জাতীয় সংসদের স্পিকার

জাতীয় সংসদের স্পিকার
জাতীয় সংসদের সভাধ্যক্ষ
জাতীয় সংসদের স্পিকারের সীলমোহর
জাতীয় সংসদের স্পিকারের পতাকা
দায়িত্ব
ড. আসিফ নজরুল
জাতীয় সংসদ
সম্বোধনরীতিজনাব স্পিকার
(অনানুষ্ঠানিক)
মাননীয় স্পিকার
(আনুষ্ঠানিক; কক্ষে সভাপতিত্ব করার সময়)
অবস্থাপ্রিসাইডিং অফিসার
এর সদস্যজাতীয় সংসদ
আসনঢাকা
মনোনয়নদাতারাজনৈতিক দলসমূহ
নিয়োগকর্তাজাতীয় সংসদ কর্তৃক নির্বাচিত
গঠনের দলিলবাংলাদেশের সংবিধান
সর্বপ্রথমশাহ আব্দুল হামিদ
গঠন১০ এপ্রিল ১৯৭২
ডেপুটিজাতীয় সংসদের ডেপুটি স্পিকার
বেতন
  • ৳ ১১০,০০০ মাসিক
  • ৳ ১,৩২০,০০০ বাৎসরিক
ওয়েবসাইটparliament.gov.bd

সভাধ্যক্ষ বা স্পিকার হলেন বাংলাদেশের জাতীয় সংসদের সভা পরিচালক বা প্রিসাইডিং অফিসার।[] তার ভূমিকা অন্যান্য দেশের ওয়েস্টমিনস্টার ধাঁচের সরকারে স্পিকারের ভূমিকার সমতুল্য।

ক্ষমতা ও কাজ

[সম্পাদনা]

সভাধ্যক্ষ সংসদ অধিবেশনের কাজকর্ম পরিচালনা করেন। তিনি সভার নিয়মশৃঙ্খলা রক্ষা করেন। কোনো সদস্য নিয়মবহির্ভূত আচরণ করলে তাকে সভাধ্যক্ষবরখাস্ত করতে পারেন। তিনি অনাস্থা প্রস্তাব, মুলতুবি প্রস্তাব, নিন্দা প্রস্তাব ও নিয়মানুযায়ী দৃষ্টি-আকর্ষণী বিজ্ঞপ্তি সহ বিভিন্ন প্রস্তাব উত্থাপনের অনুমতি দেন। অধিবেশনে কোন বিষয়টি নিয়ে আলোচনা হবে তাও সভাধ্যক্ষ স্থির করেন।

স্পিকারদের তালিকা

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. জাতীয় সংসদ বাংলাপিডিয়া

বহিঃসংযোগ

[সম্পাদনা]