জান্নাতুল ফেরদৌস ঐশী

জান্নাতুল ফেরদৌস ঐশী
জন্ম (2000-08-27) ২৭ আগস্ট ২০০০ (বয়স ২৪)
শিক্ষাউচ্চ মাধ্যমিক
মাতৃশিক্ষায়তনমাটিভাঙ্গা ডিগ্রি কলেজ
পেশামডেল
কর্মজীবন২০১৮ - বর্তমান
উচ্চতা১.৬৭ মি. (৫ ফুট ৬ ইঞ্চি)
উপাধিমিস বাংলাদেশ ২০১৮
সুন্দরী প্রতিযোগিতায় শিরোপাধারী
মোট চলচ্চিত্রমিশন এক্সট্রিম
রাত জাগা ফুল
সংস্থাঅন্তর শোবিজ- ওমিকন এন্টারটেনমেন্ট
চুলের রংকালো
চোখের রংকালো
প্রধান
প্রতিযোগিতা
মিস বাংলাদেশ ২০১৮ (বিজয়ী)

জান্নাতুল ফেরদৌস ঐশী (জন্ম ২৭ আগস্ট ২০০০) হচ্ছেন একজন বাংলাদেশী মডেল, অভিনেত্রী এবং সুন্দরী প্রতিযোগিতা মিস বাংলাদেশ ২০১৮-এর মুকুটধারী।[] তিনি ৮ ই ডিসেম্বর ২০১৮ সালে চীনের সানইয়ায় অনুষ্ঠিত মিস ওয়ার্ল্ড ২০১৮-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন এবং ১১৮ প্রতিযোগীর মধ্যে থেকে শীর্ষ ৩০-এ স্থান পান।

প্রাথমিক জীবন

[সম্পাদনা]

ঐশী ২৭ আগস্ট ২০০০ সালে বরিশাল বিভাগের পিরোজপুর জেলার মাটিভাঙা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ২০১৮ সালে বিজ্ঞান বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন মাটিভাঙ্গা ডিগ্রি কলেজ থেকে। দুই বোনের মধ্যে তিনি ছোট। বাবা জনাব আঃ হাই একজন সমাজকর্মী, মা জনাব আফরোজা হোসনে আরা একজন শিক্ষিকা এবং তার বড় বোন শশী একজন ছাত্রী।[]

সুন্দরী প্রতিযোগিতা

[সম্পাদনা]

২০১৮ সালের ৩০ সেপ্টেম্বরে ঢাকায় আয়োজিত “মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০১৮” এর চূড়ান্ত পর্বে বিজয়ী হিসেবে জান্নাতুল ফেরদৌস ঐশীর নাম ঘোষণা করা হয়।[] এই প্রতিযোগিতায় দেশজুড়ে প্রায় ৩০,০০০ প্রতিযোগী অংশ নিয়েছিল। এই শিরোনাম অর্জনের পর ঐশী মিস ওয়ার্ল্ড ২০১৮-এ অংশ নেন।

চীনের সানায় মিস ওয়ার্ল্ড ২০১৮-এর ৬৮তম সংস্করণে, ষষ্ঠ গ্রুপে ঐশীকে বিজয়ী ঘোষণা করা হয়, ঐশী এই গ্রুপে হেড-টু-হেড চ্যালেঞ্জে মানুষের ভোটে ছয় প্রতিযোগীর মধ্যে বিজয়ী হন। তার দলের অন্য প্রতিযোগীরা ছিলেন চীন, ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জ, ডেনমার্ক, ব্রাজিল এবং আয়ারল্যান্ডের। চূড়ান্ত পর্বের হেড-টু-হেড চ্যালেঞ্জে তাঁকে তিন বিচারকের (স্টেফানি ডেল ভেল, মানুশি ছিল্লার, মেগান ইয়াং) সবাই বেঁচে নেন, এতে তিনি মিস নাইজেরিয়াকে হারান, এর ফলে ঐশী ১১৮ প্রতিযোগীর মধ্যে থেকে শীর্ষ ৩০-এ স্থান পান।

চলচ্চিত্র

[সম্পাদনা]
বছর চলচ্চিত্র ভূমিকা পরিচালক সহশিল্পী টীকা
২০২১ মিশন এক্সট্রিম সিলভী সানি সানোয়ার ও ফয়সাল আহমেদ আরিফিন শুভ প্রথম চলচ্চিত্র
রাত জাগা ফুল ফারিয়া মীর সাব্বির আবু হুরায়রা তানভীর দ্বিতীয় চলচ্চিত্র
২০২৩ মিশন এক্সট্রিম ২: ব্ল্যাক ওয়ারছুরি সিলভী সানি সানোয়ার ও ফয়সাল আহমেদ আরিফিন শুভ
নূরছুরি রায়হান রাফি আরিফিন শুভ
আদমছুরি আবু তাওহিদ হারুন যশ রোহান

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "এবার মিস ওয়ার্ল্ড বাংলাদেশ হলেন ঐশী"banglanews24.com। ১ অক্টোবর ২০১৮। সংগ্রহের তারিখ ১৬ জুন ২০২৪ 
  2. "কে এই জান্নাতুল ফেরদৌস ঐশী?" 
  3. হোসেন, মাহতাব (১ অক্টোবর ২০১৮)। "মিস ওয়ার্ল্ড বাংলাদেশ জান্নাতুল ফেরদৌস ঐশী"দৈনিক কালের কণ্ঠ। সংগ্রহের তারিখ ১৫ অক্টোবর ২০১৮ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]
পুরস্কার ও স্বীকৃতি
পূর্বসূরী
জেসিয়া ইসলাম
মিস বাংলাদেশ
২০১৮
উত্তরসূরী
রাফাহ নানজীবা তোরসা