জাতিসংঘ সাধারণ পরিষদের প্রস্তাব ১৮১ (২) | |
---|---|
![]() UNSCOP (3 September 1947) and UN Ad Hoc Committee (25 November 1947) partition plans. The UN Ad Hoc committee proposal was voted on in the resolution. | |
তারিখ | ২৯ নভেম্বর, ১৯৪৭ |
সভা নং | ১২৮ |
কোড | A/RES/181(II) (নথিপত্র) |
ভোটের সারাংশ |
|
ফলাফল | Recommendation to the United Kingdom, as the mandatory Power for Palestine, and to all other Members of the United Nations the adoption and implementation, with regard to the future government of Palestine, of the Plan of Partition with Economic Union set out in the resolution[১] |
জাতিসংঘের ফিলিস্তিন বিভাগ পরিকল্পনা ছিল ফিলিস্তিনে ব্রিটিশ মেন্ডেট শেষ হওয়ার পর মেন্ডেটরি প্যালেস্টাইন বিভক্ত করার জন্য জাতিসংঘ কর্তৃক প্রণীত একটি প্রস্তাব। ১৯৪৭ সালের ২৯ নভেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে এই প্রস্তাবকে "১৮১ (২) প্রস্তাব" হিসেবে গ্রহণ ও বাস্তবায়নের জন্য সুপারিশ করে একটি প্রস্তাব গৃহীত হয়।[২]
এই প্রস্তাবে আরব ও ইহুদি রাষ্ট্র গঠন এবং জেরুজালেম শহরের জন্য বিশেষ আন্তর্জাতিক শাসন চালুর সুপারিশ করা হয়। বিভাগ পরিকল্পনাটি মেন্ডেটের সমাপ্তির জন্য প্রদান করা হয়। পরিকল্পনার চারটি অংশের প্রথমটিতে উল্লেখ করা হয় যে যত শীঘ্রই সম্ভব মেন্ডেট সমাপ্ত করা হবে এবং যুক্তরাজ্য ১৯৪৮ সালের ১ আগস্টের আগেই নিজেকে প্রত্যাহার করে নেবে। প্রত্যাহারের দুই মাস পর নতুন রাষ্ট্রগুলো অস্তিত্বশীল হবে কিন্তু ১৯৪৮ সালের ১ অক্টোবর থেকে দেরি করা যাবে না। এই পরিকল্পনাতে আরব জাতীয়তাবাদি ও জায়নবাদিদের লক্ষ্যের প্রতি দৃষ্টি দেয়া হয়। [৩][৪] এই পরিকল্পনাকে প্রস্তাবিত রাষ্ট্রসমূহের মধ্যে "অর্থনৈতিক ইউনিয়ন" হিসেবেও বলা হয়।
পরিকল্পনাটি কিছু অংশ ছাড়া বাকি ইহুদিদের কাছে গৃহীত হয়। জিউয়িশ এজেন্সি ফর প্যালেস্টাইনও একে মেনে নেয়।[৫][৬]
আরব নেতারা এই পরিকল্পনাকে প্রত্যাখ্যান করেন।[৭] তারা কোনোপ্রকার অঞ্চলগত বিভাজন মেনে নিতে অস্বীকৃতি জানান।[৮] এর কারণ ছিল এটি জাতিসংঘ সনদের আত্মনিয়ন্ত্রণ অধিকারের মূলনীতির সাথে সাংঘর্ষিক যাতে জনগণকে তাদের নিজেদের ভাগ্য নির্ধারণের অধিকার দেয়া হয়।[৬][৯]
প্রস্তাবটি সাধারণ পরিষদে গৃহীত হওয়ার পর মেন্ডেটরি প্যালেস্টাইনে গৃহযুদ্ধ শুরু হয়।[১০] এই বিভাগ পরিকল্পনাটি বাস্তবায়িত হয়নি।[১১]
<ref>
ট্যাগ বৈধ নয়; Morris2008p75
নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি<ref>
ট্যাগ বৈধ নয়; Morris2008p66
নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি<ref>
ট্যাগ বৈধ নয়; Morris2008p73
নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি<ref>
ট্যাগ বৈধ নয়; Britannica2002
নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি<ref>
ট্যাগ বৈধ নয়; Galnoor1995
নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি