জাহাঙ্গীর

জাহাঙ্গীর
جهانگیر
আস-সুলতান আল-আজম ওয়াল খাকান আল-মুকাররম
মালিক-উল-সালতানাত
সাহিব-এ-কিরান
বাদশাহ্-এ-গাজী
শাহানশাহ্ -এ-হিন্দুস্তান
আবু আল হাসান দ্বারা ১৬১৭ সালে আঁকা জাহাঙ্গীরের প্রতিকৃতি
৪র্থ মুঘল সম্রাট
রাজত্ব৩ নভেম্বর ১৬০৫ – ২৮ অক্টোবর ১৬২৭
রাজ্যাভিষেক২৪ অক্টোবর ১৬০৫
পূর্বসূরিআকবর
উত্তরসূরিশাহ জাহান (আইনত)
শাহরিয়ার মির্জা (কার্যত)
জন্মনুরুদ্দীন মহম্মদ সেলিম
৩০ আগস্ট ১৫৬৯
ফতেপুর সিকরি[]
মৃত্যু২৮ অক্টোবর ১৬২৭(1627-10-28) (বয়স ৫৮)
কাশ্মীর
সমাধি
দাম্পত্য সঙ্গী
  • বেগম-ই-খাস পাদশাহ মহল সলিহা বানু বেগম সাহিবা
  • বেগম-ই-খাস পাদশাহ মহল নূরজাহান মেহেরুন্নেসা বেগম সাহিবা
স্ত্রীমোট ১৬ জন বিবাহিত স্ত্রী
  • মানভবতীবাই
  • মানবতীবাই
  • সুযশদেবী
  • মল্লিকা শিকার বেগম
  • সাহিব জামাল বেগম
  • ভাটিবাই
  • জোহরা বেগম
  • কানওয়ালরাণী
  • শাহ হুসেন চকের কন্যা
  • নূরুন্নিশা বেগম
  • আলী খান ফারুকীর কন্যা
  • খাস মহল
  • শালিহা বানু বেগম
  • কোকাকুমারী
  • রতনবাই
  • মেহেরুন্নেসা
    • মোট ১১ জন উপপত্নী
  • রূপমঞ্জরী
  • করমসি
  • আবদুল্লাহ খান বালুচের কন্যা
  • লক্ষ্মীনারায়ণ ভূপ বাহাদুরের কন্যা
  • মির্জা মুহাম্মদ হাকিমের কন্যা
  • লায়লা বেগম
  • উলফত বেগম
  • গুলনার বেগম
  • বিবি ফতেহবাদী
  • শারিফুন্নিশা
  • রাজা পুরুষোত্তমের কন্যা
বংশধর
  • সুলতানউন্নিশা বেগম/নিথার বেগম(মানভবতীবাইয়ের কন্যা)
  • খসরু মির্জা(মানভবতীবাইয়ের পুত্র)
  • বেগম সুলতান(মানবতীবাইয়ের কন্যা)
  • শাহজাহান(মানবতীবাইয়ের পুত্র)
  • ইজ্জতউন্নিশা বেগম(মানবতীবাইয়ের কন্যা)
  • লুজ্জতউন্নিশা বেগম(মানবতীবাইয়ের কন্যা)
  • ইফফত বানু বেগম(মল্লিকা শিকার বেগমের কন্যা)
  • পারভেজ মির্জা(সাহিব জামাল বেগমের পুত্র)
  • দুই কন্যা(সাহিব জামালের কন্যা)
  • এক কন্যা(শাহ হুসেন চকের কন্যার কন্যা)
  • এক কন্যা(নূরুন্নিশা বেগমের কন্যা)
  • দৌলতউন্নিশা বেগম(রূপমঞ্জরীর কন্যা)
  • বাহার বানু বেগম(করমসির কন্যা)
  • এক কন্যা(আবদুল্লাহ খান বালুচের কন্যার কন্যা)
  • জাহান্দার মির্জা(লায়লা বেগমের পুত্র)
  • শাহরিয়ার মির্জা(বিবি ফতেহবাদীর পুত্র)
পূর্ণ নাম
মির্জা নূর উদ্দিন মুহাম্মদ সেলিম
میرزا نورالدین محمد سلیم
রাজবংশতিমুরীয়
রাজবংশমুঘল
পিতাআকবর
মাতাজোধাবাই
ধর্মসুন্নী ইসলাম[][]

মির্জা নূর উদ্দিন মুহাম্মদ সেলিম (ফার্সি: میرزا نورالدین محمد سلیم)[] বা জাহাঙ্গীর (ফার্সি: جهانگیر) (আগস্ট ৩০, ১৫৬৯অক্টোবর ২৮, ১৬২৭)[] ছিলেন মুঘল সাম্রাজ্যের চতুর্থ সম্রাট। তিনি ১৬০৫ সাল থেকে তার মৃত্যু অবধি ১৬২৭ সাল পর্যন্ত রাজত্ব করেন। তাঁর রাজকীয় নামটির (ফার্সী ভাষায়) অর্থ 'বিশ্বের বিজয়ী', 'বিশ্ব-বিজয়ী'।

প্রাথমিক জীবন

[সম্পাদনা]

শাহজাদা সেলিম, পরে জাহাঙ্গীর, ১৫৬৯ সালের ৩১ আগস্ট ফতেপুর সিক্রিতে আকবর এবং তার এক স্ত্রী, আম্বাররাজা ভর্মলের কন্যা মরিয়ম-উজ-জামানি গর্ভে জন্মগ্রহণ করেন।[] আকবরের পূর্ববর্তী ছেলেমেয়েরা শৈশবে মারা গিয়েছিল এবং তিনি একটি পুত্র সন্তানের জন্য পবিত্র লোকদের সাহায্য চেয়েছিলেন। সেলিমের নাম ছিল শেখ সেলিম, যদিও আকবর তাকে সবসময় শেখু বাবা বলে ডাকতেন।[][]

জাহাঙ্গীর ছিলেন মুঘল সাম্রাজ্যের তৃতীয় সম্রাট আকবর-এর পুত্র। শুরুতেই তিনি তার পিতা আকবর এর মতাদর্শী ছিলেন। সেই সময় আকবর দক্ষিণ ভারত-এ ব্যস্ত ছিলেন। তিনি হেরে গেলেও পরবর্তী কালে তার সৎমা রুকাইয়া সুলতান বেগমসেলিমা সুলতান বেগম এর সমর্থনে ১৬০৫ সালে সম্রাট হতে সমর্থ হন। প্রথম বছরেই তাকে তার বড় ছেলে খসরুর বিদ্রোহের মোকাবিলা করতে হয় ও তিনি তাতে সফল হন। তিনি খসরু সমর্থিত ২০০০ লোককে মৃত্যুদণ্ড দেন ও খসরুকে অন্ধ করে দেন।

বাবার মত চমৎকার প্রশাসন ছাড়াও জাহাঙ্গীর-এর শাষনামলে রাজনৈতিক স্থিতিশীলতা, শক্তিশালী অর্থনীতি এবং চিত্তাকর্ষক সাংস্কৃতিক সাফল্য বিদ্যমান ছিল। এছাড়া সার্বভৌম সীমানা অগ্রসরও অব্যাহত ছিল - বঙ্গ, মেওয়ার, আহমেদনগরদক্ষিণ ভারত পর্যন্ত তার রাজ্য বিস্তৃত ছিল। এই সাম্রাজ্য বৃদ্ধির একমাত্র বাধা আসে যখন পারস্য অঞ্চলের সাফারীদ রাজবংশের শাহেনশাহ আব্বাস কান্দাহার আক্রমণ করেন। তা ঘটে যখন ভারতে তিনি খসরুর বিদ্রহ দমন করছিলেন। তিনি রাজপুতানা রাজাদের সাথে সমস্যার সমাধান নিয়ে আলোচনায় বসেন ও তারা সকলেই মুঘল আধিপত্য মেনে নেন ও তার বদলে তাদের মুঘল সাম্রাজ্যে উঁচু পদ দেওয়া হয়।

জাহাঙ্গীর শিল্প, বিজ্ঞান এবং, স্থাপত্য সঙ্গে মুগ্ধ হয়ে তরুণ বয়স থেকেই চিত্রকলার প্রতি ঝোঁক দেখিয়েছেন এবং তার নিজের একটি কর্মশালায় ছিল। মুঘল চিত্রকলা শিল্প, জাহাঙ্গীর এর রাজত্বের অধীনে মহান উচ্চতায় পৌঁছেছিল। তার সময় উস্তাদ মনসুর জন্তু ও পাখির ছবি একে বিখ্যাত হন। জাহাঙ্গীর এর ছিল একটি বিশাল পক্ষিশালা ও পশুশালা ছিল। জাহাঙ্গীর ইউরোপীয় এবং ফার্সি শিল্পকলাকেও ভালবাসতেন। তিনি ফার্সি রানী নুর জাহান দ্বারা প্রভাবিত হয়ে তার সাম্রাজ্য জুড়ে ফার্সি সংস্কৃতি প্রচার করেন। তার সময়েই শালিমার গার্ডেন তৈরি হয়।

জাহাঙ্গীর তার বাবার মত একজন কঠোর সুন্নি মুসলমান ছিলেন না। তিনি সার্বজনীন বিতর্কে বিভিন্ন ধর্মের মানুষদের অংশগ্রহণ করতে দিতেন। জাহাঙ্গীর তার লোকদের কাউকে জোরপূর্বক ইসলাম ধর্ম গ্রহণ করতে বারণ করতেন। তিনি সকল প্রকার ধর্মের লোকেদের থেকে সমান খাজনা নিতেন। টমাস রো, এডওয়ার্ড টেরি-সহ অনেকেই তার এইপ্রকার আচরণের প্রশংসা করেন।

