জারা মারিয়া লারসন (ইংরেজি: Zara Maria Larsson, [উচ্চারণ:ˈsɑːra maˈriːa ˈlɑːʂɔn]; জন্ম: ১৬ই ডিসেম্বর ১৯৯৭)[১][২] একজন সুইডিশ টিন পপস্টার গায়ক এবং গীতিকার।[৩] ২০০৮ সালে সুইডেনের ট্যালেন্ট হান্ট শো ‘ট্যালাঙ’-এ প্রথম জাতীয় খ্যাতি অর্জনে প্রথম লাইম লাইটে চলে আসেন জারা লারসন। মাত্র ১০ বছর বয়সে বিশ্বখ্যাত গায়িকা সেলিন ডিওনের সাড়া জাগানো জনপ্রিয় গান ‘মাই হার্ট উইল গো অন’ গেয়ে ট্যালেন্ট হান্ট শোতে বাজিমাত করেছিলেন এবং সুইডিশ সংস্করণ এর প্রতিভা অর্জন করেন তিনি। তারপর থেকে জারাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। একটির পর একটি সাফল্যের সিঁড়ি অতিক্রম করে অনতিবিলম্বে টিন পপ সেনসেশন হিসেবে বিচারিত হচ্ছেন অগণিত সঙ্গীতশ্রোতার কাছে। বিশেষ করে তরুণ সঙ্গীতশ্রোতারা জারা লারসনকে আজকাল বেশ গুরুত্ব দিচ্ছেন।
লারসন ২০১২ সালে রেকর্ড লেবেল 'টেন মিউজিক গ্রুপ' এর সঙ্গে স্বাক্ষরিতর মাধ্যমে চুক্তিবধ্য হন এবং তার প্রথম আবির্ভাব ইপি অ্যালবাম মুক্তি পায় জানুয়ারীর ২০১৩ সালে। তার একক "উন্মোচন গান" সুইডেন, ডেনমার্ক ও নরওয়ে এর চার্টে শীর্ষস্থান লাভ করে। ফেব্রুয়ারির ২০১৩ সালে, তার উন্মোচন গান ইউনিভার্সাল মিউজিক সুইডেন দ্বারা প্ল্যাটিনাম প্রত্যয়িত হয়।[৪] জুলাই ২০১৩ সালে, উপস্থাপক এর মাধ্যমে ট্রিপল প্ল্যাটিনাম প্রত্যয়িত হয়।[৫] লারসন এছাড়াও এপ্রিলের ২০১৩ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে এপিক রেকর্ডসের সঙ্গে তিন বছরের চুক্তিতে স্বাক্ষর করেন।[৬] জারা লারসনের কণ্ঠে প্রাণের উচ্ছ্বাস তারুণ্যের উদ্দামতার সংলগ্ন চমৎকার আবেদনময় একটি ভাব জড়িয়ে থাকে, যেটি তাকে খুব সহজেই শ্রোতাদের কাছাকাছি নিয়ে যায়। আজকাল তার নিজেস্ব ইউটিউব চ্যানেলে তার কণ্ঠে গাওয়া মিউজিক ভিডিওর খোঁজ করেন অল্পবয়সী সঙ্গীতশ্রোতারা। তার আলোচিত সাড়া জাগানো গানগুলোর মধ্যে রয়েছে ‘আনকভার’, ‘শি ইজ নট মি’, ‘ব্যাড বয়েজ’, ‘ক্যারি ইউ হোম’, ‘রুফটপ’, ‘উইক হার্ট’, ‘লাস লাইফ’, ‘নেভার ফরগেট ইউ’ ইত্যাদি। ক্যারিয়ার জীবনের শুরুর পরবর্তীতে পর পর তিনটি বছর ধরে ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত রক বাজারোমেন অ্যাওয়ার্ডের সেরা নারী কণ্ঠশিল্পীর পুরস্কারটি পেয়ে আসছেন।
২০১৫ সালে এমটিভি ইউরোপ মিউজিক অ্যাওয়ার্ডের বিভিন্ন বিভাগে মনোনয়ন লাভ করেন জারা লারসন। তার ডেবু সিঙ্গেল ‘লাস লাইফ’ গান বের হয়, যেটি চারবার প্লাটিনাম অ্যালবামের মর্যাদা লাভ করে সুইডেনে। এরপর অস্ট্রেলিয়া, ডেনমার্ক, নরওয়ে, নেদারল্যান্ড, সুইজারল্যান্ড, জার্মানি, অস্ট্রিয়া, ব্রিটেনে শীর্ষ পাঁচটি অ্যালবামের মধ্যে একটি অ্যালবামে বিবেচিত হয়। ২০১৫ সালের জুলাই মাসে গ্র্যামি মনোনয়ন লাভকারী ব্রিটিশ গায়ক মেঙ্কের সাথে যৌথভাবে ‘নেভার ফরগেট ইউ’ গানটি প্রকাশিত হয়। ২০১৫ এর ফেব্রুয়ারিতে জারার আরেকটি নতুন গান ‘গার্লস লাইক’ও অপূর্ব সাড়া জাগিয়েছিল। ২০১৬ সালের উয়েফা ইউরো ২০১৬ এর জন্য প্যারিসের 'স্ট্যাডিয়াম ফ্রান্সে উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে অফিসিয়াল সঙ্গীত ‘দিজ ওয়ানস ফর ইউ’ গেয়েছেন ডেভিড গুয়েটারের সাথে।[৭] তবে ভালো ব্যাপারটি হলো নিজেকে একজন নারীবাদী মনে করেন এই বিখ্যাত সঙ্গীতশিল্পী।
স্টকহোমের কাউন্টি সোলনার "কারোলিন্সকা বিশ্ববিদ্যালয় হাসপাতালে" ১৬ ডিসেম্বর ১৯৯৭ সালে জন্মগ্রহণ করেন জারা লারসন।[৮][৯]সভেন্সকা ডাগব্লাডেট সঙ্গে একটি সাক্ষাত্কারে তিনি বলেন, লারসন জন্মের পর তার শ্বাস-প্রশ্বাস অনেকক্ষণ ধরে বন্ধ ছিল, সেইসময় সকলে ধরে নিয়েছিল মৃতশিশুর জন্ম হয়েছে।[৯] তার ছোট বোন 'হান্না', যিনি একজন গায়ক এবং ব্যান্ড হানা ও আন্দ্রেয়ার একজন সদস্য।[১০] ২০১৫ এর একটি সাক্ষাত্কারে, লারসন বলেন যে তিনি মর্যাদাপূর্ণ এডলফ ফ্রেডরিক সঙ্গীত স্কুলে স্বীকৃত হয়েছিলেন, কিন্তু তার অস্বীকারের কারণে একটি গায়কদল এর সাথে গান গাইতে চাননি।[১১]
