জারাদ পাইকান Fulvous pied flat | |
---|---|
ডানা খোলা অবস্থায় | |
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | |
জগৎ: | Animalia |
পর্ব: | Arthropoda |
শ্রেণী: | Insecta |
বর্গ: | Lepidoptera |
পরিবার: | Hesperiidae |
গণ: | Pseudocoladenia |
প্রজাতি: | P. dan |
দ্বিপদী নাম | |
Pseudocoladenia dan (Fabricius, 1787) | |
প্রতিশব্দ | |
Coladenia dan |
জারাদ পাইকান[১] (বৈজ্ঞানিক নাম: Pseudocoladenia dan (Fabricius)) এক প্রজাতির মাঝারী আকারের প্রজাপতি যার শরীর ও ডানা বাদামী রঙের। এরা ‘হেসপেরায়িডি’ গোত্রের এবং 'হেসপেরায়িনি' উপগোত্রের সদস্য।[২]
জারাদ পাইকান এর প্রসারিত অবস্থায় ডানার আকার ৩৫-৪২ মিলিমিটার দৈর্ঘ্যের হয়।[১]
জারাদ পাইকান এর প্রজাতিগুলো হলো:
ভারতে সাধারণত জারাদ পাইকান যে উপপ্রজাতি দেখা যায় তা হল:[৩]
এদের সাধারণত ভারত (দক্ষিণ ভারতের গুজরাত পর্যন্ত , হিমাচল প্রদেশ থেকে অরুণাচল প্রদেশ[৪]) এছাড়া নেপাল, ভুটান, বাংলাদেশ, মায়ানমার এও দেখা যায়।[৫]
প্রজাপতির দেহাংশের পরিচয় বিষদ জানার জন্য প্রজাপতির দেহ এবং ডানার অংশের নির্দেশিকা দেখুন:-
ডানার উপরিতল কালচে বাদামী, উজ্জ্বল কমলা (rufous) আঁশ এ ছাওয়া। সামনের ডানার উপরিতলে কোস্টার একেবারে নিচ থেকে বড় অর্দ্ধ-স্বচ্ছ ডিসকাল ছোপ এর একটি আঁকাবাঁকা সারি নেমে গেছে ডানার অর্দ্ধভাগ পর্যন্ত। এই ডিসকাল ছোপগুলি পুরুষ নমুনায় হলুদ এবং স্ত্রী নমুনায় বর্নহীন। এই উক্ত পার্থক্যটুকু ছাড়া উভয় নমুনা অনুরূপ।
এপিকাল অনহশে কয়েকটি ছোট অবিন্যস্ত চপ বিদ্যমান, যেগুলি পুরুষ নমুনায় হলুদ এবং স্ত্রী নমুনায় বর্ণহীন অথবা ফ্যাকাসে সাদা। সামনের ডানার নিম্নতলের দাগ-ছোপ অনুরূপ। পিছনের ডানার উভয় পৃষ্ঠে বেসাল ও ডিসকাল অংশ কালো অস্পষ্ট সংলগ্ন ছোপে ছাওয়া এবং কালো ছোপগুলির মধ্যবর্তী অংশ হালকা হলদে বাদামী। [৬][৭]
মূলত জঙ্গলেই এদের দর্শন মেলে, জঙ্গলের বাইরে কদাচিৎ দেখা যায়। উপ-ক্রান্ত্রীয় অঞ্চলের পাহাড়ের আর্দ্র জংগলে এবং তরাই অঞ্চল থেকে পর্বতের ২১০০মিটার[৭] উচ্চতা অবধি জঙ্গলে এদের গতিবিধি সীমিত থাকে। এই প্রজাতির উড়ান খুব দ্রুত। জঙ্গলের ছায়াময় ফাঁকা জায়গায় এদের খুব দ্রুতবেগে এদিকওদিক উড়তে দেখা যায়। ফুলে বসে মধু পান করতে এদের প্রায়শই দেখা যায় এবং পাখির বিষ্ঠা ও ভিজে ছোপ এ বসে খদয় সংগ্রহ এদের প্রিয় অভ্যাস। মাঝেমধ্যেই পাতার উপরিতলে বসে রোদ পোহাতে দেখা যায় ও ভিজে ছোপ এ মাড-পাডলিং করে। মার্চ থেকে নভেম্বর পর্যন্ত উপযুক্ত বাসভূমিতে এদের দেখা মেলে।[৮]
|সংগ্রহের-তারিখ=
(সাহায্য)