জাহানারা বেগম সাহিব | |
---|---|
মুঘল সাম্রাজ্যের শাহজাদী | |
![]() | |
জন্ম | ২ এপ্রিল ১৬১৪ |
মৃত্যু | সেপ্টেম্বর ১৬, ১৬৮১ |
সমাধি | |
রাজবংশ | মুঘল রাজবংশ |
পিতা | শাহ জাহান |
মাতা | আরজুমান্দ বানু বেগম |
ধর্ম | ইসলাম |
শাহজাদী (সার্বভৌম রাজকন্যা) জাহানার বেগম সাহিব (ইংরেজি: Jahanara Begum Sahib) (উর্দু: شاهزادی جہاں آرا بیگم صاحب) (২ এপ্রিল ১৬১৪ – ১৬ সেপ্টেম্বর ১৬৮১) ছিলেন সম্রাট শাহ জাহান ও সম্রাজ্ঞী মুমতাজ মহলের জ্যেষ্ঠ কন্যা।[১] তিনি তার পিতার উত্তরাধিকারী এবং ষষ্ঠ মুঘল সম্রাট আওরঙ্গজেবের জ্যেষ্ঠ বোন ছিলেন।