লারসন টালাং প্রতিভা শোতে সুইডিশ অভিযোজন ২০০৮ সিজনে জয়ী হয়েছিলেন মাত্র ১০ বছর বয়সে,[১২] এবং ৫,০০,০০০ সুইডিশ ক্রোনা জিতে নিয়েছেন।[১৩][১৪]মাই হার্ট উইল গো অন মূলত 'সেলিন ডিওন' দ্বারা গায়ীত, পরে লারসন এর আত্মপ্রকাশ একক হিসাবে এই গান প্রকাশ করা হয়। লারসন ২০১২ সালে 'টেন মিউজিক গ্রুপ' এর সঙ্গে স্বাক্ষরিত হন তার আবির্ভাব বর্ধিত অভিনয় রেকর্ড করতে। লারসন এর প্রথম আবির্ভাব এপিক রেকর্ডস,
↑"Zara Larsson's Biography"। ১৪ সেপ্টেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ সেপ্টেম্বর ২০১৬। at Zara-larsson.com
↑"Zara Larsson" (Swedish ভাষায়)। TV4। ২৭ নভেম্বর ২০০৯। ১৫ আগস্ট ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ মে ২০১০।উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: অচেনা ভাষা (link)
↑"Zara Larsson – Uncover" (Swedish ভাষায়)। Sverigetopplistan. Swedish Recording Industry Association। ৩ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ জানুয়ারি ২০১৫।উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: অচেনা ভাষা (link)
↑ কখগঘঙ"Trofé" (Norwegian ভাষায়)। IFPI Norway। ২৩ আগস্ট ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ জানুয়ারি ২০১৫।উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: অচেনা ভাষা (link)
↑"Sverigetopplistan – Sveriges Officiella Topplista" (Swedish ভাষায়)। Sverigetopplistan. Swedish Recording Industry Association। ২৬ ডিসেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ জানুয়ারি ২০১৬।উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: অচেনা ভাষা (link) Enter "Zara Larsson" into the search box and press "Sök" to see the search results. Look for "She's Not Me" and press "Visa" to see selected chart positions and certification awards.
↑"Zara Larsson – Bad Boys" (Danish ভাষায়)। IFPI Denmark। ১৩ ফেব্রুয়ারি ২০১৪। সংগ্রহের তারিখ ২০ জানুয়ারি ২০১৬।উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: অচেনা ভাষা (link)
↑"Zara Larsson – Carry You Home" (Swedish ভাষায়)। Sverigetopplistan. Swedish Recording Industry Association। ৩ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ জানুয়ারি ২০১৫।উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: অচেনা ভাষা (link)
↑"Zara Larsson – Rooftop" (Swedish ভাষায়)। Sverigetopplistan. Swedish Recording Industry Association। সংগ্রহের তারিখ ২৪ জানুয়ারি ২০১৫।উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: অচেনা ভাষা (link)
↑ কখ"Veckolista Singlar – Vecka 2, 15 januari 2016" (Swedish ভাষায়)। Sverigetopplistan. Swedish Recording Industry Association। ৫ মার্চ ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ জানুয়ারি ২০১৬।উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: অচেনা ভাষা (link)
↑ কখ[Unknown Region "Gold-/Platin-Datenbank (Zara Larsson)"]|url= এর মান পরীক্ষা করুন (সাহায্য) (জার্মান ভাষায়)। Bundesverband Musikindustrie। সংগ্রহের তারিখ ৬ মে ২০১৬।উদ্ধৃতি টেমপ্লেট ইংরেজি প্যারামিটার ব্যবহার করেছে (link)
↑"Zara Larsson "Lush Life"" (Danish ভাষায়)। IFPI Denmark। ৪ জানুয়ারি ২০১৬। সংগ্রহের তারিখ ২০ জানুয়ারি ২০১৬।উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: অচেনা ভাষা (link)