জর্জ ডাকার

জর্জ ডাকার
পদক রেকর্ড
পুরুষদের সকার
 কানাডা-এর প্রতিনিধিত্বকারী
স্বর্ণ পদক - প্রথম স্থান ১৯০৪ সেন্ট লুই দলীয় প্রতিযোগিতা

জর্জ ডাকার (২৭ সেপ্টেম্বর ১৮৭১ - ২৬ সেপ্টেম্বর ১৯৫২) একজন কানাডীয় অপেশাদার ফুটবল খেলোয়াড়, যিনি ১৯০৪ গ্রীষ্মকালীন অলিম্পিকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। ডাকারের জন্ম কানাডার অন্টারিওতে। ১৯০৪ সালে তিনি গাল্ট এফসি দলের সদস্য ছিলেন, যেটি ফুটবল টুর্নামেন্টে স্বর্ণপদক জিতেছিল। দুটি ম্যাচই খেলেছেন ডিফেন্ডার হিসেবে। []

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "George Ducker"Olympedia। সংগ্রহের তারিখ ফেব্রুয়ারি ১৪, ২০২১