![]() ২০২২ সালে জর্ডান হেন্ডারসন | |||||||||||||||||
ব্যক্তিগত তথ্য | |||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
পূর্ণ নাম | জর্ডান ব্রায়ান হেন্ডারসন[১] | ||||||||||||||||
জন্ম | [২] | ১৭ জুন ১৯৯০||||||||||||||||
জন্ম স্থান | সান্ডারল্যান্ড, ইংল্যান্ড | ||||||||||||||||
উচ্চতা | ৬ ফুট ০ ইঞ্চি (১.৮২ মিটার)[৩] | ||||||||||||||||
মাঠে অবস্থান | মধ্যমাঠের খেলোয়াড় | ||||||||||||||||
ক্লাবের তথ্য | |||||||||||||||||
বর্তমান দল | লিভারপুল | ||||||||||||||||
জার্সি নম্বর | ১৪ | ||||||||||||||||
যুব পর্যায় | |||||||||||||||||
১৯৯৮–২০০৮ | সান্ডারল্যান্ড | ||||||||||||||||
জ্যেষ্ঠ পর্যায়* | |||||||||||||||||
বছর | দল | ম্যাচ | (গোল) | ||||||||||||||
২০০৮–২০১১ | সান্ডারল্যান্ড | ৭১ | (৪) | ||||||||||||||
২০০৯ | → কভেন্ট্রি সিটি (ধার) | ১০ | (১) | ||||||||||||||
২০১১– | লিভারপুল | ২০৭ | (২১) | ||||||||||||||
জাতীয় দল‡ | |||||||||||||||||
২০০৯ | ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ | ১ | (০) | ||||||||||||||
২০০৯ | ইংল্যান্ড অনূর্ধ্ব-২০ | ১ | (০) | ||||||||||||||
২০১০–২০১৩ | ইংল্যান্ড অনূর্ধ্ব-২১ | ২৭ | (৪) | ||||||||||||||
২০১০– | ইংল্যান্ড | ৩৮ | (৯) | ||||||||||||||
অর্জন ও সম্মাননা
| |||||||||||||||||
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১৩ মে ২০১৮ তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ৩১ মার্চ ২০১৮ তারিখ অনুযায়ী সঠিক। |
জর্ডান ব্রায়ান হেন্ডারসন (জন্ম: ১৭ জুন ১৯৯০) হলেন একজন ইংরেজ পেশাদার ফুটবলার, যিনি প্রিমিয়ার লিগ ক্লাব লিভারপুল এবং ইংল্যান্ড জাতীয় দলের হয়ে একজন মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।
২০০৮ সালে, হেন্ডারসন সান্ডারল্যান্ডের জ্যেষ্ঠ পর্যায়ের হয়ে খেলার মাধ্যমে পেশাদার ক্যারিয়ার শুরু করেন। তিনি ২০০৯ সালে, এক মৌসুমের জন্য কভেন্ট্রি সিটিতে ধারে খেলেন। তিনি ২০১১ সালে, প্রিমিয়ার লিগ ক্লাব লিভারপুলে যোগদান করেন। ২০১৫ সালে, স্টিভেন জেরার্ডের প্রস্থানের পর তিনি লিভারপুলের অধিনায়ক হিসেবে নিযুক্ত হন।
২০১০ সালে, হেন্ডারসন ইংল্যান্ড জাতীয় দলের হয়ে খেলার মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেন। এরপূর্বে তিনি ইংল্যান্ডের বয়সভিত্তিক বেশ কয়েকটি দলে খেলেছেন, যার মধ্যে ইংল্যান্ড অনূর্ধ্ব-২১ দলের অধিনায়ক ছিলেন। তিনি ২০১২ উয়েফা ইউরো, ২০১২ উয়েফা ইউরো এবং ২০১৪ ফিফা বিশ্বকাপের মতো প্রতিযোগিতায় ইংল্যান্ডের প্রতিনিধিত্ব করেছেন।
জাতীয় দল | সাল | উপস্থিতি | গোল |
---|---|---|---|
ইংল্যান্ড | ২০১০ | ১ | ০ |
২০১২ | ৪ | ০ | |
২০১৩ | ২ | ০ | |
২০১৪ | ১১ | ০ | |
২০১৫ | ৪ | ০ | |
২০১৬ | ১০ | ০ | |
২০১৭ | ৪ | ০ | |
২০১৮ | ২ | ০ | |
মোট | ৩৮ | ০ |
লিভারপুল
ব্যক্তিগত