ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | জাস্টিন ক্লুইভার্ট | ||
জন্ম | ৫ মে ১৯৯৯ | ||
জন্ম স্থান | এমস্টারডেম, নেদারল্যান্ডস | ||
উচ্চতা | ১.৭১ মিটার (৫ ফুট ৭+১⁄২ ইঞ্চি) | ||
মাঠে অবস্থান | লেফ্ট উইঙ্গার | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | এজাক্স | ||
জার্সি নম্বর | ৪৫ | ||
যুব পর্যায় | |||
২০০৫–২০০৬ | এসভি ডাইম্যান | ||
২০০৭– | এজাক্স | ||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ | (গোল) |
২০১৬– | জং এজাক্স | ৮ | (২) |
২০১৬–২০১৮ | এজাক্স | ৪৪ | (১২) |
২০১৮– | রোমা | ১৯ | (১) |
জাতীয় দল‡ | |||
২০১৩–২০১৪ | নেদারল্যান্ডস অনূর্ধ্ব ১৫ | ৫ | (২) |
২০১৪–২০১৫ | নেদারল্যান্ডস অনূর্ধ্ব ১৬ | ১০ | (৩) |
২০১৪–২০১৬ | নেদারল্যান্ডস অনূর্ধ্ব ১৭ | ১৬ | (০) |
২০১৬ | নেদারল্যান্ডস অনূর্ধ্ব ১৮ | ৩ | (০) |
২০১৬–২০১৭ | নেদারল্যান্ডস অনূর্ধ্ব ১৯ | ৬ | (০) |
২০১৭– | নেদারল্যান্ডস অনূর্ধ্ব ২১ | ২ | (১) |
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং 00:২০, ২৬শে জানুয়ারী ২০১৮ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ২৩শে অক্টোবর ২০১৭ তারিখ অনুযায়ী সঠিক। |
জাস্টিন ক্লুইভার্ট (জন্ম ৫ মে ১৯৯৯) হলেন একজন ডাচ্ পেশাদার ফুটবলার, যিনি ইটালীয় ফুটবল ক্লাব রোমা-এর হয়ে খেলেন। তিনি লেফ্ট উইঙ্গার হিসেবে খেলতে পছন্দ করেন।[১]
ক্লুইভার্ট, ডাচ্ ক্লাব এফসি এজাক্স (যা এজাক্স নামেই বেশি পরিচিত) এর করা কিশোরদের নিয়ে কর্মসূচি থেকে উঠে আসেন।[২] তিনি ২০১৬ সালের ১৬ সেপ্টেম্বর মাসে, ডাচ্ প্রথম বিভাগীয় লিগ আরস্টি ডিভিসি-এ জং এজাক্স (এজাক্সের সংরক্ষিত খেলোয়াড়দের নিয়ে করা দল। যাকে এজাক্স II'ও বলা হয়) এর হয়ে আরেক ডাচ্ ক্লাব এমভিভি-এর বিপক্ষে অভিষিক্ত হন, সেই ম্যাচে তিনি ৬৭তম মিনিটে তার দলের লেফ্ট উইঙ্গার ভিন্স জিনো ডেকার-এর বদলে মাঠে নামেন, ম্যাচটি তারা ১-০ গোলের ব্যবধানে হেরে যায়। [৩] ক্লুইভার্ট তার দলের হয়ে নেদারল্যান্ডের সর্বোচ্চ বিভাগীয় পেশাদার ফুটবল লিগ ইরেডিভিসি-তে পিইসি জিওলে-এর বিপক্ষে প্রথম অভিষিক্ত হন ২০১৭ সালের ১৫ই জানুয়ারীতে, সেই ম্যাচটিতে তিনি ৩৯তম মিনিটে জার্মান উইঙ্গার আমিন ইউনুস এর বদলে মাঠে নামেন, তবে ম্যাচটিতে তারা ১-৩ গোলে ব্যবধানে জয় লাভ করেন।[৪] ইরেডিভিসি লিগে তিনি প্রথম গোলটি করেন ২০১৭ সালের ১৯শে মার্চ, আরেক ডাচ্ ক্লাব এসবিভি এক্সসেলসিওর-এর বিপক্ষে হওয়া দূরবর্তী ম্যাচে, তার বাবার সর্বশেষ খেলোয়াড়ী জীবনের গোলের ঠিক ১০ বছর ১ দিন পর। সেই ম্যাচটি ১-১ গোল ড্র হয়।[৫]
২০১৬ সালের ২৬শে নভেম্বর, ক্লুইভার্ট হ্যাট-ট্রিক করার মাধ্যমে সেই সিজনে তার গোলের খাতা খোলেন, তার হ্যাট-ট্রিকের বদৌলতে ঘরের মাঠে তার দল ডাচ্ ক্লাব রোডা জেসি'র বিপক্ষে ৫-১ গোল ব্যবধানে জিতে নেয়, তবে তার বাবা ডাচ্ লিগে কোন হ্যাট-ট্রিক করেননি। [৬]
তিনি সাবেক ডাচ্ আন্তর্জাতিক ফুটবল খেলোয়াড় পেট্রিক ক্লুইভার্ট-এর সন্তান[৭] এবং সাবেক সুরিনামিস (সুরিনাম এর অধিবাসী) ফুটবল খেলোয়াড় কেনেথ ক্লুইভার্ট-এর নাতি।[৮]
ক্লাব | সিজন | লিহ | কাপ | লিগ কাপ | ইউরোপ | অন্যান্য | সর্বমোট | |||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
বিভাগ | উপস্থিতি | গোল | উপস্থিতি | গোল | উপস্থিতি | গোল | উপস্থিতি | গোল | উপস্থিতি | গোল | উপস্থিতি | গোল | ||
জং এজাক্স | ২০১৬–১৭ | আরস্টি ডিভিসি | ৮ | ২ | ০ | ০ | ০ | ০ | ০ | ০ | ০ | ০ | ৮ | ২ |
এজাক্স | ২০১৬–১৭ | ইরেডিভিসি | ১৪ | ২ | ০ | ০ | — | ৬a | ০ | — | ২০ | ২ | ||
২০১৭–১৮ | ১৫ | ৫ | ২ | ১ | — | ৪b | ০ | — | ২১ | ৬ | ||||
সর্বমোট | ২৮ | ৭ | ২ | ১ | ০ | ০ | ১০ | ০ | ০ | ০ | ৪১ | ৮ | ||
খেলোয়াড়ী জীবনে সর্বমোট | ৩৭ | ৯ | ২ | ১ | — | ১০ | ০ | ০ | ০ | ৪৯ | ১০ |