ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | জর্জে দানুৎস গানেয়া | ||
জন্ম | ২৬ মে ১৯৯৯ | ||
জন্ম স্থান | বুখারেস্ট, রোমানিয়া | ||
উচ্চতা | ১.৭৯ মিটার (৫ ফুট ১০+১⁄২ ইঞ্চি) | ||
মাঠে অবস্থান | আক্রমণভাগের খেলোয়াড় | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | ফারুল কোন্সতানৎসা | ||
জার্সি নম্বর | ৭ | ||
যুব পর্যায় | |||
২০১২–২০১৪ | উনিভের্সিতাত ক্লুজ | ||
২০১৪–২০১৫ | দিনামো বুকুরেশ্ত | ||
২০১৬–২০১৭ | ভির্তুস এন্তেল্লা | ||
২০১৭–২০১৮ | রোমা | ||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ | (গোল) |
২০১৫–২০১৬ | রাপিড বুকুরেশ্ত | ১৩ | (৩) |
২০১৮–২০১৯ | ক্লুজ | ০ | (০) |
২০১৯– | ফারুল কোন্সতানৎসা | ৬৬ | (৮) |
জাতীয় দল‡ | |||
২০১৪–২০১৬ | রোমানিয়া অনূর্ধ্ব-১৭ | ৮ | (২) |
২০১৯–২০২১ | রোমানিয়া অনূর্ধ্ব-২১ | ৯ | (১) |
২০২১– | রোমানিয়া অনূর্ধ্ব-২৩ | ৭ | (২) |
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১৩:২৭, ২০ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৩:২৭, ২০ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। |
জর্জে দানুৎস গানেয়া (রোমানীয়: George Ganea; জন্ম: ২৬ মে ১৯৯৯; জর্জে গানেয়া নামে সুপরিচিত) হলেন একজন রোমানীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে রোমানিয়ার পেশাদার ফুটবল লীগের শীর্ষ স্তর লিগা ১-এর ক্লাব ফারুল কোন্সতানৎসা এবং রোমানিয়া অনূর্ধ্ব-২৩ দলের হয়ে আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত বাম পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।
২০১৪ সালে, গানেয়া রোমানিয়া অনূর্ধ্ব-১৭ দলের হয়ে রোমানিয়ার বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। তিনি ২০২১ সালে রোমানিয়ার হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; রোমানিয়ার জার্সি গায়ে তিনি এপর্যন্ত ৭ ম্যাচে ২টি গোল করেছেন। দলগতভাবে, গানেয়া এপর্যন্ত ৩টি শিরোপা জয়লাভ করেছেন, যার মধ্যে ১টি রাপিড বুকুরেশ্তের হয়ে এবং ২টি ফারুল কোন্সতানৎসার হয়ে জয়লাভ করেছেন।
জর্জে দানুৎস গানেয়া ১৯৯৯ সালের ২৬শে মে তারিখে রোমানিয়ার বুখারেস্টে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
গানেয়া জাপানে অনুষ্ঠিত ২০২০ গ্রীষ্মকালীন অলিম্পিকের জন্য ২০২১ সালের জুলাই মাসে প্রকাশিত রোমানিয়া অনূর্ধ্ব-২৩ দলে স্থান পেয়েছেন।[১][২]