জালালের গল্প | |
---|---|
পরিচালক | আবু শাহেদ ইমন[১][২] |
রচয়িতা | আবু শাহেদ ইমন |
শ্রেষ্ঠাংশে | আরাফাত রহমান মোশাররফ করিম [৩] মৌসুমী হামিদ মোহাম্মদ ইমন[১] |
প্রযোজনা কোম্পানি | |
মুক্তি |
|
স্থিতিকাল | ১২১ মিনিট |
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা |
নির্মাণব্যয় | ৳৬০ লাখ |
জালালের গল্প আবু শাহেদ ইমন পরিচালিত ও ফরিদুর রেজা সাগর প্রযোজিত বাংলা চলচ্চিত্র যা ২০১৪ সালে মুক্তি পায়। 'জালালের গল্প' চলচ্চিত্রটি জালালের তিন বছর বয়সের গল্প নিয়ে নির্মিত হয়েছে। মূলত এই তিন বছর বয়সে বাংলাদেশের তিন ধরনের সামাজিক পরিস্থিতি ও পারিপার্শ্বিকতার গল্প এতে উঠে এসেছে।[৪] এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন আরাফাত রহমান ও মোহাম্মদ ইমন। অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস অর্থাৎ অস্কারের ৮৮তম আসরে জন্য বিদেশি ভাষার ছবির বিভাগে বাংলাদেশ থেকে এই চলচ্চিত্রটিকে নির্বাচন করা হয়।[৫]
চলচ্চিত্রটি জালালের তিন বয়সের গল্প নিয়ে নির্মিত হয়েছে। মূলত এই তিন বয়সে বাংলাদেশের তিন ধরনের সামাজিক পরিস্থিতি ও পারিপার্শ্বিকতার কথা ফুঁটে উঠেছে। জালাল একজন পরিচয় হীন ছেলে যে একটি পাতিলের মধ্যে নদীতে ভেসে এসেছিল। জালাল তার ঠিকানা খুজে পায় না। জালালকে বার বার নদীতেই ভাসতে হয়। কখনো পাতিলে আবার কখনো বস্তাবন্দী অবস্থায় কলাগাছের ভেলায়। জালাল ভেসেই চলে, ভেসেই চলে। এতো বড়ো পৃথিবী তবুও তার ঠিকানা হয় না। একদিন সাঁতার না জানা জালাল নদী গর্ভেই তার স্থায়ী ঠিকানা খুজে পায়।
চলচ্চিত্রটির সংগীত পরিচালনায় করেছেন চিরকুট ব্যান্ড।[৬][৭]
'জালালের গল্প' বাংলাদেশের সিনেমা হলগুলোতে মুক্তি পায় ২০১৫ সালের ৪ সেপ্টেম্বর।[৮] তবে এর আগেই ২০১৪ সালে বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এটি মুক্তি দেয়া হয় এবং এসব উৎসবে অনেক পুরস্কার ও সম্মাননা লাভ করে এটি। সেসব হতে উল্লেখযোগ্য কিছু অর্জনঃ