মুহাম্মদ জাকারিয়া ইবনে মুহাম্মদ ইয়াহিয়া সিদ্দিকি কান্ধলভি শাহারানপুরি মুহাজির মাদানি (উর্দু : محمد زکریا بن محمد يحيى صدیقی کاندھلوی سہارنپوری مہاجر مدنی আরবি : محمد زکریا بن محمد يحيى الصديقي الكاندهلوي السهارنفوري المدني , Muḥammad Zakarīyā ibn Muḥammad Yaḥyá aṣ-Ṣiddīqī al-Kāndahlawī as-Sahāranfūrī al-Madanī ; ২ ফেব্রুয়ারি ১৮৯৮ – ২৪ মে ১৯৮২) ছিলেন দেওবন্দি ধারার একজন হানাফি পণ্ডিত। তিনি হাদিসের বিশেষজ্ঞ ছিলেন। তার চাচা মাওলানা মুহাম্মদ ইলিয়াস কান্ধলভি ছিলেন সংস্কারমূলক আন্দোলন তাবলিগ জামাতের প্রতিষ্ঠাতা। তিনি ফাজায়েলে আমল নামক গ্রন্থের লেখক। এটি উর্দুতে লিখিত হলেও অন্যান্য ভাষায় অনূদিত হয়েছে।[ ১] [ ২] [ ৩] তার জীবনীগ্রন্থের মধ্যে রয়েছে হায়াতে শায়খুল হাদিস ও আপবীতি ।
মুহাম্মদ জাকারিয়া ১৮৯৮ সালে কান্ধলা নামক স্থানে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মাওলানা মুহাম্মদ ইয়াহিয়া। গাঙ্গোহ নামক স্থানে তিনি তার পিতার মাদ্রাসায় দশ বছর পাঠগ্রহণ করেন। ১৯১০ সালে তিনি মাজাহির উলুম শাহারানপুর মাদ্রাসায় শিক্ষালাভের জন্য আসেন। এই মাদ্রাসা দারুল উলুম দেওবন্দের সাথে সম্পর্কিত ছিল। তিনি তার পিতা ও মাওলানা খলিল আহমেদ শাহারানপুরির কাছ থেকে হাদিস শিক্ষালাভ করেন। ১৯১৫ সালে উত্তীর্ণ হওয়ার পর তিনি এখানে শিক্ষক হিসেবে যোগ দেন। দক্ষিণ আফ্রিকায় দেওবন্দ আন্দোলনের প্রসারে তার ভূমিকা রয়েছে।[ ৪] [ ৫]
আওজাজ আল মাসালিক ইলা মুয়াত্তা মালিক (আরবি : أوجز المسالك إلى موطأ مالك , Awjaz al-Masālik ilá Muwaṭṭa’ Mālik)
লামি আদ দারারি আলা জামি আল বুখারি (আরবি : لامع الدراري على جامع البخاري )
আল কাওকাব আদ দুরি আলা জামি আত তিরমিজি (আরবি : الكوكب الدري على جامع الترمذي , al-Kawkab ad-Durrī ‘alá Jāmi‘ at-Tirmidhi)
আল আবওয়াব ওয়া আত তারাজিম লি সহিহ আল বুখারি (আরবি : الابواب والتراجم لصحيح البخاري , al-Abwāb wa at-Tarājim li-Ṣaḥīḥ al-Bukhārī)
জুজ হাজ্জাত আল উইদা ওয়া উমরাত আন নবী (আরবি : جزء حجة الوداع وعمرات النبي , Juz' Ḥajjat al-Widā‘ wa ‘Umrāt an-Nabī)
শামায়েল তিরমিজি মা উর্দু শারহ কাসাইল নববী
ফাজায়েলে কুরআন (উর্দু : فضائلِ قرآن )
ফাজায়েলে রামাদান (উর্দু : فضائلِ رمضان )
ফাজায়েলে তাবলিগ (উর্দু : فضائلِ تبلیغ )
ফাজায়েলে নামাজ (উর্দু : فضائلِ نماز )
ফাজায়েলে হজ (উর্দু : فضائلِ حج )
ফাজায়েলে সাদাকাত (উর্দু : فضائلِ صدقات )
ফাজায়েলে জিকর (উর্দু : فضائلِ ذکر )
ফাজায়েলে দরুদ শরিফ (উর্দু : فضائلِ درود شریف )
ফাজায়েলে তিজারাত (উর্দু : فضائلِ تجارت )
