জাতীয় সড়ক ১ (ভারত)

জাতীয় সড়ক ১ shield}}
জাতীয় সড়ক ১
মানচিত্র
মানচিত্রে জাতীয় সড়কটি লাল রঙে চিহ্নিত
পথের তথ্য
দৈর্ঘ্য৫৩৪ কিমি (৩৩২ মা)
প্রধান সংযোগস্থল
পূর্ব প্রান্ত:এনএইচ ৩, লেহ
প্রধান সংযোগস্থলএনএইচ ৩০১, কার্গিল
এনএইচ ৪৪৪, শ্রীনগর
এনএইচ ৪৪, শ্রীনগর
এনএইচ ৭০১এ, বারামুলা
এনএইচ ৭০১, বারামুলা
পশ্চিম প্রান্ত:উরি
অবস্থান
রাজ্যজম্মু ও কাশ্মীর, লাদাখ
প্রাথমিক
গন্তব্যস্থল
বারামুলা, শ্রীনগর, কার্গিল
মহাসড়ক ব্যবস্থা
এনএইচ ৮৭ এনএইচ ২

জাতীয় সড়ক ১ ভারতের একটি জাতীয় সড়ক। এটি ভারতের জম্মু ও কাশ্মীর এবং লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চলে মধ্যে বিস্তৃত। এটি ভারতের সর্বোচ্চ উত্তরের পূর্ব-পশ্চিম মহাসড়ক, অর্থাৎ এই মহাসড়কটি পূর্ব দিক থেকে পশ্চিম দিকে বা পশ্চিম দিক থেকে পূর্ব দিকে বিস্তৃত।

অবস্থান

[সম্পাদনা]

জাতীয় সড়কটি ভারতের জম্মু ও কাশ্মীর এবং লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চলের পার্বত্য ভূমিতে অবস্থিত। শীতকালে সড়কের বেশির ভাগ অংশ বরফে ঢাকা থাকে।

ইতিহাস

[সম্পাদনা]

২০১০ সালের জাতীয় সড়ক পুনর্গঠন আইন অনুযায়ী জাতীয় সড়ক ১ গঠিত হয়। জাতীয় সড়ক ১ পুরাতন জাতীয় সড়ক ১এ এবং জাতীয় সড়ক ১ডি-এর অংশ নিয়ে গঠিত হয়েছে।[][]

জাতীয় সড়ক ১ এর মোট দৈর্ঘ্য ৫৩৪ কিলোমিটার বা ৩৩২ মাইল।[] জাতীয় সড়ক ১ মূলত ২ লেন বিশিষ্ট একটি জাতীয় সড়ক। জাতীয় সড়কটির কিছু অংশ খুবি সংকীর্ণ।

জম্মু ও কাশ্মীর

[সম্পাদনা]

জাতীয় সড়ক ১ এর পশ্চিম প্রান্ত কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরের উড়ি শহরে অবস্থিত। এখান থেকে সড়কটি পূর্ব দিকে অগ্রসর হয়। এর পর সড়কটি কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ৩ টি জেলার মধ্য দিয়ে অগ্রসর হয়, এই জেলাগুলি হল - বারামুলা, শ্রীনগর ও বাডগাম জেলা। জাতীয় সড়ক ১ কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরের মধ্যে ২১৬ কিলোমিটার পথ অতিক্রম করে লাদাখে প্রবেশ করে।[]

লাদাখ

[সম্পাদনা]

জাতীয় সড়কটি জোজি-লা দিয়ে জম্মু ও কাশ্মীর-লাদাখ সীমান্ত অতিক্রম করে কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখে প্রবেশ করে কার্গিল জেলা জেলা হয়ে। এর পর সড়কটি রাজ্যের মোট ২ টি জেলার মধ্য দিয়ে অগ্রসর হয়, এই জেলাগুলি হল - কার্গিললেহ। জাতীয় সড়ক ১ কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরের মধ্যে ৩১৫ কিলোমিটার পথ অতিক্রম করে লেহ শহরে প্রবেশ করে। লেহ শহরে জাতীয় সড়ক ১ এর পূর্ব প্রান্ত অবস্থিত।[]

নির্মাণ ও রক্ষণাবেক্ষণ

[সম্পাদনা]

জাতীয় সড়ক ১ এর নির্মাণ কাজ সম্পূর্ণ করেছে ভারতের জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষ। এই সড়কের রক্ষণাবেক্ষণের কাজে নিযুক্ত রয়েছে ভারতের জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষ

প্রধান গন্তব্য

[সম্পাদনা]
জাতীয় সড়ক ১ এর একটি অংশ।

জাতীয় সড়ক ১ হল কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীর এবং লাদাখের মধ্যে বিস্তৃত একটি জাতীয় সড়ক, যেটি পূর্ব পশ্চিম শ্রেণির জাতীয় সড়ক। এই সড়কটি কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরের উড়ি ও শ্রীনগর শহরকে লাদাখের লেহ ও কার্গিল শহরের সঙ্গে যুক্ত করেছে।

সংযোগ

[সম্পাদনা]

জাতীয় সড়ক ১ এর বেশ কিছু পার্শ্ব জাতীয় সড়ক রয়েছে। জাতীয় সড়ক ১ থেকে উৎপন্ন জাতীয় সড়কগুলি হল - জাতীয় সড়ক ৩০১, জাতীয় সড়ক ৭০১এজাতীয় সড়ক ৭০১। এছাড়া জাতীয় সড়ক ১ এর সঙ্গে বেশ কিছু জাতীয় সড়ক মিলিত হয়েছে, এগুলি হল- জাতীয় সড়ক ৩, জাতীয় সড়ক ৪৪৪জাতীয় সড়ক ৪৪

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "New National Highways notification - GOI" (পিডিএফ)The Gazette of India। ৪ মে ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ জুন ২০১৮ 
  2. "Rationalisation of Numbering Systems of National Highways" (পিডিএফ)। New Delhi: Department of Road Transport and Highways। ১ ফেব্রুয়ারি ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ এপ্রিল ২০১২ 
  3. "State-wise length of National Highways (NH) in India as on 30.11.2018" (পিডিএফ)। সংগ্রহের তারিখ ৬ নভেম্বর ২০১৯ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]