জাতীয় গণতান্ত্রিক একতা

জাতীয় গণতন্ত্রী একটা (ফরাসি: Rassemblement National Démocratique) আলজেরিয়ার একটি রাজনৈতিক দল।

দলটির নেতা হলেন 'আহমেদ ওয়াহিয়া' (Ahmed Ouyahia)।

২০০২ সালের সংসদীয় নির্বাচনে দলটি ৬১০ ৪৬১ ভোট পেয়েছিল (৮.২%, ৪৭টি আসন)। ২০০৪ সালের রাষ্ট্রপতি নির্বাচনে দলটির প্রার্থী আবদেলাজিজ বুতেফ্লিকা'(Abdelaziz Bouteflika) ৮ ৬৫১ ৭২৩ ভোট (৮৫%) পেয়ে জয়লাভ করেন।