আবু মাইমূন জাবান আল-কুর্দি | |
---|---|
Cabanê Kurdî | |
জন্ম | |
মৃত্যু | |
সমাধি | কুর্দিস্তান |
জাতীয়তা | কুর্দি |
সন্তান | আবু বাসির |
জাবান সাহাবী [১][২][৩] (আরবি: جابان صحابي) বা জাবান আবু মাইমুন (Arabic: جابان أبو ميمون) বা জাবান আল কুর্দি (Arabic: جابان الکوردي) ছিলেন মুহাম্মদ এর একজন সাহাবী।
হিজরতের ১৮ বছর পর তিনি তার স্বদেশ কুর্দিস্তান ফিরে আসেন এবং ইসলাম প্রচারে নিয়োজিত হন।
হাদিসশাস্ত্রের পণ্ডিত ইবনে হাজার আসকালানি তার Finding the truth in Judging the Companions গ্রন্থে জাবান সাহাবীর বর্ণনাকৃত ১০ টি হাদিস উল্লেখ করেছেন। [৪] তার পুত্র আবু বাসির একজন তাবিইন ছিলেন।