ২০১০ বনাম ওয়েস্ট ইন্ডিজ
শেষ ওডিআই৬ মে ২০১৪ বনাম শ্রীলঙ্কা
টি২০আই অভিষেক
(ক্যাপ ১৭)
১ ফেব্রুয়ারি ২০১০ বনাম আফগানিস্তান
শেষ টি২০আই২০ মার্চ ২০১৪ বনাম নেদারল্যান্ডস
টি২০আই শার্ট নং৫০
ঘরোয়া দলের তথ্য
বছরদল
২০১০-বর্তমানসমারসেট (জার্সি নং ২০)
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা ওডিআই টি২০আই এফসি এলএ
ম্যাচ সংখ্যা ৪৮ ২৬ ৩৯ ৭৩
রানের সংখ্যা ১৬৩ ৪২২ ২৩৭
ব্যাটিং গড় ১৩.৫৮ ২.০০ ১৪.৫৫ ১৪.৮১
১০০/৫০ ০/০ ০/০ ০/১ ০/০
সর্বোচ্চ রান ২৫ * ৫৩ ২৫
বল করেছে ২,২৯৫ ৫২০ ৭,১৯৮ ৩,২৩১
উইকেট ৫৬ ৩৩ ১১৯ ৭৩
বোলিং গড় ৩০.৪৪ ১৬.৩৩ ২৮.৭৫ ৩৩.৯৪
ইনিংসে ৫ উইকেট
ম্যাচে ১০ উইকেট - - -
সেরা বোলিং ৪/২৪ ৪/২০ ৬/২৭ ৪/২৪
ক্যাচ/স্ট্যাম্পিং ২০/– ৭/– ১৪/– ৩৫/–
উৎস: ক্রিকেটআর্কাইভ, ১৭ মার্চ ২০১৫

জর্জ হেনরি ডকরেল (জন্ম: ২২ জুলাই, ১৯৯২) ডাবলিনের লিনস্টারে জন্মগ্রহণকারী আইরিশ ক্রিকেটারআয়ারল্যান্ড ক্রিকেট দলের অন্যতম সদস্য জর্জ ডকরেল মূলতঃ স্লো লেফট-আর্ম অর্থোডক্স বোলার। পাশাপাশি ডানহাতে ব্যাটিংয়ে অভ্যস্ত তিনি। ঘরোয়া ক্রিকেটে ডাবলিনভিত্তিক লিনস্টার ক্রিকেট ক্লাবের পক্ষে খেলছেন।

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

আয়ারল্যান্ডের অনূর্ধ্ব-১৩ দলের সদস্য ছিলেন ডকরেল। ২০০৯ সালে আয়ারল্যান্ড ক্রিকেট দলের সদস্যরূপে ২০১০ সালে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে শিরোপা জয়ী দলের তিনি সদস্য ছিলেন। এরফলে আয়ারল্যান্ড দল ২০১০ সালের আইসিসি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে অংশগ্রহণের সুযোগ লাভ করে। ঐ প্রতিযোগিতায় যুবদের একদিনের আন্তর্জাতিকে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে তার অভিষেক ঘটে। পরবর্তীতে তিনি আরও তিনটি যুবদের একদিনের আন্তর্জাতিকে অংশ নিয়েছেন। ২০০৮ সালে আয়ারল্যান্ড এ-দলের পক্ষে অভিষিক্ত হন। একই বছর সমারসেট কাউন্টি ক্রিকেট ক্লাবের প্রশিক্ষণ মৌসুমে আমন্ত্রিত হন।[]

আন্তর্জাতিক ক্রিকেট

[সম্পাদনা]

২০১০ সালের শুরুতে আয়ারল্যান্ডের দুই অভিজ্ঞ স্পিনার - কাইল ম্যাককালানরিগ্যান ওয়েস্ট যথাক্রমে অবসর নিলে ও আঘাত পেয়ে বিশ্রামে গেলে দলে শূন্যতার সৃষ্টি হয়। এরফলে ২০১০ সালের আইসিসি বিশ্ব টুয়েন্টি২০ প্রতিযোগিতার বাছাইপর্ব ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত ২০১০ সালের চারদেশীয় টুয়েন্টি২০ সিরিজে গ্যারি কিডের সাথে তিনিও দলে ডাক পান।[] আফগানিস্তানের বিপক্ষে টুয়েন্টি২০ আন্তর্জাতিকে অভিষেক ঘটে তার। খেলায় তিনি ১১ রানে ২ উইকেট নেন ও তার দল ৫ উইকেটে জয়লাভ করে।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Dockrell in Somerset visit, Cricket Europe, ২৭ নভেম্বর ২০০৮, ২৭ সেপ্টেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা, সংগ্রহের তারিখ ২৩ জুলাই ২০১০ 
  2. Kidd and Dockrell named in Ireland squad, Cricket Europe, ৬ জানুয়ারি ২০১০, ২৭ সেপ্টেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা, সংগ্রহের তারিখ ২৩ জুলাই ২০১০ 

আরও দেখুন

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]

টেমপ্লেট:ICC Associate player of the year