জহরা নেমাতি

জহরা নেমাতি
৪৩ তম এন.ও.আই.সি সাধারণ পরিষদে জহরা নেমাতি
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামজহরা নেমাতি
জন্ম (1985-04-30) ৩০ এপ্রিল ১৯৮৫ (বয়স ৩৯)
কারমান, কারমান প্রদেশ, ইরান
দাম্পত্য সঙ্গীরোহম শাহাবী পোর (মি। ২০১২)
ক্রীড়া
দেশইরান
ক্রীড়াধনুর্বিদ্যা
পদকের তথ্য

জহরা নেমাতি (ইংরেজি: Zahra Nemati; জন্ম: ৩০ এপ্রিল ১৯৮৫) একজন ইরানি প্যারালিম্পিক তিরন্দাজ। মূলত তিনি তায়কোয়ান্দোতে অংশ গ্রহণ করতেন, তবে তাঁর গাড়ি দুর্ঘটনায় পক্ষাঘাতগ্রস্থ হওয়ার পর তা বন্ধ হয়ে যায়। ২০১২ সালে,প্যারালিম্পিক জহরা ইরানকে প্রতিনিধিত্ব করেছিলেন। তিনি মোট দুটি পদক জয় করেছিলেন তাঁর মধ্যে ছিল একটি স্বর্ণপদক এবং একটি দলগত বিভাগে একটি ব্রোঞ্জ পদক। ২০১৬ সালের গ্রীষ্মকালীন অলিম্পিক এবং ২০১৬ সালের গ্রীষ্মের প্যারালিম্পিকে উভয় প্রতিযোগিতায় তিনি অংশ গ্রহণের যোগ্যতা অর্জন করেছিলেন।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Iran Paralympic archer Zahra Nemati to carry Olympic flag"BBC Sport। ২৫ জানুয়ারি ২০১৬। সংগ্রহের তারিখ ২ মে ২০১৬