হিকায়াতে সাহাবা (উর্দু : حکایت صحابہ )
আল ইতিদাল ফি মারাতিব আর রিজাল (আরবি : الإعتدال في مراتب الرجال ), also known as Islami Siyasat (উর্দু : اسلامی سیاست )
দাড়ি কা উজুব (উর্দু : داڑھی کا وجوب )
আপ বেতি "Part 1 "part2 (উর্দু : آپ بیتی )
শরিয়ত ওয়া তারিকাত কা তালাজুম (উর্দু : شریعت و طریقت کا تلازم )
উম্ম আল আমরাদ
ফিতনায়ে মওদুদি (উর্দু : فتنہ مودودیت )
মাওত কি ইয়াদ (উর্দু : موت کی یاد )
তারিখ মাশাইখে চিশত (উর্দু : تاریخ مشائخ چشت )
ইখতিলাফ আল আইমমাহ
জামাতে তাবলিগ পার ই তারাজাত কি জাওয়াবাত (উর্দু : جماعت تبلیغ پر اعتراضات کے جوابات )
মিসওয়াক (উর্দু : مسواک )
নিসবাত ও ইজাজাত
সিলা রাহমি
আকাবির কা সুলুক ও ইহসান
নামাজ কি আহমিয়াত
উলামায়ে আখিরাত কি পেহচান
আকাবির কা রামাদান
আকাবির কা তাকওয়া
Sakat, Ahamad Asmadi (২০১০)। Metodologi al-'Allamah Muhammad Zakariyya al-Kandahlawiyy dalam penyusunan kitab Awjaz al-masalik ila Muwatta' Malik (মালয় ভাষায়)। Jabatan al-Quran dan al-Hadith, Akademi Pengajian Islam, Universiti Malaya।
ওজেনেল, মেহমেত (২০০১)। KANDEHLEVÎ, Muhammed Zekeriyyâ । টিডিবি এনসাক্লোপিডিয়া অব ইসলাম (তুর্কি ভাষায়)। ২৪ । ইস্তাম্বুল , তুরস্ক : ইসলামি গবেষণা কেন্দ্র, ধর্ম বিষয়ক অধিদপ্তর । পৃষ্ঠা ২৯৮–২৯৯। আইএসবিএন 9789753894142 ।
ইলমি মাকান
সাওয়ানেহে উমরি
ইলমি খিদমাত
আজমী, নূর মুহাম্মদ (২০০৮)। হাদিসের তত্ত্ব ও ইতিহাস । বাংলাবাজার, ঢাকা: এমদাদিয়া পুস্তকালয়। পৃষ্ঠা ১৯১।
সাহারানপুরী, মুহাম্মাদ শাহেদ (২০১৫)। শাইখুল হাদিস মাওলানা যাকারিয়া রহ.-এর পাঁচ কন্যা । বিন মনযুর, মাসরুর কর্তৃক অনূদিত। বাংলাবাজার, ঢাকা : আকিক পাবলিকেশন্স।
আবদুর রাজ্জাক, অধ্যক্ষ (২০১৫)। বিশ্বের শ্রেষ্ঠ ১০০ মুসলিম মনীষী । বাংলাবাজার, ঢাকা-১১০০: মীনা বুক হাউস। পৃষ্ঠা ৪১৭। আইএসবিএন 9789848360194 ।
হায়াত ওয়া কারনামে
খাতুন, আয়েশা (২০১৭)। স্বাধীনতার পর হাদিস সাহিত্যে ভারতের অবদান । ভারত: সুন্নি ধর্মতত্ত্ব বিভাগ, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় । পৃষ্ঠা ১২০–১২১। hdl :10603/54426 ।
মুজাব, মুহাম্মদ (২০০১)। ইসলামিক সায়েন্সেস ইন ইন্ডিয়া এন্ড ইন্দোনেশিয়া: এ কম্পারেটিভ স্টাডি । ভারত : সুন্নি ধর্মতত্ত্ব বিভাগ, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় । পৃষ্ঠা ১৬৭–১৭০। hdl :10603/58830 ।
Maulana Mohd. Zakaria ki Elm-e-Hadees men Khidmaat
শাইখুল হাদিস জাকারিয়া (রহ.)-এর জীবন ও কর্ম
সাধারণ জাতীয় গ্রন্থাগার অন্যান্য