জামুই Varied Eggfly | |
---|---|
ডানা বন্ধ অবস্থায় | |
ডানা খোলা অবস্থায় | |
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | |
জগৎ/রাজ্য: | অ্যানিম্যালিয়া (Animalia) |
পর্ব: | আর্থ্রোপোডা (Arthropoda) |
শ্রেণি: | ইনসেক্টা (Insecta) |
বর্গ: | লেপিডোপ্টেরা (Lepidoptera) |
পরিবার: | Nymphalidae |
গণ: | Hypolimnas (লিনিয়াস, ১৭৫৮) |
প্রজাতি: | H. bolina |
দ্বিপদী নাম | |
Hypolimnas bolina (লিনিয়াস, ১৭৫৮) | |
উপপ্রজাতি | |
আট, পাঠ্য দেখুন | |
প্রতিশব্দ | |
|
ক্রমানুযায়ী জামুই এর উপপ্রজাতিগুলো হলো-[১]
ভারতে প্রাপ্ত জামুই উপপ্রজাতিসমূহ হল-[২]
প্রজাপতির দেহাংশের পরিচয় বিষদ জানার জন্য প্রজাপতির দেহ এবং ডানার অংশের নির্দেশিকা দেখুন:-
পুরুষ ও স্ত্রী প্রকার ভিন্নরূপ।
ডানার উপরিতল কালো এবং প্রত্যেক ডানায় ডিসকাল অংশে নীলচে আভা বা ছটাযুক্ত এবং সাদা কেন্দ্রস্থল বিশিষ্ট একটি করে ডিম্বাকৃতি বড় ছোপ বর্তমান। পিছনের ডানার ডিম্বাকৃতি ছোপটি সামনের ডানার ছোপ অপেক্ষা বড়। পিছনের ডানার ডিম্বাকৃতি ছোপটি সামনের ডানার ছোপ অপেক্ষা বড়। সামনের ডানার শীর্ষভাগ এ একটি ছোট সাদা চ্যাপ্টা আকৃতির ছোপ লক্ষ্য করা যায়। উভয় ডানার প্রান্তসীমা বরাবর শীর্ষভাগ থেকে টার্নাস অবধি বিস্তৃত সাদা ছোপের সারি দেখা যায়।
ডানার নিম্নতল কালচে বাদামী অথবা খয়েরি বর্নের এবং সাদা দাগ-ছোপ ও বন্ধনীযুক্ত। সামনের ডানায় ডানার শীর্ষভাগের নীচ থেকে টর্নাস পর্যন্ত বিস্তৃত ও পিছনের ডানায় শীর্ষভাগ থেকে টর্নাস পর্যন্ত বিস্তৃত ছোট ও বড় দন্তাকৃতি সাবটার্মিনাল ছোপ বিদ্যমান প্রতিটি শিরামধ্যে। সামনের ডানায় শীর্শভাগ ২-৩টি ছোট ছোপ ও কোস্টা থেকে ডানার মধ্যভাগ অবধি বিস্তৃত ডিসকাল বন্ধনী (বাদামী শিরাদ্বারা খন্ডিত) দেখা যায়। পিছনের ডানায় কোস্টা থেকে ডরসাম পর্যন্ত বিস্তৃত চওড়া ডিসকাল বন্ধনী (বাদামী শিরাদ্বারা খন্ডিত) ও পোস্ট ডিসকাল ক্ষুদ্র বিন্দু ছোপের সারি চোখে পড়ে।[৩][৪][৫]
ডানার উপরিতল কালচে বাদামী এবং উভয় ডানায় শীর্ষভাগ থেকে টর্নাস পর্যন্ত ডানার প্রান্তসীমা বরাবর অর্দ্ধচন্দ্রাকৃতি ছোপের সারি লক্ষ্য করা যায়। সামনের ডানার মধ্যভাগ থেকে টর্নাস ও পিছনের ডানায় শীর্ষভাগ থেকে টর্নাস পর্যন্ত বিস্তৃত ছোট-বড় দন্তাকৃতি সাবটার্মিনাল ছোপ অবস্থিত প্রতি শিরামধ্যে। উভয় ডানায় শীর্ষ থেকে টর্নাস পর্যন্ত সাদা ছোট বিন্দু পোস্ট ডিসকাল ছপের সারি বর্তমান। সামনের ডানার কস্টার মধ্যভাগের নিচে কতগুলি ছোট বিন্দু ছোপ চোখে পড়ে।
ডানার নিম্নতল খয়েরী বর্নের এবং দাগ ছোপ ও বন্ধনী পুরুষ প্রকারেরই অনুরূপ তবে উভয় ডানার ডিসকাল বন্ধনী ইষদ অস্পষ্ট পুরুষের তুলনায়। স্ত্রী প্রকার চমৎকার ভাবে ডানার নিম্নতলের নিরিখে ক্রো বর্গভুক্ত প্রজাতিদের নকল করে, তবে গ্রেট এগফ্লাই প্রজাতির ডানার প্রান্তসীমা সামনের ডানার অবতল টার্মেন ইত্যাদির সাহায্যে সহজেই ক্রোদের থেকে পৃথক করা যায়।[৬][৭]
সাধারণত ভারতের আর্দ্রতর ও ঘন বনাঞ্চলযুক্ত অঞ্চলে, বিশেষত বর্ষাকালে এই প্রজাতিদের প্রচুর পরিমাণে দেখতে পাওয়া যায়। অন্যান্য অঞ্চলে প্রচুর সংখ্যায় দেখা না গেলেও এরা দেশজুড়্রে সুবন্টিত (well distributed) প্রজাতি এবং সমতল ভূমির প্রায় সর্বত্রই এদের দর্শন মেলে। বাগানেও এদের বিচরন লক্ষ্য করা যায়।[৬] ফাঁকা বাসভূমিতে প্রায় সারা বছরই এদের বিচরন ও উড়ান চোখে পড়ে। এরা ফাঁকা জায়গা পছন্দ করে, কিন্তু উন্মুক্ত প্রান্তর নয়।[৮] পার্বত্য অঞ্চলে সাধারণত ১৪০০ মিটার উচ্চতা পর্যন্ত, কখনো কখনো এমনকি ২১০০ মিটার উচ্চতা পর্যন্ত এদের উপস্থিতি লক্ষ্য করা যায়। এই প্রজাতির পুরুষরা স্বভাবে স্থানিক (territorial) এবং প্রবলভাবে কলহ প্রবন অথবা দ্বন্দপ্রিয় (pugnacious) হওয়ায় যে কনো প্রজাতির প্রজাপতি এদের কাছাকাছি এলেই এরা তাকে উড়ন্ত অবস্থায় তাড়িয়ে বেড়ায় এবং তারপর প্রায় সর্বদাই আবার নিজের পূর্বের অবস্থান করার যায়গায় ফিরে আসে। এরা ফুলের মধুপান করতে খুব পছন্দ করে এবং পাহাড়ী অঞ্চলে একস্থান থেকে অন্যস্থানে এদের পরিযায়ীতারও নিদর্শন পাওয়া যায়। পাতায় ও ডালে বসে, কখনো অথবা উঁচু গাছে বসে পুরুষদের বারবার ডানা খুলতে ও বন্ধ করতে দেখা যায়।[৬]
এদের ডিমগুলি প্রায় গোলাকার এবং কচি ঘাস এর মতো রঙের হয়। স্ত্রী জামুই মাটির লাগোয়া কোনও কচি পাতার নিচের পিঠে একটা অথবা একসংগে ৬-৭টা ডিম পাড়ে।