জাফরান বিপ্লব

গেরুয়া বিপ্লব
ইয়াঙ্গন-এ বিক্ষোভকারীরা একটি ব্যানার হাতে, যেখানে বার্মিজ ভাষায় লেখা আছে "অহিংসা: জাতীয় আন্দোলন", পেছনে দেখা যাচ্ছে শ্বেডাগন প্যাগোডা
তারিখ১৫ আগস্ট ২০০৭ – ২৬ সেপ্টেম্বর ২০০৮
অবস্থান
কারণ

রাজনৈতিক দমন-পীড়ন রাজনৈতিক দুর্নীতি মানবাধিকার লঙ্ঘন জ্বালানি ভর্তুকি বাতিল

রাষ্ট্র সন্ত্রাস
লক্ষ্য
  • গণতন্ত্র

মুক্ত নির্বাচন মানবাধিকার সংখ্যালঘুদের অধিকার রাজনৈতিক বন্দীদের মুক্তি

রাজনীতিতে সামরিক সম্পৃক্ততার অবসান
পদ্ধতিনাগরিক প্রতিরোধ, বিক্ষোভ, অহিংস প্রতিরোধ
ফলাফলবিদ্রোহ দমন, রাজনৈতিক সংস্কার এবং নতুন সরকারের নির্বাচন
পক্ষ

ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি

ছাত্র বিক্ষোভকারী
থেরবাদী ভিক্ষুরা


জাফরান বিপ্লব ছিল একটি ধারাবাহিক অর্থনৈতিক ও রাজনৈতিক প্রতিবাদ এবং আন্দোলন, যা ২০০৭ সালের আগস্ট, সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে মিয়ানমার-এ সংঘটিত হয়। এই প্রতিবাদের সূত্রপাত হয় যখন জাতীয় সামরিক সরকার জ্বালানির বিক্রয় মূল্যের ওপর থেকে জ্বালানি ভর্তুকি প্রত্যাহার করার সিদ্ধান্ত নেয়। দেশের সরকার ছিল জ্বালানির একমাত্র সরবরাহকারী, এবং মূল্য ভর্তুকি প্রত্যাহার করার সঙ্গে সঙ্গে ডিজেল ও পেট্রোলের দাম ৬৬-১০০% বৃদ্ধি পায় এবং বাসের জন্য সংকুচিত প্রাকৃতিক গ্যাসের দাম এক সপ্তাহের মধ্যে ৫০০% বৃদ্ধি পায়।[][]

এই প্রতিবাদগুলো পরিচালিত হয়েছিল ছাত্র, রাজনৈতিক কর্মী, নারীদের সমন্বয়ে, এবং বৌদ্ধ ভিক্ষুদের দ্বারা, যা অহিংস প্রতিরোধ আন্দোলনের রূপ নেয়, যা কখনো কখনো নাগরিক প্রতিরোধ হিসেবেও পরিচিত।[]

এই আন্দোলনের প্রতিক্রিয়ায়, ডজনখানেক প্রতিবাদকারীকে গ্রেফতার বা আটক করা হয়। ২০০৭ সালের সেপ্টেম্বরে হাজার হাজার বৌদ্ধ ভিক্ষু এই আন্দোলনের নেতৃত্ব দেয়, এবং সেই আন্দোলনগুলো সেপ্টেম্বরের শেষ দিকে নতুন করে সরকারী দমন-পীড়ন শুরু না হওয়া পর্যন্ত অব্যাহত থাকে।[] কিছু সংবাদ প্রতিবেদন এই আন্দোলনগুলোকে স্যাফরন বিপ্লব নামে অভিহিত করেছে।[][]

২০০৭ সালের এই আন্দোলনের সঠিক সংখ্যক হতাহতের পরিসংখ্যান জানা যায়নি, তবে অনুমান করা হয় যে এই আন্দোলন অথবা সরকারের প্রতিশোধমূলক পদক্ষেপের ফলে ১৩ থেকে ৩১ জনের মৃত্যু হয়েছে। কয়েকশত মানুষকে গ্রেফতার বা আটক করা হয়, যাদের মধ্যে অনেককেই পরে মুক্তি দেওয়া হয়েছিল। শেষ পর্যন্ত, সিনিয়র জেনারেল থান শোয়ে ২০১১ সালে ৭৮ বছর বয়সে অবসর নেওয়া পর্যন্ত ক্ষমতায় থেকে যান।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Human Rights Concern"। ১৭ ফেব্রুয়ারি ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ এপ্রিল ২০০৯ 
  2. "BBC NEWS"। news.bbc.co.uk। ১৫ আগস্ট ২০০৭। ৩০ মে ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ মে ২০১৫  অজানা প্যারামিটার |1= উপেক্ষা করা হয়েছে (সাহায্য); অজানা প্যারামিটার |2= উপেক্ষা করা হয়েছে (সাহায্য); অজানা প্যারামিটার |3= উপেক্ষা করা হয়েছে (সাহায্য)
  3. Christina Fink, "The Moment of the Monks: Burma, 2007", in Adam Roberts and Timothy Garton Ash (eds.), Civil Resistance and Power Politics: The Experience of Non-violent Action from Gandhi to the Present, Oxford University Press, 2009. আইএসবিএন ৯৭৮-০-১৯-৯৫৫২০১-৬, pp. 354–370. [১]
  4. "UN envoy warns of Myanmar crisis"www.aljazeera.com। ২৮ ফেব্রুয়ারি ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  5. Booth, Jenny (২৪ সেপ্টেম্বর ২০০৭)। "Military junta threatens monks in Burma"The Times। London। ২৫ মে ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ এপ্রিল ২০১০ 
  6. "100,000 Protestors Flood Streets of Rangoon in "Saffron Revolution""। ১৭ অক্টোবর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ এপ্রিল ২০০৯