জর্জ জোসেফ স্টিগ্লার | |
---|---|
জন্ম | |
মৃত্যু | ডিসেম্বর ১, ১৯৯১ | (বয়স ৮০)
জাতীয়তা | মার্কিন যুক্তরাষ্ট্র |
প্রতিষ্ঠান | কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় ব্রাউন বিশ্ববিদ্যালয় শিকাগো বিশ্ববিদ্যালয় আইওয়া স্টেট বিশ্ববিদ্যালয় |
কাজের ক্ষেত্র | Economics |
ঘরানা/গোষ্ঠী/ঐতিহ্য | শিকাগো স্কুল অফ ইকোনমিক্স |
শিক্ষায়তন | শিকাগো বিশ্ববিদ্যালয় (পিএইচডি), ওয়াশিংটন বিশ্ববিদ্যালয় (বিএ), নর্থওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয় (এমবিএ) |
যাদের বিরোধীতা করেছেন | জন মেনার্ড কেইনস |
যাদের দ্বারা প্রভাবিত হয়েছেন | Frank Knight, Jacob Viner, Henry Simons, মিল্টন ফ্রিড্ম্যান |
যাদের প্রভাবিত করেছেন | Jacques Drèze Thomas Sowell Kenneth Lyon |
অবদানসমূহ | Capture theory |
পুরস্কার | অর্থনীতিতে নোবেল পুরস্কার (১৯৮২) ন্যাশনাল মেডেল অব সায়েন্স (১৯৮৭) |
জর্জ জোসেফ স্টিগ্লার (ইংরেজি: George Joseph Stigler) (১৭ই জানুয়ারি, ১৯১১ - ১লা ডিসেম্বর, ১৯৯১) একজন মার্কিন অর্থনীতিবিদ। তিনি ১৯৮২ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন। [১]
স্টিগ্লার জার্মান বংশোদ্ভূত ছিলেন এবং শৈশবে জার্মান ভাষায় কথা বলতেন।[২] তিনি ওয়াশিংটন বিশ্ববিদ্যালয় থেকে ১৯৩১ সালে বিএ ডিগ্রি অর্জন করেন। তিনি এমবিএ ডিগ্রি অর্জন করেন নর্থওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয় থেকে ১৯৩২ সালে। তিনি শিকাগো বিশ্ববিদ্যালয় থেকে ১৯৩৮ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।