জাপান জাতীয় অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল

জাপান অনূর্ধ্ব-১৯
একদিনের ম্যাচ নামজাপান
কর্মীবৃন্দ
অধিনায়কমারকাস থারগেইট
কোচধুগাল বেডিংফিল্ড
মালিকজাপান ক্রিকেট অ্যাসোসিয়েশন
দলের তথ্য
রংগোলাপি ও নীল

জাপান অনূর্ধ্ব-১৯ জাতীয় ক্রিকেট দল মূলত আন্তর্জাতিক পরিসরে জাপানের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট এর প্রতিনিধিত্ব করে।

জাপান পূর্ব এশিয়া-প্রশান্তমহাসাগরীয় অঞ্চলের অনূর্ধ্ব-১৯ বাছাইপর্বে প্রথম অংশ গ্রহণ করে ২০১১ সালে। তাদের পূর্ববর্তী তিনটি উপস্থিতি ২০০৭, ২০০৯ ও ২০১১- জাপান ১১টি খেলায় কেবল একটিতে জয় লাভ করে, ফিজির বিপরীতে ২৪ রানের ব্যবধানে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)'র পূর্ব এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অধীনে সানু আন্তর্জাতিক ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত ২০২০ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ বাছাইপর্বে আয়োজক হিসাবে দলটি অংশ গ্রহণ করে।[] জাপান উক্ত প্রতিযোগিতায় তাদের প্রথম খেলায় সামোয়াকে ১৭৪ রানে, দ্বিতীয় খেলায় ভানুয়াটুকে ৭০ রানে, ও তৃতীয় খেলায় ফিজিকে ৪ উইকেটে পরাজিত করে অপরাজেয় হিসাবে ফাইনাল রাউন্ড-রবিন প্রতিযোগিতায় পাপুয়া নিউ গিনির বিপরীতে খেলে।[] পাপুয়া নিউ গিনি দলটিও অপরাজিত থাকে তাদের সবগুলো খেলায়, যার অর্থ দাড়ায় বিজয়ী দলটি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অগ্রসর হবে। খেলার পূর্বে পাপুয়া নিউ গিনির ১১জন খেলোয়াড়কেই দল থেকে বহিস্কার করা হয়, দলীয় নিয়ম ভঙ্গ করার কারণে। এর ফলে পাপুয়া নিউ গিনির খেলাটি বাজেয়াপ্ত হয়ে যায় এবং জাপান ইতিহাসে প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করে।[][]

খেলোয়াড়

[সম্পাদনা]

২০১৯ এর এপ্রিলে নিম্নোক্ত খেলোয়াড়গণ আইসিসির আওতাধীন পূর্ব এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বাছাইপর্বের জন্য জাপান অনূর্ধ্ব-১৯ দলের প্রতিনিধিত্ব করার জন্য নির্বাচিত হয়।[]

জাপান অনূর্ধ্ব-১৯ জাতীয় দল (১৪জন খেলোয়াড়):

  • ম্যাক্স ক্লেমেন্টস (ওয়াইল্ডক্যাটস)
  • নীল ডেট (চিবা মাই-ইস ক্রিকেট ক্লাব) (সহ-অধিনায়ক)
  • কেন্টু ডুবেল (ব্রাউন হিল ক্রিকেট ক্লাব)
  • ইশান ফারটিয়াল (চিবা মাই-ইস ক্রিকেট ক্লাব)
  • সরা ইচিকা (আকিশিমা অ্যাভিয়েটর্স ক্রিকেট ক্লাব)
  • লিওন মেলিগ (লায়ন্স ক্রিকেট ক্লাব)
  • মাসাতো মরিটা (আকিশিমা অ্যাভিয়েটর্স ক্রিকেট ক্লাব)
  • শু নোগাছি (সানু ব্রেভস)
  • যোগেন্দার রেথারেকার (চিবা মাই-ইস ক্রিকেট ক্লাব)
  • দেবাশীষ সাহু (চিবা মাই-ইস ক্রিকেট ক্লাব)
  • রেইজি সুটো (সানু ব্রেভস)
  • কাজুমাসা টাকাহাশি (সানু ব্রেভস)
  • আশলী থুর্গেট (চিবা মাই-ইস ক্রিকেট ক্লাব)
  • মার্কাস থুর্গেট (চিবা মাই-ইস ক্রিকেট ক্লাব) (অধি)

অতিরিক্ত খেলোয়াড়:

  • মোহসিন জান (টহকো ক্রিকেট অ্যাসোসিয়েসন)
  • রিকু ওবিকেন (আকিশিমা অ্যাভিয়েটর্স ক্রিকেট ক্লাব)
  • অতো ওকাজিমা (আকিশিমা অ্যাভিয়েটর্স ক্রিকেট ক্লাব)
  • শুটারো টাকাহাশি (সানু ব্রেভস)

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Next generation target U19 Cricket World Cup qualification"International Cricket Council। সংগ্রহের তারিখ ৩১ মে ২০১৯ 
  2. "ICC Under-19 World Cup Qualifier East Asia-Pacific Region"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ৮ জুন ২০১৯ 
  3. "Sport: PNG forfeits U19 Cricket World Cup chance"RNZ। সংগ্রহের তারিখ ৮ জুন ২০১৯ 
  4. "Japan qualify for 2020 U-19 World Cup after Papua New Guinea forfeiture"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ৮ জুন ২০১৯ 
  5. "Team for ICC U19 Cricket World Cup EAP Qualifier Announced"Japan Cricket Association। সংগ্রহের তারিখ ৮ জুন ২০১৯ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]