Jermaine Jackson | |
---|---|
![]() ২০০৭ সালে জারমেইন জ্যাকসন | |
প্রাথমিক তথ্য | |
জন্মনাম | জারমেইন ল্যা জ্যান জ্যাকসন |
জন্ম | গ্যারি, ইন্ডিয়ানা, মার্কিন যুক্তরাষ্ট্র | ডিসেম্বর ১১, ১৯৫৪
ধরন | R&B, Pop, Funk, Dance |
পেশা | Musician, singer-songwriter, record producer, dancer, author |
বাদ্যযন্ত্র | Vocals, bass guitar, guitar, keyboards, piano, synthesizer |
কার্যকাল | 1968–present |
লেবেল | Steeltown, Motown, Epic, Arista, LaFace |
ওয়েবসাইট | www |
জারমেইন জ্যাকসন হলেন একজন খ্যাতিমান আমেরিকান সঙ্গীতশিল্পী বেজ গিটারিস্ট, সঙ্গীত নির্মাতা, শৌখিন চলচ্চিত্র পরিচালক, বিখ্যাত সঙ্গীতশিল্পী মাইকেল জ্যাকসনের জ্যেষ্ঠ ভ্রাতা এবং জ্যাকসন ফাইভ ব্যান্ডের একজন অন্যতম সক্রিয় সদস্য| ১৯৭০ সালে প্রখ্যাত জ্যাকসন ফাইভ ব্যান্ডদলের মাধ্যমে তিনি তার সঙ্গীতজীবনে পা রাখেন| ১৯৮৯ সালে তিনি বাহরাইনে একটি কনসার্ট টুরে গিয়ে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে আব্দুল আজিজ নাম গ্রহণ করেন|[১] ২০০৬ সালে শিশু ত্রাণ সহায়তার জন্য বাংলাদেশে আসেন| ২০০৭ সালে বিগ ব্রাদার আমেরিকায় অংশগ্রহণ করেন এবং শিল্পা শেট্টিকে জেড গুডির কটুবাক্যের বিরুদ্ধে নৈতিক সহায়তা প্রদান করার জন্য সমালোচিত হন তিনি|