জাতীয় সড়ক ২১৮ (ভারত)

জাতীয় সড়ক ২১৮ shield}}
জাতীয় সড়ক ২১৮
মানচিত্র
মানচিত্রে জাতীয় সড়ক ২১৮ লাল রঙে চিহ্নিত
পথের তথ্য
Auxiliary route of [[টেমপ্লেট:Infobox road/link/|]]
দৈর্ঘ্য৫৩ কিমি (৩৩ মা)
প্রধান সংযোগস্থল
দক্ষিণ প্রান্ত:পুরুলিয়া
উত্তর প্রান্ত:ধানবাদ
অবস্থান
রাজ্যপশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড
মহাসড়ক ব্যবস্থা
এনএইচ ১৮ এনএইচ ১৮

জাতীয় সড়ক ২১৮, সাধারণত এনএইচ ২১৮ হিসাবে পরিচিত ভারতের একটি জাতীয় সড়ক।[][] এটি জাতীয় সড়ক ১৮-এর একটি গৌণ পথ।[] ভারতের পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ড রাজ্যে এনএইচ -২১৮ অবস্থিত।[]

রাস্তার বিবরণ

[সম্পাদনা]

পশ্চিমবঙ্গ

[সম্পাদনা]

পুরুলিয়া শহরের উত্তর-পশ্চিম প্রান্তে পুরুলিয়া সৈনিক স্কুল-এর সম্মুখভাগে জাতীয় সড়ক ১৮-এর উত্তর পাশে জাতীয় সড়ক ২১৮ শুরু হয়। মহাসড়কটি উৎপন্ন হয়ে মুরি-পুরুলিয়া রেলপথের বাম পাশ দিয়ে সমান্তরাল ভাবে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়। এর পর মহালিতোর এলাকাতে মহাসড়কটি রেলপথকে অতিক্রম করে এবং রেলপথের ডান পাশে নদিয়ারা পর্যন্ত অগ্রসর হয়। সড়কটি নদিয়ারায় উত্তর দিকে বাঁক নিয়ে চলতে শুরু করে। পালাশবাদার গ্রাম অতিক্রম করে সড়কটি ঝাড়খণ্ড রাজ্যে প্রবেশ করে। সড়কটি এর পর কিছু পথ ঝাড়খণ্ড রাজ্যে অগ্রসর হয়ে পশ্চিমবঙ্গ রাজ্যে প্রবেশ করে এবং সড়কটি এর পর পুনরায় ঝাড়খণ্ড রাজ্যে প্রবেশকরে।

ঝাড়খণ্ড

[সম্পাদনা]

মহাসড়কটি এর পর কিছু পথ ঝাড়খণ্ড রাজ্যে অগ্রসর হয়ে ঝাড়খণ্ড-পশ্চিমবঙ্গ সীমান্ত অতিক্রম করে পশ্চিমবঙ্গের যশপুরে প্রবেশ করে। শেষে সড়কটি পুনরায় পশ্চিমবঙ্গ-ঝাড়খণ্ড সীমান্ত অতিক্রম করে ঝাড়খণ্ড রাজ্যের ঘাঘরি গ্রামে প্রবেশ করে। এখানে সড়কটি উত্তর-পূর্ব দিকে বাঁক নিয়ে চন্দনকিয়ারী পর্যন্ত অগ্রসর হয়। এখানে সড়কটি রঘুনাথপুর-চাস সড়ক অতিক্রম করে। এর পর সড়কটি উত্তর দিকে অগ্রসর হয় এবং ঝর্ণা এলাকাতে একটি নদী অতিক্রম করে। সড়কটি আরও উত্তর দিকে অগ্রসর হয় এবং বান্সারায় আদ্রা-গোমোহ রেলপথ অতিক্রম করে। এর পর সড়কটি কিছু দূর অগ্রসর হয়ে উত্তর-পূব দিকে বাঁক নিয়ে দামোদর নদের পশ্চিম তীরে পৌছায়। এর পর সড়কটি বিরসা সেতু অতিক্রম করে ভোবরা রেল স্টেশনের পশ্চিম পাশ দিয়ে রেলপথ অতিক্রম করে। ভোবরা থেকে সড়কটি ঝরিয়া হয়ে ধানবাদ পৌছায়। ধানবাদ শহরে সড়কটি জাতীয় সড়ক ১৮ এর সঙ্গে যুক্ত হয়।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "New national highways declaration notification" (পিডিএফ)The Gazette of India - Ministry of Road Transport and Highways। ২৪ মার্চ ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ মার্চ ২০১৯ 
  2. "State-wise length of National Highways (NH) in India"Ministry of Road Transport and Highways। সংগ্রহের তারিখ ২৫ মার্চ ২০১৯ 
  3. "New Numbering of National Highways notification - Government of India" (পিডিএফ)The Gazette of India। ৪ মে ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ মার্চ ২০১৯