মালিবাগ মাদ্রাসা | |
ধরন | কওমি মাদ্রাসা |
---|---|
স্থাপিত | ১৯৫৯ |
শিক্ষার্থী | ৮৫০ |
শিক্ষাঙ্গন | শহুরে |
ওয়েবসাইট | jamiamalibag |
জামিয়া শরইয়্যাহ মালিবাগ ( আরবি : الجامعة الشرعية ماليباغ), যাজামিয়া শরইয়্যাহ মাদ্রাসা নামে পরিচিত,[১] বাংলাদেশের ঢাকায় অবস্থিত একটি কওমি মাদ্রাসা।[২][৩][৪][৫]
১৯৫৬ সালে একটি মসজিদ স্থাপনের জন্য একজন মুছল্লী গোলাম গাউস তাঁর জমি দান করেছিলেন। পরে তারা ঐ স্থানে একটি ছোট মক্তব প্রতিষ্ঠিত করেন। দিনে দিনে এই মক্তব "হেফজখানা" এবং পরে 'কিতাব' বিভাগে উন্নিত হয় এবং ১৯৮২ সালে এই প্রতিষ্ঠানটি দাওরায়ে হাদিস (মাস্টার্স) কোর্স শুরু করে। প্রথম থেকেই এই মাদ্রাসার শিক্ষার্থীরা বোর্ড পরীক্ষায় ভাল ফলাফল করছে। বোর্ড পরীক্ষার আলোকে এই জামিয়া বাংলাদেশের অন্যতম সেরা একটি মাদ্রাসা। কাজী মুতাসিম বিল্লাহর মৃত্যুর পর আশরাফ আলী এর মহাপরিচালক নিযুক্ত হন। [৪][৫]