জানভী ছেড়া | |
---|---|
জন্ম | [১] | ২৯ ফেব্রুয়ারি ১৯৮৪
অন্যান্য নাম | জানভী ছেড়া গোপালিয়া[২] |
পেশা | অভিনেত্রী |
কর্মজীবন | ২০০৫–২০১৮ |
পরিচিতির কারণ | ছুনা হ্যায় আসমান বালিকা বধূ সি. আই. ডি. |
দাম্পত্য সঙ্গী | নিশান্ত গোপালিয়া (বি. ২০১১) |
সন্তান | ১ |
জানভী ছেড়া (হিন্দি: जान्वी छेड़ा; জন্ম: ২৯ ফেব্রুয়ারি ১৯৮৪) একজন ভারতীয় অভিনেত্রী, যিনি প্রধানত হিন্দি টেলিভিশন ধারাবাহিকে কাজ করেন। তিনি ২০০৭ সালে ছুনা হ্যায় আসমান ধারাবাহিকে সমীরা সিং চরিত্রে অভিনয়ের মাধ্যমে আত্মপ্রকাশ করেন।[৩] তিনি বালিকা বধূ ধারাবাহিকে সুগনা সিং এবং সি. আই. ডি.-তে ইন্সপেক্টর শ্রেয়া চরিত্রে অভিনয়ের জন্য সর্বাধিক পরিচিত।[৪][৫]
তিনি ১৯৮৪ সালের ২৯ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন এবং মুম্বইয়ে বেড়ে ওঠেন।[৬] তিনি মূলত একজন গুজরাতি। তিনি মুম্বইয়ের মালিনী কিশোর সংঘভি কলেজ অফ কমার্স অ্যান্ড ইকোনমিক্স থেকে স্নাতক সম্পন্ন করেছেন।[৭]
তিনি ২০১১ সালে তার দীর্ঘদিনের প্রেমিক নিশান্ত গোপালিয়াকে বিয়ে করেন।[৮] এই দম্পতির নির্ভি নামে একজন কন্যা সন্তান রয়েছে, যার জন্ম ২০১৭ সালে হয়েছিল।[৯] বিয়ের পর জানভী নিজের নাম পরিবর্তন করে 'জানভী ছেড়া গোপালিয়া' রাখেন।[২]
বছর | চলচ্চিত্র | ভূমিকা | টীকা | সূত্র |
---|---|---|---|---|
২০০৫ | তোহ লাগি শরত | সঞ্জনা | গুজরাতি চলচ্চিত্র | [১০] |
বছর | শিরোনাম | ভূমিকা | টীকা | সূত্র |
---|---|---|---|---|
২০০৭–২০০৮ | ছুনা হ্যায় আসমান | সমীরা সিং | [১১] | |
২০০৯ | ধুপ মেঁ ঠাণ্ডি ছাভ...মা | সন্ধ্যা | ||
মায়কা | সিমরান | |||
২০১০–২০১১ | তেরা মুঝছে হ্যায় পেহলে কা নাতা কোই | তাশি সিং | ||
২০১১–২০১৩ | বালিকা বধূ | সুগনা শ্যাম সিং | [১২] | |
২০১২–২০১৬; ২০১৮ | সি. আই. ডি. | ইন্সপেক্টর শ্রেয়া | [১৩] | |
২০১২ | সি. আই. ডি. বনাম আদালত | |||
২০১৩ | সি. আই. ডি. – ছোটে হিরোজ | [১৪] | ||
২০১৪ | তারাক মেহতা কা উল্টা চশমা | |||
সি. আই. ডি বনাম আদালত – কর্মযুদ্ধ | [১৫] |
বছর | শিরোনাম | ভূমিকা | সূত্র |
---|---|---|---|
২০০৫ | ড. মুক্তা ইন দুবাই |