অনেক ভাল গুন থাকা সত্ত্বেও, মদ্যপান ও নারী এই দুই আসক্তির জন্য জাহাঙ্গীর সমালোচিত হন। তিনি এক সময় তার স্ত্রী নুর জাহান কে অতিরিক্ত ক্ষমতা দিয়ে ফেলেন এবং নুর জাহান বিভিন্ন বিতর্কিত চক্রান্তের সাথে জড়িয়ে পরেছিলেন।

শেষ দিকে মুসলিম মনীষি আহমদ সিরহিন্দি (রহঃ) এর ইসলামিক আন্দলনের ফলশ্রুতিতে তিনি ইসলাম ধর্মে বিশ্বাসী হোন। ১৬২২ সালে তার পুত্র খুররাম প্রথম বিদ্রোহ করেন। কিন্তু ১৬২৬ সালে জাহাঙ্গীরের বিশাল সেনাবাহিনীর কাছে কোণঠাসা হয়ে তিনি নিঃশর্তভাবে আত্মসমর্পণ করেন। কিন্তু ১৬২৭ সালে তার মৃত্যুর পর ক্ষুরামই নিজেকে শাহ জাহান উপাধিতে ভূষিত করে সিংহাসন দখল করেন। জাহাঙ্গীরের মৃত্যুর পর বিভিন্ন গল্প, সিনেমা ও সাহিত্যে তার ও আনারকলির রহস্যে ভরা সম্পর্ক স্থান পায়।

বিদ্রোহ এবং উত্তরাধিকার নিয়ে বিবাদ

[সম্পাদনা]
১৬০৫ সালে জাহাঙ্গীর এর ক্ষমতায় আসা নিয়ে উৎসব

রাজকুমার সেলিম ৩৬ বছর বয়েসে তার বাবার মৃত্যুর ৮ দিন পর ৩০ নভেম্বর, ১৬০৫ সালে ক্ষমতায় এসে নিজেকে নুরুদ্দিন মহম্মদ জাহাঙ্গীর বাদশাহ গাজী উপাধিতে ভূষিত করেন। এখান থেকেই তার ২২ বছরের রাজত্বের শুরু।

তিনি প্রথমেই তার ছেলে খসরু মিরজার বিদ্রোহের মুখে পড়েন। খসরু কে তিনি অন্ধ করে দেন ও তাকে আর্থিক সাহায্য করায় পঞ্চম শিখ গুরু অর্জন দেব কে পাঁচ দিন ধরে অত্যাচার করা হয়। পরে তিনি নদীতে স্নান করার সময় উধাও হয়ে যান।

জাহাঙ্গীর তার ছোট ছেলে খুররাম উত্তরাধিকার নিশ্চিত করতে ১৬২২ সালে তার বড় ভাই খসরু কে হত্যা করেন।

মেয়ার এর রানাখুররাম এর মধ্যে একটি সফল চুক্তি হয়। শাহ জাহান বঙ্গবিহার নিয়ে ব্যস্ত থাকার সময়, জাহাঙ্গীর তার জয় করা রাজ্যকে নিজের বলে দাবি করেন। নিজেদের মধ্যে বিবাদের সাহায্য নিয়ে ফার্সিরা কান্দাহার জয় করেন। এর ফলে মুঘলরা আফগানিস্তানপারস্য এর মূল্যবান বাণিজ্যিক রুট গুলি নিজেদের অধীন থেকে হারিয়ে ফেলেন।

শাসনকাল

[সম্পাদনা]
জাহাঙ্গীরের ভারি মুদ্রা

১৬০৫ খ্রিষ্টাব্দ থেকে ১৬২৭ খ্রিষ্টাব্দ পর্যন্ত

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Henry Beveridge, Akbarnama of Abu'l Fazl Volume II (1907), p. 503
  2. Andrew J. Newman, Twelver Shiism: Unity and Diversity in the Life of Islam 632 to 1722 (Edinburgh University Press, 2013), online version: p. 48: "Jahangir [was] ... a Sunni."
  3. John F. Richards, The Mughal Empire (Cambridge University Press, 1995), p. 103
  4. The Oxford handbook of Sikh studies। Pashaura Singh., Fenech, Louis E.। Oxford। আইএসবিএন 0199699305ওসিএলসি 874522334 
  5. "Jahangir"Encyclopedia Britannica (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০১-০৪ 
  6. "The Tūzuk-i-Jahangīrī Or Memoirs Of Jahāngīr"web.archive.org। ২০১৬-০৩-০৫। Archived from the original on ২০১৬-০৩-০৫। সংগ্রহের তারিখ ২০২১-০১-০৪ 
  7. Eraly, Abraham (২০০০)। Emperors of the Peacock Throne: The Saga of the Great Mughals (ইংরেজি ভাষায়)। Penguin Books India। পৃষ্ঠা ১৭১। আইএসবিএন 978-0-14-100143-2 

আরো পড়ুন

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]
পূর্বসূরী:
সম্রাট আকবর
মুঘল সম্রাট
১৬০৫১৬২৬
উত্তরসূরী:
সম্রাট শাহজাহান