জাতীয় সড়ক ৩১২ | ||||
---|---|---|---|---|
পথের তথ্য | ||||
Auxiliary route of [[টেমপ্লেট:Infobox road/link/|]] | ||||
দৈর্ঘ্য | ৩২৯ কিমি (২০৪ মা) | |||
প্রধান সংযোগস্থল | ||||
উত্তর প্রান্ত: | জঙ্গীপুর | |||
কৃষ্ণনগর, বনগাঁ | ||||
দক্ষিণ প্রান্ত: | বসিরহাট | |||
অবস্থান | ||||
রাজ্য | পশ্চিমবঙ্গ | |||
প্রাথমিক গন্তব্যস্থল | জঙ্গীপুর, কৃষ্ণনগর, বনগাঁ, বসিরহাট | |||
মহাসড়ক ব্যবস্থা | ||||
|
জাতীয় সড়ক ৩১২ (সাধারণভাবে এনএইচ, ৩১২ নামে উল্লেখিত) ভারতের একটি জাতীয় সড়ক।[১][২] এটি জাতীয় সড়ক ১২-এর একটি দ্বিতীয় স্তরের পথ। [৩] ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলা, নদীয়া জেলা ও উত্তর চব্বিশ পরগণা জেলার মধ্য দিয়ে এনএইচ -৩১২ অগ্রসর হয়েছে।[২]
জাতীয় সড়কটি মুর্শিদাবাদ জেলার ওমরপুর এলাকায় শুরু হয়ে রঘুনাথগঞ্জের কাছে "ভাগীরথী নদী" অতিক্রম করে জঙ্গিপুরে পৌঁছায়। এরপর সড়কটি লালগোলা ও মুর্শিদাবাদ শহর হয়ে ভারত-বাংলাদেশ সীমান্তের কাছে জলঙ্গিতে পৌঁছায়। জলঙ্গি থেকে জাতীয় সড়কটি দক্ষিণ দিকে অগ্রসর হয় এবং করিমপুর, বেতাই, তেহট্ট ও চাপড়া হয়ে নদীয়া জেলার সদর শহর কৃষ্ণনগরে পৌঁছায়। জাতীয় সড়কটি কৃষ্ণনগর শহরের পরে চিত্রসালি হয়ে হাঁসখালি, বগুলা ও দত্তফুলিয়া এলাকা অতিক্রম করে উত্তর চব্বিশ পরগণা জেলায় প্রবেশ করে। এরপর সড়কটি হেলেঞ্চা হয়ে বনগাঁ শহরে পৌঁছায় এবং জাতীয় সড়ক ১১২-এর সঙ্গে যুক্ত হয়। বনগাঁ শহর অতিক্রম করে সড়কটি স্বরূপনগর হয়ে বসিরহাট (ঘোজাডাঙা) শহরে পৌঁছায়।[১][২] জাতীয় সড়কটির মোট দৈর্ঘ্য ৩২৯ কিলোমিটার।