জর্জ স্যালেরন | |
---|---|
![]() ২০১১ সালে স্যালেরন | |
জন্ম | ১৯৪৭ |
মৃত্যু | ১০ জানুয়ারি ২০১৩ হেসিফি | (বয়স ৬৫–৬৬)
জাতীয়তা | ব্রাজিলীয় |
পেশা | ভাস্কর এবং দৃশ্যকলা শিল্পী |
জর্জ স্যালেরন (জন্ম: ১৯৪৭ – ১০ জানুয়ারি, ২০১৩) ছিলেন একজন চিলীয়-জন্মগ্রহণকারী ব্রাজিলীয় চিত্রশিল্পী এবং মৃৎশিল্পী। তিনি তার বিখ্যাত সিঁড়ি স্যালেরন সিঁড়ি তৈরির জন্য সর্বাধিক পরিচিত, যেটি ব্রাজিলের রিউ দি জানেইরুর লাপা এবং সান্তা টেরেসার পাড়ায় অবস্থিত সিরামিক টাইলের আচ্ছাদিত সিঁড়িগুলির একটি বিশ্বখ্যাত অংশ।[১][২]
স্যালেরন ১৯৮০-এর দশকে রিউ দি জানেইরুর লাপা এলাকায় চলে এসে সিঁড়ির পাশের একটি বাড়িতে বসতি স্থাপন করেছিলেন। [১] ১৯৯০ সালে, তিনি ২১৫ টি সিঁড়ি সেরামিক টাইলস দিয়ে সাজিয়ে সান্তা টেরেসার কনভেন্টের দিকে এগিয়ে নিয়ে যেতে শুরু করেন।[১] বন্ধু এবং সমর্থকদের দ্বারা প্রদত্ত টাইলস এবং চীনামাটির বাসন ব্যবহার করে সিঁড়িতে তাঁর শৈল্পিক রূপান্তর ফুটিয়ে তুলতে বিশ বছর সময় লেগেছিল।[১] তাঁর তৈরি সিঁড়ি ২০০৫ সালে একটি নগরীর প্রতীক হিসাবে ঘোষিত হয়েছিল। ২০১৬ এর গ্রীষ্মকালীন অলিম্পিকের জন্য রিউ দি জানিইরুর বিডে প্রদর্শিত হয়েছিল।[১]
২০১৩ সালের ১০ জানুয়ারী, ৬৫ বছর বয়সে জর্জ স্যালেরনকে তার বাড়ির কাছে স্যালেরন সিঁড়ির উপর মৃত অবস্থায় পাওয়া যায়।[১] পরবর্তীতে ২০১৩ সালে, পুলিশ তদন্ত করে জানতে পারে যে সেটি আত্মহত্যা ছিল। তাঁর বন্ধু-বান্ধবদের কাছ থেকে আসা অভিযোগকে বিবেচনা করে জানা যায় যে, তিনি হতাশাগ্রস্ত ছিলেন।[৩]