জাদ্রাঙ্কা দোকিচ | |
---|---|
জন্ম | |
জাতীয়তা | ক্রোয়েশীয় |
পেশা | অভিনেত্রী |
কর্মজীবন | ১৯৯৯–বর্তমান |
পুরস্কার | সেরা অভিনেত্রীর জন্য গোল্ডেন এরিনা ২০০৮—বিহাইন্ড দ্য গ্লাস (চলচ্চিত্র)বিহা্ইন্ড দ্য গ্লাস |
জাদ্রাঙ্কা দোকিচ (জন্ম ১৪ জানুয়ারী ১৯৮১) একজন ক্রোয়েশীয় অভিনেত্রী। শীর্ষস্থানীয় ক্রোয়েশী অভিনেত্রীদের মধ্যে একজন, তিনি তার থিয়েটার, চলচ্চিত্র এবং টেলিভিশন অভিনয়ের জন্য সমালোচনামূলক অনুমোদন পেয়েছেন।[১][২][৩][৪][৫][৬]
দোকিচ ১৪ জানুয়ারী ১৯৮১ সালে পুলাতে জন্মগ্রহণ করেন। তিনি বসনীয় বংশোদ্ভূত ক্রোয়েশীয় পিতামাতার কাছে জন্মগ্রহণ করেন এবং পুলা অ্যারেনার নিকটবর্তী সিজানা এলাকায় বেড়েন। [৭][৮] পুলাতে, তিনি প্রাথমিক বিদ্যালয় এবং জিমনেসিয়াম শেষ করেছিলেন। কিশোর বয়সে তিনি থিয়েটার ভক্ত ছিলেন। [৯] দোকিচ জাগরেব বিশ্ববিদ্যালয়ের একাডেমি অফ ড্রামাটিক আর্ট থেকে স্নাতক হন, যেখান থেকে তিনি ফাইন আর্টস ডিগ্রি অর্জন করেন। [১০]
এই অনুচ্ছেদটি সম্প্রসারণ করা প্রয়োজন। |
দোকিচ একজন আগ্রহী পাঠক, [১০] এবং ইভান ভিডিচ, মার্গুরাইট ডুরাস, জিন রেসিন, সিলভিয়া প্লাথ, ফিওদর দস্তয়েভস্কি এবং ড্যানিজেল ড্রাগোজেভিচের গ্রন্থপঞ্জি উপভোগ করেন। [৮] তিনি জাগরেবে থাকেন।