জর্জ পোর্টার

জর্জ পোর্টার
জন্ম(১৯২০-১২-০৬)৬ ডিসেম্বর ১৯২০
মৃত্যু৩১ আগস্ট ২০০২(2002-08-31) (বয়স ৮১)
জাতীয়তাব্রিটিশ
মাতৃশিক্ষায়তনলীডস বিশ্ববিদ্যালয়
পরিচিতির কারণFlash Photolysis
পুরস্কাররসায়নে নোবেল পুরস্কার in 1967[]
বৈজ্ঞানিক কর্মজীবন
কর্মক্ষেত্ররসায়ন

জর্জ পোর্টার একজন ব্রিটিশ রসায়নবিজ্ঞানী।[] তিনি ১৯৬৭ সালে রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন।

জীবনী

[সম্পাদনা]

পোর্টার ১৯২০ সালের ৬ ডিসেম্বর দক্ষিণ ইয়র্কশায়ারে জন্মগ্রহণ করেন। তিনি লীডস বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৮৪ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত ইউনিভার্সিটি অব লিচেস্তার এর চ্যান্সেলরের দায়িত্ব পালন করেন। তিনি ১৯৮৫ থেকে ১৯৯০ সাল পর্যন্ত রয়েল সোসাইটর প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন।

সম্মাননা ও পুরস্কার

[সম্পাদনা]
  • ফেলো অব দ্য রয়েল সোসাইটি, ১৯৬০
  • ডেভি মেডেল, ১৯৭১
  • নাইট উপাধি, ১৯৭২
  • রামফোর্ড মেডেল, ১৯৭৮
  • এলিসন-ক্লিফ মেডেল, ১৯৯১
  • কপলি মেডেল, ১৯৯২
  • সম্মানসূচক ডক্টর অব ল'জ, ইউনিভার্সিটি অব বাথ, ১৯৯৫

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. দৃষ্টি আকর্ষণ: এই টেমপ্লেটি ({{cite doi}}) অবচিত। doi দ্বারা চিহ্নিত প্রকাশনা উদ্ধৃত করার জন্য:10.1126/science.158.3802.745, এর পরিবর্তে দয়া করে |doi=10.1126/science.158.3802.745 সহ {{সাময়িকী উদ্ধৃতি}} ব্যবহার করুন।
  2. দৃষ্টি আকর্ষণ: এই টেমপ্লেটি ({{cite doi}}) অবচিত। doi দ্বারা চিহ্নিত প্রকাশনা উদ্ধৃত করার জন্য:10.1038/419578a, এর পরিবর্তে দয়া করে |doi=10.1038/419578a সহ {{সাময়িকী উদ্ধৃতি}} ব্যবহার করুন।