জাঙ্গল ফিভার | |
---|---|
![]() | |
পরিচালক | স্পাইক লি |
প্রযোজক | স্পাইক লি |
রচয়িতা | স্পাইক লি |
উৎস | কর্তৃক |
শ্রেষ্ঠাংশে |
|
সুরকার | টেরেন্স ব্ল্যাঞ্চার্ড |
চিত্রগ্রাহক | আর্নেস্ট ডিকারসন |
সম্পাদক | স্যাম পোলার্ড |
পরিবেশক | ইউনিভার্সাল পিকচার্স |
মুক্তি | ৭ জুন, ১৯৯১ |
স্থিতিকাল | ১৩২ মিনিট |
দেশ | যুক্তরাষ্ট্র |
ভাষা | ইংরেজি |
নির্মাণব্যয় | $১৪ মিলিয়ন[১] |
আয় | $৪৩,৮৮২,৬৮২[১] |
জাঙ্গল ফিভার (ইংরেজি: Jungle Fever) হল ১৯৯১ সালে মুক্তিপ্রাপ্ত মার্কিন রোমান্স-নাট্যধর্মী চলচ্চিত্র। ছবিটি রচনা, প্রযোজনা, ও পরিচালনা করেছেন স্পাইক লি। এই চলচ্চিত্রটি নানা জাতির মধ্যে প্রেম এবং মাদকের প্রবণতা দেখানো হয়েছে। এতে অভিনয় করেছেন ওয়েসলি স্নাইপস, অ্যানাবেলা স্কিয়োরা,[২] স্পাইক লি, অজি ডেভিস, রুবি ডি, স্যামুয়েল এল. জ্যাকসন[৩] প্রমুখ।