জাতীয় সড়ক ৪৯ (ভারত)

জাতীয় সড়ক ৪৯ shield}}
জাতীয় সড়ক ৪৯
মানচিত্র
মানচিত্রে জাতীয় সড়ক ৪৯
Renumbered National Highways map of India (Schematic).jpg
পথের তথ্য
এএইচ46-এর অংশ
দৈর্ঘ্য৮১৭ কিমি (৫০৮ মা)
প্রধান সংযোগস্থল
পশ্চিম প্রান্ত:বিলাসপুর, ছত্তিশগড়
পূর্ব প্রান্ত:খড়গপুর, পশ্চিমবঙ্গ
অবস্থান
রাজ্যছত্তিশগড়, ওড়িশা, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ
মহাসড়ক ব্যবস্থা
এনএইচ ১৩০ এনএইচ ১৯

জাতীয় সড়ক ৪৯[] (পুরাতোন এনএইচ ৬ ও এনএইচ ২০০ মিলিত ভাবে) হল ভারতের একটি জাতীয় সড়ক। এই জাতীয় সড়কটি ছত্তিশগড় থেকে শুরু হয় পশ্চিমবঙ্গের খড়গপুর পর্যন্ত বিস্তৃত । এটি বিলাসপুরে জাতীয় সড়ক ৩০ থেকে উৎপন্ন হয়ে খড়গপুর-এ জাতীয় সড়ক ১৬-এ মিলিত হয়েছে।ছত্তিশগড়, ওড়িশা, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গ-এই চার রাজ্যের উপর দিয়ে জাতীয় সড়কটি বিস্তৃত।এর মোট দৈর্ঘ্য ৮১৭ কিলোমিটার (৫০৮ মা) ।

তথ্যসূত্র

[সম্পাদনা]