জর্ডান রোমেরো | |
---|---|
জন্ম | জর্ডান রোমেরো ১২ জুলাই ১৯৯৬ |
জাতীয়তা | মার্কিন |
পেশা | পর্বতারোহী |
কর্মজীবন | ২০০৬ - বর্তমান |
পিতা-মাতা | লেই আনে্ন ড্রেক পল রোমেরো কারণ লান্ডগ্রেন (সৎ-মা) |
ওয়েবসাইট | http://www.jordanromero.com/ |
জর্ডান রোমেরো (জন্ম: জুলাই ১২, ১৯৯৬)[২] মার্কিন বালক যে এ যাবৎকালের সর্বকনিষ্ঠ এভারেস্ট বিজয়ী।[৩] তার এই যাত্রার সঙ্গী হয়েছিল তার বাবা পল রোমেরো, বাবার বান্ধবী কারণ লান্ডগ্রেন এবং তিনজন শেরপা গাইড।[৪] এর আগে ২০০১ সালে ১৬ বছর বয়সে এভারেস্ট জয় করা নেপালের তেমবা শেরি শেরপা সর্বকনিষ্ঠ হিসেবে রেকর্ড গড়ে। [৫] মাত্র ৯ বছর বয়সে স্কুলের এক প্রদর্শনীতে আকাশ সমান শৃঙ্গের ছবি দেখেই তার পর্বতে চড়ার নেশাটা চাপে।[৬]
১৯৯৬ সালের মে মাসে জর্ডান রোমেরোর জন্ম। তার বাড়ি আমেরিকার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের বিগবিয়ারে।[৩] বিডি তার বাবা পল রোমেরো এবং মা লেই আনে্ন ড্রেক।[৭]
১৬ বছরের বয়সসীমা থাকার কারণে নেপালের অংশ থেকে পর্বতারোহণের অনুমতি মেলেনি তার। তাই চীনের অংশ থেকেই তাকে যাত্রা শুরু করতে হয়। তিব্বতের প্রান্ত দিয়ে আট হাজার আটশ ৫০ মিটার পাড়ি দিয়ে এভারেস্টের চূড়ায় ওঠেন। ২২ মে সকালে এভারেস্টের চূড়ায় উঠে প্রথমেই মায়ের সঙ্গে স্যাটেলাইট ফোনে যোগাযোগ করে রোমেরো।[৮]
জর্ডান রোমেরো ২০১১ সালে ডিসেম্বর মাসে মাত্র ১৫ বছর পাঁচ মাস ১২ দিন বয়সে সাত মহাদেশের সর্বোচ্চ সাতটি চূড়া জয় করে ‘সর্বকনিষ্ঠ সেভেন সামিট জয়ী’ হিসেবে স্বীকৃতি লাভ করেছে।[৯]
রোমেরো ২০০৭ সালের এপ্রিলে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ পর্বত মাউন্ট কোজিয়াসকো, জুলাই মাসে রাশিয়ার মাউন্ট এলব্রুস, একই বছরের ডিসেম্বরে আর্জেন্টিনার মাউন্ট অ্যাকঙ্কাগুয়া, ২০০৮-এর জুনে যুক্তরাষ্ট্রের মাউন্ট ম্যাককিনলে, ২০০৯-এর সেপ্টেম্বরে ইন্দোনেশিয়ার কারস্টেনজ পিরামিড জয় করেন।
The "Seven Summits" Romero has climbed | |||||
---|---|---|---|---|---|
Year | Summits | Country | Continent | Elevation ft | Elevation m |
কিলিমাঞ্জারো | Tanzania | Africa | 19,340 | 5,892 | |
এলব্রুস পর্বত | Russia | Europe | 18,510 | 5,642 | |
আকোনকাগুয়া পর্বত | Argentina | South America | 22,841 | 6,962 | |
ম্যাকিন্লি পর্বত | United States | North America | 20,320 | 6,194 | |
পুঞ্চাক জায়া | Indonesia | Australia/Oceania | 16,024 | 4,884 | |
মাউন্ট এভারেস্ট | Nepal - China | Asia | 29,029 | 8,848 | |
ভিনসন ম্যাসিফ | N/A | Antarctica | 16,050 | 4,892 |
Now Jordan has a new quest which is to climb the highest point in all 50 US States to inspire nation's youth
The "50 US States Summits" Romero has climbed | |||||
---|---|---|---|---|---|
Year | Summits | Country | State | Elevation ft | Elevation m |
কিংস পিক | United States | ইউটা | 13,286 | 4,123 |