ব্যক্তিগত তথ্য | |||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
পূর্ণ নাম | জর্ডান লি পিকফোর্ড[১] | ||||||||||||||||
জন্ম | [২] | ৭ মার্চ ১৯৯৪||||||||||||||||
জন্ম স্থান | ওয়াশিংটন, ইংল্যান্ড | ||||||||||||||||
উচ্চতা | ৬ ফুট ১ ইঞ্চি (১.৮৫ মিটার)[৩] | ||||||||||||||||
মাঠে অবস্থান | গোলরক্ষক | ||||||||||||||||
ক্লাবের তথ্য | |||||||||||||||||
বর্তমান দল | এভার্টন | ||||||||||||||||
জার্সি নম্বর | ১ | ||||||||||||||||
যুব পর্যায় | |||||||||||||||||
২০০২–২০১১ | সান্ডারল্যান্ড | ||||||||||||||||
জ্যেষ্ঠ পর্যায়* | |||||||||||||||||
বছর | দল | ম্যাচ | (গোল) | ||||||||||||||
২০১১–২০১৭ | সান্ডারল্যান্ড | ৩১ | (০) | ||||||||||||||
২০১২ | → ডার্লিংটন (ধার) | ১৭ | (০) | ||||||||||||||
২০১৩ | → আলফ্রেটন টাউন (ধার) | ১২ | (০) | ||||||||||||||
২০১৩ | → বার্টন অ্যালবিয়ন (ধার) | ১২ | (০) | ||||||||||||||
২০১৪ | → কার্লিসলে ইউনাইটেড (ধার) | ১৮ | (০) | ||||||||||||||
২০১৪–২০১৫ | → ব্র্যাডফোর্ড সিটি (ধার) | ৩৩ | (০) | ||||||||||||||
২০১৫–২০১৬ | → প্রেস্টন নর্থ এন্ড (ধার) | ২৪ | (০) | ||||||||||||||
২০১৭– | এভার্টন | ৩৮ | (০) | ||||||||||||||
জাতীয় দল‡ | |||||||||||||||||
২০০৯–২০১০ | ইংল্যান্ড অনূর্ধ্ব-১৬ | ৫ | (০) | ||||||||||||||
২০১০–২০১১ | ইংল্যান্ড অনূর্ধ্ব-১৭ | ১৭ | (০) | ||||||||||||||
২০১০–২০১২ | ইংল্যান্ড অনূর্ধ্ব-১৮ | ৩ | (০) | ||||||||||||||
২০১২–২০১৩ | ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ | ৮ | (০) | ||||||||||||||
২০১৫ | ইংল্যান্ড অনূর্ধ্ব-২০ | ৩ | (০) | ||||||||||||||
২০১৫–২০১৭ | ইংল্যান্ড অনূর্ধ্ব-২১ | ১৪ | (০) | ||||||||||||||
২০১৭– | ইংল্যান্ড | ৩৬ | (০) | ||||||||||||||
অর্জন ও সম্মাননা
| |||||||||||||||||
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ২৯ জুন ২০২১ তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ৩ জুলাই ২০২১ তারিখ অনুযায়ী সঠিক। |
জর্ডান লি পিকফোর্ড (জন্ম: ৭ মার্চ ১৯৯৪) হলেন একজন ইংরেজ পেশাদার ফুটবলার, যিনি প্রিমিয়ার লিগ ক্লাব এভার্টন এবং ইংল্যান্ড জাতীয় দলের হয়ে একজন গোলরক্ষক হিসেবে খেলেন।
পিকফোর্ড পূর্বে সান্ডারল্যান্ডের একাডেমী পর্যায়ে, বদলি খেলোয়াড় হিসেবে খেলেছেন। তিনি তার কর্মজীবনে ডার্লিংটন, আলফ্রেটন টাউন, বার্টন অ্যালবিয়ন, কার্লিসলে ইউনাইটেড, ব্র্যাডফোর্ড সিটি এবং প্রেস্টন নর্থ এন্ডের মতো ক্লাবে খেলেছেন। ২০১৭ সালের জুন মাসে, তিনি ২৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে এভার্টনে যোগদান করেছেন।
আন্তর্জাতিক পর্যায়ে, তিনি বয়সভিত্তিক বেশ কয়েকটি পর্যায়ে খেলার মাধ্যমে ইংল্যান্ডের প্রতিনিধিত্ব করেছেন। তিনি ইংল্যান্ডের অনূর্ধ্ব-১৬, অনূর্ধ্ব-১৭, অনূর্ধ্ব-১৮, অনূর্ধ্ব-১৯, অনূর্ধ্ব-২০ এবং অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলেছেন। ২০১৬ সালের অক্টোবর মাসে, ২০১৮ ফিফা বিশ্বকাপ বাছাইপর্বের এক ম্যাচে স্লোভেনিয়ার বিরুদ্ধে ম্যাচের জন্য তিনি সর্বপ্রথম জাতীয় দলে ডাক পান। অতঃপর ২০১৭ সালের নভেম্বর মাসে, জার্মানির বিপক্ষে তার অভিষেক হয়।
জাতীয় দল | সাল | উপস্থিতি | গোল |
---|---|---|---|
ইংল্যান্ড | ২০১৭ | ১ | ০ |
২০১৮ | ১৪ | ০ | |
২০১৯ | ৯ | ০ | |
২০২০ | ৬ | ০ | |
২০২১ | ৬ | ০ | |
মোট | ৩৬ | ০ |
ইংল্যান্ড অনূর্ধ্ব-২১
ব্যক্তিগত