জাʿফ়র আস়-স়াদিক় جَعْفَرُ ٱلصَّادِقُ | |||||
---|---|---|---|---|---|
আল-ইমাম আস়-স়াদিক[১] আল-ফাদ়িল আত়-ত়াহির | |||||
৬ষ্ঠ ইমাম (শিয়া ইসলাম) | |||||
ইমামত | ৭৩২–৭৬৫ খ্রি. | ||||
পূর্বসূরি | মুহম্মদ আল-বাকির | ||||
উত্তরসূরি | বিতর্কিত ইসনা আশারিয়া: মুসা আল-কাজিম ইসমাইলি: ইসমাইল ইবনে জাফর ফতহিয়া: আব্দুল্লাহ আল-আফতাহ শুমাত্তিয়া: মুহম্মদ ইবনে জাফর আলী আল-উরাইদ়ী ইবনে জাফর | ||||
জন্ম | জাʿফ়র ইবনে মুহ়ম্মদ ২৩ এপ্রিল ৭০২ (১৭ রবিউল আউয়াল ৮৩ হিজরি) মদীনা, হেজাজ, উমাইয়া সাম্রাজ্য | ||||
মৃত্যু | ১৪ ডিসেম্বর ৭৬৫ মদীনা, হেজাজ, আব্বাসীয় সাম্রাজ্য | (বয়স ৬৩) (১৫ ই রজবুল মুরাজ্জাব ১৪৮ হিজরি)||||
সমাধি | |||||
দাম্পত্য সঙ্গী | ফাতিমা বিনত আল-হোসাইন আল-আসরাম হামিদা খাতুন[২] | ||||
সন্তান | তালিকা
| ||||
| |||||
স্থানীয় নাম | جَعْفَرُ ٱبْنُ مُحَمَّدٍ ٱلصَّادِقُ | ||||
বংশ | আহল আল-বাইত | ||||
বংশ | বনু হাশিম | ||||
রাজবংশ | কুরাইশ | ||||
পিতা | মুহম্মদ আল-বাকির | ||||
মাতা | ফারওয়া বিনত আল-কাসিম | ||||
ধর্ম | ইসলাম | ||||
পেশা | ইমাম, ফকীহ, মুফাসসির, মুহাদ্দিস, মুতাকাল্লিম, মুজতাহিদ |
শিয়া ইসলাম |
---|
ধারাবাহিকের অংশ |
ইসলাম প্রবেশদ্বার |
জাফর ইবনে মুহাম্মাদ আস-সাদিক (আরবি: جَعْفَرُ ٱبْنُ مُحَمَّدٍ ٱلصَّادِقُ; ৭০০ বা ৭০২ – ৭৬৫), যিনি জাফর আস-সাদিক বা কেবল আস-সাদিক নামেও পরিচিত, ছিলেন ৮ম শতাব্দীর একজন মুসলিম পণ্ডিত ও মনীষী।[৪] ইসনা আশারিয়া ও ইসমাইলি শিয়া মুসলমানদের মতে তিনি ছিলেন ৬ষ্ঠ ইমাম এবং জাফরি মাজহাবের প্রতিষ্ঠাতা। সুন্নি মুসলমানদের মতে তিনি ইসলামি ধর্মতত্ত্ব, ফিকহশাস্ত্র, হাদিসশাস্ত্র, কালামশাস্ত্র ও তাসাউফের একজন গুরুত্বপূর্ণ আলেম এবং হানাফি ও মালিকি মাজহাবের প্রতিষ্ঠাতা আবু হানিফা ও মালিক ইবনে আনাসের শিক্ষক ছিলেন।[৫][৬] ধর্মীয় জ্ঞানের বিভিন্ন অনুষদে তার বিস্তৃত অবদান সত্ত্বেও জাʿফরের লিখিত কোনো গ্রন্থই বর্তমানে বিদ্যমান নেই।[৭]
জাʿফর ছিলেন একজন প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ ও মনীষী। তিনি পিতার দিক থেকে ইসলামের চতুর্থ খলিফা আলীর এবং মাতার দিক থেকে ইসলামের প্রথম খলিফা আবু বকরের বংশধর ছিলেন। শিয়াদের মতে– নবী মুহাম্মদের ভবিষ্যদ্বাণী অনুযায়ী তিনি বারো ইমামের অন্যতম। নবীবংশের ষষ্ঠ ইমাম হিসেবে তিনি শিয়া সম্প্রদায় কর্তৃক মান্য।[৮]
আস-সাদিকের মৃত্যুর পর উত্তরাধিকারের প্রশ্নটি ছিল শিয়াদের মধ্যে বিভেদের কারণ। একদল তার বড় পুত্র ইসমাইল ইবনে জাফরকে (যিনি তার পিতার আগেই মারা গিয়েছিলেন) পরবর্তী ইমাম হিসাবে বিবেচনা করেছিল এবং আরেকদল তার তৃতীয় পুত্র মুসা আল-কাজিমকে ইমাম হিসাবে গ্রহণ করেছিল। প্রথম দলটি ইসমাইলি এবং দ্বিতীয় দলটি ইসনা আশারিয়া নামে পরিচিতি লাভ করে।[৯][১০]
ইমাম জাফর সাদেক ১৭ই রবিউল আওয়াল ৮৩ হিজরীতে পবিত্র মদিনা নগরীতে জন্মগ্রহণ করেন। তার কুনিয়াহ আব্দুল্লাহ (আল্লাহর বান্দা) এবং উপাধী সাদেক (সত্যবাদী)। তার পিতার নাম হযরত ইমাম মুহাম্মাদ বাকের রাদ্বিয়াল্লাহু আনহু এবং তার মাতার নাম উম্মে ফারওয়া রাদ্বিয়াল্লাহু আনহা।[৮]
উনার বংশ-তালিকা ফাতেমা নবী মুহাম্মাদ পর্যন্ত পৌঁছেছে বিধায় তার পূর্ব-পুরুষগণ নামের পূর্বে ‘সাইয়্যেদ’ বা ‘সৈয়দ’ শব্দ ব্যবহার করেছেন।[১১] উনার ঊর্ধ্বতন বংশ পুরুষ ছিলেন; যথাক্রমেঃ হযরত মুহাম্মাদ রাসুল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -> সৈয়দা ফাতিমাতুজ জাহরা (রা:) + হযরত আলী -> হযরত ইমাম হোসাইন(রা:) -> হযরত ইমাম জয়নুল আবেদিন (রহ:) -> হযরত ইমাম বাকের (রহ:) -> হযরত ইমাম জাফর সাদেক (রহ:)[১২]
হযরত ইমাম জাফর সাদেক ৬৫ বছর বয়সে ১৪৮ হিজরীতে শাহাদত বরণ করেন। তাকে মদিনা শরিফের কবরস্থান জান্নাতুল বাক্বীতে সমাধীস্থ করা হয়। তার মাজারের পাশে রয়েছে পিতা ইমাম বাকেরের মাজার ও তার পিতামহ ইমাম জয়নুল আবেদিন (রহ:) মাজার।[৮]
<ref>
ট্যাগ বৈধ নয়; Gleaves T
নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি|1=
উপেক্ষা করা হয়েছে (সাহায্য)