জর্জ শার্পাক | |
---|---|
জন্ম | |
মৃত্যু | ২৯ সেপ্টেম্বর ২০১০ প্যারিস, ফ্রান্স | (বয়স ৮৬)
জাতীয়তা | পোলীয়-ইহুদি ফরাসি |
নাগরিকত্ব | ফ্রান্স |
মাতৃশিক্ষায়তন | একোল দে মিন কোলেজ দ্য ফ্রঁস |
পরিচিতির কারণ | বহুতারবিশিষ্ট আনুপাতিক প্রকোষ্ঠ |
দাম্পত্য সঙ্গী | Dominique Vidal (m. 1953; 3 children) |
পুরস্কার | পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার, ১৯৯২ |
বৈজ্ঞানিক কর্মজীবন | |
কর্মক্ষেত্র | পদার্থবিজ্ঞান |
জর্জ শার্পাক (ফরাসি: George Charpak আ-ধ্ব-ব: [ʃaʁpak]; জন্মনাম ইয়ের্ঝি খার্পাক; ৮ই মার্চ,[১] ১৯২৪ – ২৯শে সেপ্টেম্বর, ২০১০, প্যারিস, ফ্রান্স) একজন পোলীয়-ইহুদি বংশোদ্ভূত ফরাসি পদার্থবিজ্ঞানী। তিনি ১৯৯২ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন।[২][৩][৪] অতিপারমাণবিক কণা শনাক্তকারক, বিশেষত বহুতারবিশিষ্ট আনুপাতিক প্রকোষ্ঠ উদ্ভাবনের জন্য তাঁকে এই সম্মান প্রদান করা হয়। যখন দ্রুতগতিতে ধাবমান অতিপারমাণবিক কণাসমূহ পরস্পরের সাথে সংঘর্ষে লিপ্ত হয়, তখন নতুন অনেক অতিপারমাণবিক কণার বর্ষণের সৃষ্টি হয়। এই নতুন কণাগুলি পদার্থের ক্ষুদ্রতম গাঠনিক উপাদানগুলি সম্পর্কে জানতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ১৯৬৮ সালে শার্পাকের উদ্ভাবিত বহুতারবিশিষ্ট আনুপাতিক প্রকোষ্ঠটি এই নতুন কণাগুলিকে শনাক্ত করতে অতীতের তুলনায় অনেক বেশি কার্যকর ছিল। একটি বহুতারবিশিষ্ট প্রকোষ্ঠে একটি গ্যাসের মধ্যে নিমজ্জিত অনেকগুলি সমান্তরাল ধাতব তার থাকে। প্রকোষ্ঠের দেওয়াল ও তারগুলির মধ্যে এক ধরনের বৈদ্যুতিক আধান সৃষ্টি করা হয়। যখন কোনও অতিপারমাণবিক কণা এই প্রকোষ্ঠে প্রবেশ করে, তখন প্রকোষ্ঠের ভেতরের গ্যাসটির ইলেকট্রনগুলি প্রপাতাকারে মুক্তিলাভ করে। ফলে তারগুলিতে বৈদ্যুতিক প্রবাহের সৃষ্টি হয় এবং এই বৈদ্যুতিক প্রবাহগুলির মান পরিগণক যন্ত্র বা কম্পিউটারে লিপিবদ্ধ ও প্রক্রিয়াজাত করা হয়।
জর্জ শার্পাকের জন্ম পোল্যান্ডের দাব্রোভিৎসা গ্রামে (বর্তমানে ইউক্রেনের ডুব্রোয়েটিসিয়া) ইহুদি বাবা-মা আন্না (সাপিরো) এবং মরিস চারপকের ঘরে জন্মগ্রহণ করেন। শার্পাকের বয়স যখন সাত বছর, তখন তার পরিবার পোল্যান্ড থেকে প্যারিসে চলে যায়। ১৯৪১ সালে লিসে সাঁ-লুইয়ে গণিত বিষয়ে পড়াশোনা শুরু করেন।[৫] অভিনেতা ও চলচ্চিত্র পরিচালক অঁদ্রে শার্পাক তাঁর ভাই।
In a speech last year, Dr. Charpak (pronounced shahr-PUCK) said he was born on March 8, 1924, not Aug. 1 as officially recorded.