ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | জশুয়া জেমস গ্রিফিথস[১] | ||
জন্ম | ৫ সেপ্টেম্বর ২০০১ | ||
জন্ম স্থান | হেরিফোর্ড, ইংল্যান্ড | ||
উচ্চতা | ১.৮৫ মিটার (৬ ফুট ১ ইঞ্চি)[২] | ||
মাঠে অবস্থান | গোলরক্ষক | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিয়ন | ||
জার্সি নম্বর | ৩৩ | ||
যুব পর্যায় | |||
ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিয়ন | |||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ | (গোল) |
২০২০– | ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিয়ন | ১০ | (০) |
২০২০–২০২১ | → চেল্টন্যাম টাউন (ধার) | ৪৪ | (০) |
২০২১–২০২২ | → লিংকন সিটি (ধার) | ৩৩ | (০) |
২০২২–২০২৩ | → পোর্টসমাথ (ধার) | ২২ | (০) |
জাতীয় দল‡ | |||
২০১৯ | ইংল্যান্ড অনূর্ধ্ব-১৮ | ১ | (০) |
২০২৩ | ইংল্যান্ড অনূর্ধ্ব-২১ | ১ | (০) |
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ০৬:৫৯, ১২ জুলাই ২০২৩ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ০৬:৫৯, ১২ জুলাই ২০২৩ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। |
জশুয়া জেমস গ্রিফিথস (ইংরেজি: Josh Griffiths, ইংরেজি উচ্চারণ: /ʤɒʃ gɹɪfɪθs/; জন্ম: ৫ সেপ্টেম্বর ২০০১; জশ গ্রিফিথস নামে সুপরিচিত) হলেন একজন ইংরেজ পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে ইংরেজ ক্লাব ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিয়নের হয়ে একজন গোলরক্ষক হিসেবে খেলেন।
ইংরেজ ফুটবল ক্লাব ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিয়নের যুব পর্যায়ের হয়ে খেলার মাধ্যমে গ্রিফিথস ফুটবল জগতে প্রবেশ করেছেন এবং এই দলের হয়ে খেলার মাধ্যমেই তিনি ফুটবল খেলায় বিকশিত হয়েছেন। ২০২০–২১ মৌসুমে, ইংরেজ ক্লাব ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিয়নের মূল দলে অন্তর্ভুক্ত হওয়ার মাধ্যমে তিনি তার জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ি জীবন শুরু করেছেন। একই মৌসুমে, তিনি ধারে ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিয়ন হতে চেল্টন্যাম টাউনে যোগদান করেছেন। অতঃপর তিনি লিংকন সিটি এবং পোর্টসমাথের হয়ে ধারে খেলেছেন।
২০১৯ সালে, গ্রিফিথস ইংল্যান্ড অনূর্ধ্ব-১৮ দলের হয়ে ইংল্যান্ডের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন।
জশুয়া জেমস গ্রিফিথস ২০০১ সালের ৫ই সেপ্টেম্বর তারিখে ইংল্যান্ডের হেরিফোর্ডে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
গ্রিফিথস ইংল্যান্ড অনূর্ধ্ব-১৮ এবং ইংল্যান্ড অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলার মাধ্যমে ইংল্যান্ডের প্রতিনিধিত্ব করেছেন। ২০১৯ সালের ২৪শে মার্চ তারিখে তিনি মেক্সিকো অনূর্ধ্ব-১৮ দলের বিরুদ্ধে ম্যাচে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৮ দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন। তিনি ২০২১ উয়েফা ইউরোপীয় অনূর্ধ্ব-২১ চ্যাম্পিয়নশিপের জন্য ২০২১ সালের মার্চ মাসে প্রকাশিত ২৩ সদস্যের ইংল্যান্ড অনূর্ধ্ব-২১ দলে স্থান পেয়েছেন।[৩] ইংল্যান্ডের বয়সভিত্তিক দলের হয়ে তিনি মাত্র ১ ম্যাচে অংশগ্রহণ করেছেন।
তিনি ২০২৩ উয়েফা ইউরোপীয় অনূর্ধ্ব-২১ চ্যাম্পিয়নশিপের জন্য ২০২৩ সালের জুন মাসে প্রকাশিত ২৩ সদস্যের ইংল্যান্ড অনূর্ধ্ব-২১ দলে স্থান পেয়েছিলেন,[৪][৫][৬] উক্ত প্রতিযোগিতার ফাইনালে ইংল্যান্ড অনূর্ধ্ব-২১ স্পেন অনূর্ধ্ব-২১ দলকে ১–০ গোলের ব্যবধানে পরাজিত করে উয়েফা ইউরোপীয় অনূর্ধ্ব-২১ চ্যাম্পিয়নশিপের ইতিহাসে তৃতীয়বারের মতো শিরোপা ঘরে তুলতে সক্ষম হয়েছে।[৭][৮]